এমনিতে বাজারে বেশ কিছু স্মার্টফোনের অপশান আছে কিন্তু এবার আমরা যদি স্মার্টফোন কিনতে চাই তবে তখন ভাল স্টোরেজ যুক্ত স্মার্টফোনই খুঁজে থাকি। সবার নিজের নিজের পছন্দ অপছন্দ আছে। আর আপনি যদি একটি নতুন স্মার্টফোন কিনতে চান আর 32GB স্টোরেজের ইন্টারনাল স্টোরেজ যুক্ত তবে এই লিস্টটি একবার দেখতে পারেন।
আজকে আমরা এখানে এমন কিছু স্মার্টফোনের বিষয়ে কথা বকব যা আলাদা আলাদা দামে আর ফিচার্সের সঙ্গে 32GB স্টোরেজ অফার করে। তবে আসুন এই লিস্টটি একবার ভাল করে দেখে নেওয়া যাক।
Redmi Y1 স্মার্টফোনটি আপনি 8,999 টাকায় কিনতে পারবেন। এই স্মার্টফোনটি 3GB র্যামের সঙ্গে 32GB ইন্টারনাল স্টোরেজ দেয়া আর এটি 13MP’র রেয়ার ক্যামেরা আর 16MP’র ফ্রন্ট ফেসিং ক্যামেরা দেওয়া হয়েছে। এখান থেকে কিনুন।
Honor 7X স্মার্টফোনটি 12,999 টাকায় কিনতে পাওয়া যাচ্ছে। এই ডিভাইসে 4GB র্যাম আর 32GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত। এখান থেকে কিনুন।
Lenovo Vibe K5 Note স্মার্টফোনটি আপনি 9,999 টাকায় কিনতে পারবেন। এই স্মার্টফোনটিতে 4 GB র্যাম আর 32 GB স্টোরেজ আছে। আর এই ডিভাইসে 3500 mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে। এখান থেকে কিনুন।
Redmi 4 স্মার্টফোনটি আপনি 3GB র্যাম আর 32GB স্টোরেজ অপশানে 8,999 টাকায় কেনা যেতে পারে। এই স্মার্টফোনটিতে 13MP’র প্রাইমারি ক্যামেরা আর 5MP’র ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। এখান থেকে কিনুন।
Moto E4 Plus ফোনটি 9,999 টাকায় কিনতে পাওয়া যাচ্ছে। এই ডিভাইসটিতে 3 GB র্যাম আর 32 GB স্টোরেজ দেওয়া হয়েছে। এই ডিভাইসের ব্যাটারি 5000 mAh এর। এখান থেকে কিনুন।
10.or E ফোনটি 6,999 টাকায় কিনতে পাওয়া যাচ্ছে। এই ডিভাইসটিতে 3 GB র্যাম আর 32 GB স্টোরেজ আর 4000 mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে। এখান থেকে কিনুন।
Honor 9 Lite স্মার্টফোনটিকে 10,999 টাকায় কিনতে পাওয়া যেতে পারে। এই স্মার্টফোনটিতে ডিভাইসটিতে 3 GB র্যাম আর 32 GB স্টোরেজ দেওয়া হয়েছে। এতে একটি 3000 mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে। এখান থেকে কিনুন।
Moto G5 Plus ফোনটিকে 10,999 টাকায় কেনা যেতে পারে। এই স্মার্টফোনটিতে 4GB র্যাম আর 32GB স্টোরেজ দেওয়া হয়েছে আর এর ব্যাটারি 3000mAh এর। এখান থেকে কিনুন।
Samsung Galaxy S7 ডিভাইসটিতে 4 GB র্যাম আর 32 GB’র স্টোরেজ আছে আর এই ডিভাইসের ব্যাটারি 3000 mAh এর। এই স্মার্টফোনটিকে 22,990 টাকায় কেনা যেতে পারে। এখান থেকে কিনুন।
Infinix Hot S3 স্মার্টফোনটি 8,999 টাকায় কেনা যেতে পারে। এই স্মার্টফোনটিতে 3 GB র্যাম আর 32 GB স্টোরেজ দেওয়া হয়েছে। আর এই ডিভাইসের ব্যাটারি 4000 mAh এর। এখনা থেকে কিনুন।
Lenovo K8 Plus স্মার্টফোনটি 9,999 টাকায় কিনতে পাওয়া যাচ্ছে। এই ডিভাইসটিতে 3 GB র্যাম আর 32 GB স্টোরেজ দেওয়া হয়েছে। এর এতে 4000 mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে। এখান থেকে কিনুন।
Smartron t.phone P
Smartron t.phone P স্মার্টফোনটিতে 7,999 টাকায় কিনতে পাওয়া যাচ্ছে। এই ডিভাইসটিতে 3 GB র্যাম আর 32 GB’র ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। এই ডিভাইসে 5000 mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে। আর এই ডিভাইসে 13MP’র রেয়ার ক্যামেরা আর 5MP’র ফ্রন্টক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এখান থেকে কিনুন।
Micromax Canvas 6 স্মার্টফোনটি আপনি 6,499 টাকায় কিনতে পারবেন। এই স্মার্টফোনটিতে 3 GB র্যাম আর 32 GB স্টোরেজ আছে। এই ডিভাইসের রেয়ার ক্যামেরা 13MP’র আর এতে 8MP’র ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। এখান থেকে কিনুন।
Asus Zenfone 3s Max ফোনটি 8,999 টাকায় কিনতে পাওয়া যাচ্ছে। এই ডিভাইসে 3 GB র্যাম আর 32 GB স্টোরেজ আছে। এর এর ব্যাটারি 5000 mAh এর। এখান থেকে কিনুন।
Panasonic Eluga Ray 700 স্মার্টফোনটিকে 8,999 টাকায় কিনতে পাওয়া যাচ্ছে। এই স্মার্টফোনটিতে 3 GB র্যাম আর 32 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত। এতে 13MP’র রেয়ার ক্যামেরা আর 13MP’র ফ্রন্ট ক্যামেরা আছে। এখান থেকে কিনুন।
Moto M স্মার্টফোনটি 11,999টাকায় কিনতে পাওয়া যাচ্ছে। এই স্মার্টফোনটিতে 3 GB র্যাম আর 32 GB স্টোরেজ দেওয়া হয়েছে। এর ব্যাটারি 3050 mAh এর। এখান থেকে কিনুন।
Samsung Galaxy On Max স্মার্টফোনটি 15,900 টাকায় কিনতে পাওয়া যাবে। এই স্মার্টফোনটিতে 4 GB র্যাম আর 32 GB স্টোরেজ আছে। এই ডিভাইসে 3300 mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে। এখান থেকে কিনুন।
Asus Zenfone 4 Selfie
Asus Zenfone 4 Selfie স্মার্টফোনটি 9,999 টাকায় কিনতে পাওয়া যাচ্ছে। এই স্মার্টফোনটিতে 3 GB র্যাম দেওয়া হয়েছে আর এই ফোনে 32 GB স্টোরেজ দেওয়া হয়েছে। এর ব্যাটারি 3000 mAh এর। এখান থেকে কিনুন।