ভারতে লঞ্চ হওয়া আর হতে চলা কিছু ফোন

দ্বারা Aparajita Maitra | আপডেট করা Oct 15 2018
ভারতে লঞ্চ হওয়া আর হতে চলা কিছু ফোন

সম্প্রতি ভারতে বেস কিছু স্মার্টফোন লঞ্চ করা হয়েছে আর বেশ কিছু স্মার্টফোন ভারতে লঞ্চ হতে চলেছে। এই সময়ে আমরা সেই সব স্মার্টফোনের তালিকা দেখে নেব যা 2018 সালে লঞ্চ করা হয়েছে বা হতে চলেছে। আর এই ফোনের মধ্যে অনেক ফোনই আপনাদের পছন্দ হবে বলেই মনে হয়। আসুন তবে দেখা যাক যে এই সময়ে ভারতে লঞ্চ হওয়া আর হতে চলা স্মার্টফোন কোন গুলি।

ভারতে লঞ্চ হওয়া আর হতে চলা কিছু ফোন

HTC U 12+

HTC সম্প্রতি তাদের ফ্ল্যাগশিপ স্মার্টফোন লঞ্চ করবে যা রিফাইন্ড গ্লাস ডিজাইনের সঙ্গে আসবে আর এটি সেমি ট্রান্সপারেন্ট হবে। আর এর সঙ্গে এই ফোনটি টাচ সেন্সিটিভ এজেস আর লেটেস্ট হার্ডওয়্যার যুক্ত হবে।

ভারতে লঞ্চ হওয়া আর হতে চলা কিছু ফোন

Huawei P20 Pro

Huawei P 20 Pro স্মার্টফোনটি প্রথম ফোন যা ট্রিপেল রেয়ার ক্যামেরার সঙ্গে লঞ্চ করা হয়েছিল। আর এই ফোনটিতে প্রাইমারি ক্যামেরা 40MP র আর এর বাকি ক্যামেরা গুলি 20 এমগাপিক্সাল আর 8 মেগাপিক্সালের। আর এই ফোনে কিরিন 970 SoC  আছে আর ফোনটিতে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 835 আছে।

ভারতে লঞ্চ হওয়া আর হতে চলা কিছু ফোন

Asus Zenfone 5Z

Asus Zenfone 5Z এই বছরে কোম্পানির নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন আর এই ফোনে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 855 SoC আছে। আর এই ফোনে 256GB স্টোরেজ ভেরিয়েন্ট দেওয়া হয়েছে। আর এই ফোনটিতে নচ ডিসপ্লে দেওয়া হয়েছে।

ভারতে লঞ্চ হওয়া আর হতে চলা কিছু ফোন

Moto G6

Moto G6 ফোনটিতে 5.7 ইঞ্চির ফুল HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। আর এই ফোনের অ্যাস্পেক্ট রেশিও 18:9। আর এই ফোনটিতে 3D কর্নিং গোরিলা গ্লাস দেওয়া হয়েছে। আর এই ফোনে 12MP+5MP র ডুয়াল ক্যামেরা দেওয়া হয়েছে। আর এই ফোনটিতে ফ্রন্টে একটি 16MP র ক্যামেরা দেওয়া হয়েছে।

ভারতে লঞ্চ হওয়া আর হতে চলা কিছু ফোন

Moto G6 Plus

Moto G6 Plus স্মার্টফোনটিতে 5.99 ইঞ্চির FHD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। আর এই ফোনে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 630 SoC দেওয়া হয়েছে। আর এই ফোনে 256GB পর্যন্ত মেমারি এক্সপেন্ড করা যায় এই ফোনের র‍্যাম আর রোম এমনিতে যথাক্রমেঃ 6GB আর 64GB। আর এইফফোনে একটি 3200mAh য়ের ব্যাটারি আছে।

ভারতে লঞ্চ হওয়া আর হতে চলা কিছু ফোন

Sony Xperia XZ2

Sony Xperia XZ2 স্মার্টফোনটিতে একটি 5.7 ইঞ্চির একটি FHD+ ডিসপ্লে দেওয়া হয়েছে আর এই ফোনের ডিসপ্লের রেজিলিউশান 1080x2160 পিক্সাল। আর এই ফোনে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 845 দেওয়া হয়েছে। আর এই ফোনে 64GB র ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। এই ফোনটিকে প্রথমে MWC 2018 তে দেখা গেছিল।

ভারতে লঞ্চ হওয়া আর হতে চলা কিছু ফোন

Nokia 8110G

Nokiaর এই ফোনটি এখনও ভারতে লঞ্চ করা হয়নি। ত্নে এটি একটি ভাল ফোন আর এই ফোনটি KaiOS য়ে চলে আর এই ফোনটিতে 2.4 ইঞ্চির TFT ডিসপ্লে দেওয়া হয়েছে। আর এই ফোনে একটি 2MP র রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে।

ভারতে লঞ্চ হওয়া আর হতে চলা কিছু ফোন

Xiaomi Mi Mix 2s

Mi Mix 2S ফোনটি পরবর্তী ফ্ল্যাগশিপ ফোন হতে পারে যা Mi Mix 2 য়ের জায়গা নেবে। আর এই ফোনটি কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 845 SoC যুক্ত। আর এই ফোনট বেজেল লেস ডিসপ্লে যুক্ত।

ভারতে লঞ্চ হওয়া আর হতে চলা কিছু ফোন

Xiaomi Poco F1

এই ফোনটি ভারতে লঞ্চ হয়েছে। এই ফোনটি একটি মিড রেঞ্জের ফোন হলেও এতে লিকুইড কুলিং ফিচার আর কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 845SoC যুক্ত। আর এই ফোনে 4,000mAh য়ের ব্যাটারি দেওয়া হয়েছে। আর এই ফোনটিতে 20 মেগাপিক্সালের ক্যামেরা দেওয়া হয়েছে।

ভারতে লঞ্চ হওয়া আর হতে চলা কিছু ফোন

Redmi 6 Pro

Redmi 6 Pro রেডমির 6 সিরিজের একটি স্মার্টফোন আর এই ফোনে 5.84 ইঞ্চির একটি ফুল HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। আর এই ফোনে স্ন্যাপড্র্যাগন 625 প্রসেসার দেওয়া হয়েছে। আর এই ফোনটিতে 12MP+5MP র ডুয়াল রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে।

ভারতে লঞ্চ হওয়া আর হতে চলা কিছু ফোন

Oppo F9 Pro

Oppo F9 Pro স্মার্টফোনটিতে একটি 6.3 ইঞ্চির স্ক্রিন টু বডি রেশিও যুক্ত ডিসপ্লে দেওয়া হয়েছে। আর এই ফোনের অ্যাস্পেক্ট রেশিও 19:5:9। আর এই ফোনে ফ্রন্টে একটি F9 Pro স্মার্টফোনটিতে একটি 25MP র ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। আর এইফোনটি ব্লু আর পার্পাল কালারে লঞ্চ করা হয়েছে।

ভারতে লঞ্চ হওয়া আর হতে চলা কিছু ফোন

Vivo V11 Pro

Vivo V11 Pro স্মার্টফোনটিতে একটি 6.41 ইঞ্চির FHD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। আর এই ফোনে সুপার AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। আর এই ফোনটিতে 4th জেনারেশানের ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দেওয়া হয়েছে।