অ্যান্ড্রয়েড ওয়ান যুক্ত কিছু সেরা স্মার্টফোন

দ্বারা Aparajita Maitra | আপডেট করা Oct 15 2018
অ্যান্ড্রয়েড ওয়ান যুক্ত কিছু সেরা স্মার্টফোন

আমরা যদি গুগল পিক্সাল সিরিজের কথা বলি তবে গুগলের এই স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড ওয়ান প্ল্যাটফর্মে লঞ্চ করা হয়েছে। আর শুধু তাই না এর আমেন এই যে এই স্মার্টফোনটি তাড়াতাড়ি নতুন আপডেট পাবে। শুধু গুগলের এই ফোনটিই না এই সময়ে বেশ কিছু স্মার্টফোন আছে যা অ্যান্ড্রয়েড ওয়ান প্ল্যাটফর্মে চলে। আর এই স্মার্টফোন গুলি খুব তাড়াতাড়ি অ্যান্ড্রয়েডের লেটেস্ট আপডেট পাবে। অনেকেই এই অ্যান্ড্রয়েড ওয়ানের স্মার্টফোন পছন্দ করেন। আমি নিজেও ব্যাক্তিগত ভাবে অ্যান্ড্রয়েড স্মার্টফোনের মধ্যে অ্যান্ড্রয়েড ওয়ান স্মার্টফোন পছন্দ করি। আর এই সবের মাধ্যে আসুন আজকে আমরা এমন কিছু স্মার্টফোন দেখে নি যা অ্যান্ড্রয়েড ওয়ান প্ল্যাটফর্মে চলে। 

অ্যান্ড্রয়েড ওয়ান যুক্ত কিছু সেরা স্মার্টফোন

Motorola One Power স্মার্টফোন

এই ফোনটি সবে ভারতে লঞ্চ হয়েছে। ফোনটি প্রথমে আমরা IFA 2018 তে দেখেছিলাম। আর এই ফোনটি মোটোরোলার তরফে অ্যান্ড্রয়েড ওয়ানের সঙ্গে লঞ্চ করা হয়েছে। এই ফোনটির দাম 15,999টাকা। এতে একটি 6.2 ইঞ্চির ফুল HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে।

অ্যান্ড্রয়েড ওয়ান যুক্ত কিছু সেরা স্মার্টফোন

গুগল পিক্সাল সিরিজ

গুগলের তরফে তাদের এই পিক্সাল সিরিজের ফোনটি অ্যান্ড্রয়েড ওয়ান প্ল্যাটফর্মে লঞ্চ করা হয়েছে। আর এই সিরিজে বেশ কিছু স্মার্টফোন আছে। আর এখন এই সব স্মার্টফোনে অ্যান্ড্রয়েড ওয়ানের ক্ষমতা আছে।

অ্যান্ড্রয়েড ওয়ান যুক্ত কিছু সেরা স্মার্টফোন

Infinix Note 5

Infinix Note 5 ফোনটিতে আপনারা একটি 5.99 ইঞ্চির FHD+ ডিসপ্লে পাবেন। এই ফোনে একটি 2.5D কার্ভডগ্লাস দেওয়া হয়েছে। আর এই ফোনে একটি 12Mp র রেয়ার ক্যামেরা আছে আর সঙ্গে এই ফোনে আপ নারা প্রিমিয়াম গ্লাস ফিনিস পাবেন।

অ্যান্ড্রয়েড ওয়ান যুক্ত কিছু সেরা স্মার্টফোন

Xiaomi Mi A1

এই সাওমি ফোনটিওতে একটি 5.5 ইঞ্চির ডিসপ্লে আছে। আর এর এই ডিস্প্লে 2.5D কার্ভড গ্লাস যুক্ত। আর এই ফোনটি কোয়াল্কাল্ম স্ন্যাপড্র্যাগন 625 য়ে চলে। এই ফোনে দুটি 12MP র ক্যামেরা দেওয়া হয়েছে।

অ্যান্ড্রয়েড ওয়ান যুক্ত কিছু সেরা স্মার্টফোন

Nokia 5.1 Plus

এই ফোনটিও সদ্য লঞ্চ করা হয়েছে। এই ফোনটি 10 হাজার টাকার সেগমেন্টে লঞ্চ করা হয়েছে। এটি নোকিয়ার লঞ্চ করা একটি অ্যান্ড্রয়েড ওয়ান স্মার্টফোন। আর এই ফোনে একটি নচ দেওয়া হয়েছে। ফোনটি যেহেতু অ্যান্ড্রয়েড ওয়ানের স্মার্টফোন তাই এটি তাড়াতাড়ি অ্যান্ড্রয়েড 9 পাই আপডেট পাবেন বলে আসা করা হচ্ছে।

অ্যান্ড্রয়েড ওয়ান যুক্ত কিছু সেরা স্মার্টফোন

Xiaomi Mi A2

Xiaomi Mi A2 স্মার্টফোনটি একটি 5.99 ইঞ্চির FHD+ ডিসপ্লে যুক্ত ফোন। আর এই ফোনে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 660 দেওয়া হয়েছে। আর এই ফোনটি 4GB র‍্যামের সঙ্গে 64GB স্টোরেজ যুক্ত ফোন। এই ফোনটি অ্যান্ড্রয়েড 8.1 Oro তে লঞ্চ করা হয়েছে।

অ্যান্ড্রয়েড ওয়ান যুক্ত কিছু সেরা স্মার্টফোন

Nokia 7 Plus

Nokia 7 Plus স্মার্টফোনটি 6 ইঞ্চির ডিসপ্লে রস্নগে 18:9 অ্যাস্পেক্ট রেশিওর সঙ্গে লঞ্চ করা হ্যেহচে। আর এই ফোনটি 6000 অ্যালুমিনিয়াম সিরিজের সঙ্গে এসেছে। এই ফোনটি 2 দিনের ব্যাটারি লাইফ দেয়। আর এই ফোনটি ব্ল্যাক কপার আর হোয়াট কালারে লঞ্চ করা হয়েছে।

অ্যান্ড্রয়েড ওয়ান যুক্ত কিছু সেরা স্মার্টফোন

Nokia 6.1 Plus

Nokia 6.1 Pus ফোনটি এজ টু এজ ডিসপ্লের সঙ্গে 5.8 ইঞ্চির FHD+ ডিসপ্লে যুক্ত আর এর অ্যাস্পেক্ট রেশিও 19:9 । আর এই ফোনটি 4GB র‍্যামের সঙ্গে 64GB স্টোরেজ যুক্ত। এই ফোনটি একটি অ্যান্ড্রয়েড ওয়ান ডিভাইস আর এর মানে এই যে এই ডিভাইসটি তাড়াতাড়ি অ্যান্ড্রয়েডের লেটেস্ট আপডেট পাবে।

অ্যান্ড্রয়েড ওয়ান যুক্ত কিছু সেরা স্মার্টফোন

Nokia 6.1

Nokia 6.1 স্মার্টফোনটি 5.5 ইঞ্চির IPS LCD ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হয়েছে। আর এই ফোনের অ্যাস্পেক্ট রেশিও 16:9। তবে এখন স্মার্টফোনে 19:9 অ্যাস্পেক্ট রেশিওও দেখা যাচ্ছে। আর এই ফোনটই কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 430 র সঙ্গে লঞ্চ করা হয়েছে।

অ্যান্ড্রয়েড ওয়ান যুক্ত কিছু সেরা স্মার্টফোন

Nokia 8 Sirocco

এই নোকিয়া স্মার্টফোনটি 5.5 ইঞ্চির P-OLED ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হয়েছে। আর এই ফোনটি 7.5,mm থিন একটি ফোন। আর এই ফোনটী IP রেটিং যুক্ত। আর এই ফোনে আপনারা AOP Mic ও পাবেন।