আজকে আমরা এখানে আপনাদের এমন কিছু স্মার্টফোনের বিষয়ে বলব যা দারুন ডিসপ্লের সঙ্গে এসেছে। আর এর মধ্যে থেকে এমন কিছু ফোনও আছে যা সবে লঞ্চ হয়েছে। আর এগুলি দারুন দেখতে আর এদের পার্ফর্মেন্সও ভাল। আর এতে আপনারা ফুল ভিউ অভিজ্ঞতা পাবেন। আর এই ফোনের তালিকায় একাধিক ব্র্যান্ড নিজের জায়গা করে নিয়েছে।
আসুন তবে আর দেরি না করে OLED ডিসপ্লে যুক্ত কিছু ফোন দেখে নেওয়া যাক।
এই স্যামসাং ফোনটিতে আপনারা 6.4 ইঞ্চির সুপার AMOLED ইনফিনিটি U ডিসপ্লে পাবেন। আর এই ফোনে আপনারা অক্টা কোর এক্সিয়ন্স 9610 প্রসেসার পাবেন। আর এই ফোনে আপনারা এর সঙ্গে 4GB আর 6GB র্যামের ফোন পাবেন। আর এই ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দেওয়া হয়েছে।
স্যামসাংয়ের M সিরিজের এই জনপ্রিয় ফোনটিতে আপনারা একটি 5000mAh য়ের ব্যাটারি পাবেন আর এই ফোনে আছে ট্রিপেল রেয়ার ক্যামেরা। আর এই ফোনে আপনারা সুপার AMOLED ডিসপ্লে পাবেন। আর এই ফোনটি ডিউড্রপ নচের সঙ্গে এসছে। আর এই ফোনে আছে ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট। আর এই ফোনে আপনারা ট্রিপেল রেয়ার ক্যামেরা পাবেন।
এই স্যামসাং A সিরিজের ফোনটিতে আপনারা একটি 32MP র রেয়ার ক্যামেরার সঙ্গে দুটি আর ও ক্যামেরা পাবেন যার একটি 8MP আর একটি 5Mp র ক্যামেরা। আর এই ফোনের 25W ফাস্ট চার্জ প্রযুক্তি আছে। আর এই ফোনে আপনারা কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 675 চিপসেট পাবেন।
এই দারুন ভিভো ফোনটিতে আপনারা একটি 32MP র পপ আপ সেলফি ক্যামেরা পাবে।, আর এই ফোনে ট্রিপেল রেয়ার ক্যামেরাতে 48MP+8MP+5MP র ইয়ামেরা আছে। আর এই ফোনে আপনারা ডুয়াল LED ফ্ল্যাশও পাবেন।
এই ওপ্পো ফোনে একটি 6.4 ইঞ্চির AMOLED ডিসপ্লে আছে আর এই ফোনে কোন নচ নেই। ফোনটিতে একটি HD+ রেজিলিউশানের ডিসপ্লে আছে। আর এই ফোনে আপনারা স্ন্যাপড্র্যাগন 710 SoC পাবেন। আর এই ফোনে 8GB র্যামের সঙ্গে 128GB স্টোরেজ দেওয়া হয়েছে। আর এই ফোনে একটি 48MP র ক্যামেরা দেওয়া হয়েছে।
Oppo K1 ফোনটিতে আপনারা একটি 6.4 ইঞ্চির FHD+ ডিসপ্লে পাবেন আর এই ফোনের ফ্রণ্টে বেশি ভিউ দেওয়া হয়েছে। আর এই ফোনে আপনারা কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 660 প্রসেসার পাবেন। আর এই ফোনে ফ্রন্টে একটি 25MP র ক্যামেরা আর ব্যাকে 16+2MP ক্যামেরা দেওয়া হয়েছে। এই ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দেওয়া হয়েছে।
Samsung Galaxy S10 সিরিজের এই ফোনে আপনারা একটি 6.4 ইঞ্চির পাঞ্চ হোল ডিসপ্লে পাবেন। আর এই ফোনে ডায়ানামিক AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। আর এই ফোনের ব্যাকে 12+12+16MP র ট্রিপেল রেয়ার ক্যামেরা আর ফ্রন্টে ডুয়াল রেয়ার ক্যামেরাতে 10+8MP র ক্যামেরা দেওয়া হয়েছে।
Oppo Reno 10X Zoom এডিশানের ফোনে আপনারা একটি 6.6 ইঞ্চির AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে আর এই ফোনে HDR 10+ কন্টেন্ট সাপোর্ট করে। আর এই ফোনটিতে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 855 দেওয়া হয়েছে। আর এই ওপ্পো ফোনের ফ্রন্টে কর্নিং গোরিলা গ্লাস 6 য়ের প্রোটেকশান দেওয়া হয়েছে। ফোনটি দুটি ভেরিয়েন্টে এসেছে।
One Plus 7 Pro ফোনে আপনার ফ্লুইড AMOLED ডিসপ্লে পাবেন। আর এর সঙ্গে এই ফোনে QHD+ প্যানেল আছে। আর এই ফোনে আপনারা একটি 48MP র রেয়ার ক্যামেরা পাবেন।
OnePlus 7 Pro র ছোট ভেরিয়েন্ট এই OnePlus 7 ফোনে আপনারা একটি 6.2 ইঞ্চির ফুল HD+ AMOLED ডিসপ্লে পাবেন। আর এই ফোনেও এর প্রো ভেরিয়েন্টের মতন কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 855 চিপসেট দেওয়া হয়েছে।