শক্তিশালী ব্যাটারির দারুন কিছু ফোনের বিষয়ে জানুন

শক্তিশালী ব্যাটারির দারুন কিছু ফোনের বিষয়ে জানুন

এই সময়ে বাজারে যত স্মার্টফোন আছে তার মধ্যে 5000mAh য়েরই শুধু না 6000mAh য়ের ব্যাটারির স্মার্টফোনও আছে। আর যারা গেমিং পছন্দ করেন তবে আপনারা এখানে বড় ব্যাটারির কিছু স্মার্টফোন পাবেন। আসুন এই সব ফোন গুলি একবার দেখে নেওয়া যাক।

শক্তিশালী ব্যাটারির দারুন কিছু ফোনের বিষয়ে জানুন

Samsung Galaxy M30s

এই সদ্য লঞ্চ হওয়া স্যামসাং ফোনে আপনারা 6.4 ইঞ্চির FHD+ ডিসপ্লে পাবেন। আর এর সঙ্গে এই ফোনে আপনারা এক্সিয়ন্স 9611 প্রসেসার পাবেন। আর এই ফোনটি অ্যান্ড্রয়েড 9 পাইয়ের সঙ্গে এসেছে। আর এই ফোনটি স্যামসাংয়ের ওয়ান UI তে চলে।

আর এই ফোনে আছে একটি 6000mAh য়ের ব্যাটারি আর এই ফোনে আপনারা পাবেন AI।

শক্তিশালী ব্যাটারির দারুন কিছু ফোনের বিষয়ে জানুন

Realme 5

এই ফোনটিতে আপনারা এখানে 6.5 ইঞ্চির মিনি ড্রপ ফুল স্ক্রিন পাবেন আর এই ফোনে আছে ক্রিস্টাল ব্লু আর পার্পাল কালার ভেরিয়েন্ট।

আর এই ফোনটিতে আপনারা এর প্রো ভেরিয়েন্টের মতন কোয়াড ক্যামেরা পাবেন। আর এই ফোনে আপনারা 12MP rর মেন ক্যামেরার সঙ্গে 8MP আর দুটি 2MP র ক্যামেরা পাবেন। আর এই ফোনে আছে একটি 5000mAh য়ের ব্যাটারি।

শক্তিশালী ব্যাটারির দারুন কিছু ফোনের বিষয়ে জানুন

Vivo Z1 Pro

এই ভিভো ফোনটিতে আপবনারা অ্যান্ড্রয়েড 9 পাই পাবেন আর এই ফোনে ফানটাচ OS 9 আছে। আর এই ফোনে আপনারা 6.53 ইঞ্চির ফুল HD ডিসপ্লে পাবেন। আর ফোনে আছে ট্রিপেল রেয়ার ক্যামেরা। ফোনের মেন ক্যামেরা 16MP র আর এই ফোনে আপনারা 8MP র আল্ট্রা ওইয়াইড ক্যামেরার সঙ্গে একটি তৃতীয় ক্যামেরা 2MPr পাবেন। ফোনে 32MP র মেন ক্যামেরার সঙ্গে আছে একটি 5000mAh য়ের ব্যাটারি।

শক্তিশালী ব্যাটারির দারুন কিছু ফোনের বিষয়ে জানুন

Infinix Hote 8

এই ফোনটি কোম্পানির লেটেস্ট ফোন আর এই ফোনে আপনারা একটি 6.52 ইঞ্চির ডিসপ্লে পাবেন। আর এই ফোনে আপনারা মিডিয়াটেক হেলিও পি 22 পাবেন। ফোনে আছে একটি 5000mAh য়ের ব্যাটারি। আর এই ফোনে আপনারা ট্রিপেল রেয়ার ক্যামেরা পাবেন।

শক্তিশালী ব্যাটারির দারুন কিছু ফোনের বিষয়ে জানুন

Samsung Galaxy M30

এই গ্যালাক্সি M সিরিজের ফোনে আপনারা একটি 6.4 ইঞ্চির ফুল HD+ ডিসপ্লে পাবেন। আর এই ফোনে আপনারা সুপার AMOLED ডিসপ্লে পাবেন। আর এই ফোনে আপনারা এক্সিয়নবস 7904 পাবেন। ফোনে আছে 15W য়ের ফাস্ট চার্জিং ফিচার,। ফোনে আপনারা একটি 5000mAh য়ের ব্যাটারি পাবেন।

শক্তিশালী ব্যাটারির দারুন কিছু ফোনের বিষয়ে জানুন

Vivo Y15

Vivo Y15 ফোনটূতে আপনারা একটি 6.35 ইঞ্চির ডিসপ্লে পাবেন। আর এই ফোনে আছে ওয়াটার ড্রপ নচ। আর এই ফোনে আপনারা অক্টা কোর SoC পাবেন আর ফোনে আছে 4GB র‍্যাম আর 64GB র স্টোরেজ। ফোনটিতে আপনারা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে এক্সপেন্ড করা যাবে।

ফোনে আছে একটি 5000mAh য়ের ব্যাটারি। আফ এই ফোনে আপনারা অ্যান্ড্রয়েড 9 পাই পাবেন।

শক্তিশালী ব্যাটারির দারুন কিছু ফোনের বিষয়ে জানুন

Samsung Galaxy M20

এই ফোনটিতে আপনারা 6.3 ইঞ্চির ডিসপ্লে পাবেন আর এই ফোনে আছে এক্সিয়ন্স 7904 । আর এই ফোনে আপনারা 3GB আর 4GB র‍্যাম পাবেন আর ফোনের স্টোরেজ যথাক্রমে 32GB আর 64GB। আর ফোনটিতে আছে একটি 5000mAh য়ের ব্যাটারি। ফোনে আপনারা অ্যান্ড্রয়েড 8 ওরিও পাবেন।

শক্তিশালী ব্যাটারির দারুন কিছু ফোনের বিষয়ে জানুন

Vivo Y17

Vivo Y17 ফোনে আপনারা একটি ট্রিপেল ক্যামেরা সেটআপ পাবেন। আর এই ফোনে আপনারা প্রাইমারি ক্যামেরা 13MP র পাবেন আর এর সঙ্গে এই ফোনে আপনারা 8MP আর একটি 2MP র ক্যামেরা পাবেন। ফোনে পাচ্ছেন একটি 20MP র সেলফি ক্যামেরা। আফ ফোনে আছে 5000mAh য়ের ব্যাটারি। আর ফোনটি 18W ফাস্ট চার্জ সাপোর্ট করে। আর এতে আপনারা মিডিয়াটেক হেলিও P35 পাবেন।

শক্তিশালী ব্যাটারির দারুন কিছু ফোনের বিষয়ে জানুন

Vivo Y12

এই ফোনে আপনারা ট্রিপেল রেয়ার ক্যামেরা পাবেন আর ফোনে আছে একটি 13MP র ক্যামেরা আর ফোনে আপনারা 8MP র মেন ক্যামেরা পাবেন আর সঙ্গে এছে একটি 2MP র ক্যামেরা। ফোনটিতে আপবনারা 8MP র ফ্রন্ট ক্যামেরা পাবেন। আর ফোনে আছ্যে 5000mAh য়ের ব্যাটারি ফোনটি স্লোমোশান ভিডিও সাপোর্ট করে।

শক্তিশালী ব্যাটারির দারুন কিছু ফোনের বিষয়ে জানুন

Oppo A9 2020

আপনারা এই ওপ্পো ফোনটিতে 6.50 ইঞ্চির ডিসপ্লে পাবেন। আর এই ফোনে আছে কর্নিং গোরিলা গ্লাসের প্রোটেকশান আর এই ফোনে আপনারা অ্যান্ড্রয়েড 9 পাই পাবেন। আর ফোনটিতে আপনারা কালার OS 9.1 পাবেন। ফোনটিতে আছে একটি 5000mAh য়ের ব্যাটারি।

ফোনটীতে আপনারা কোয়াড ক্যামেরা সেটআপ পাবেন জার মেন ক্যামেরা 48Mp র আর এই ফোনে আছে একটি 16MP র ক্যামেরা।

শক্তিশালী ব্যাটারির দারুন কিছু ফোনের বিষয়ে জানুন

Asus Zenfone Max Pro M1

Asus Zenfone Max Pro M1 ফোনে আপনারা একটি 5.99 ইঞ্চির ডিসপ্লে পাবেন যা 2180x1080 পিক্সালের রেজিলিউশান পাবেন। আর এই ফোনে আপনারা কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 636 পাবেন। আর এই ফোনে আপনারা পাবেন একটি 5000mAh য়ের ব্যাটারি।