ভারতের 4GB ও 6GB র‍্যামের কিছু ফোন

দ্বারা Digit Bangla | আপডেট করা Mar 27 2019
ভারতের 4GB ও 6GB র‍্যামের কিছু ফোন

ভারতের ভাল র‍্যাম যুক্ত কিছু স্মার্টফোন আছে যা দারুন সব ইনোভেশানের সঙ্গে লঞ্চ হয়েছে আর সি সব ফোন গুলি একে অপরকে টক্কর দেওয়ার জন্য তৈরি থাকে। আর এখন শুধু ফোনের ব্যাটারি আর ক্যামেরা নয় স্টোরেজ বা অন্য জিনিসও সমান ভাবে সবাই দেখে। এখন তাই সব ফোন গুলি অনেক স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়। আর এই সবের মধ্যে এখন অনেক স্টোরেজ ভেরিয়েন্টের ফোন লঞ্চ হয় আর এর মধ্যে নিজের পছন্দের ফোন কেনা যায়। আর এই সবের মধ্যে আপনারা যদি 4GB র‍্যামের ফোন কিনতে চান আর তা নিয়ে চিন্তায় থাকেন তবে আজকে আমরা আপনাদের এমন কিছু ফোনের কথা বলব যা এই ধরনের 4GB র‍্যামের ফোন। আসুন দেখা যাক কিছু দারুন 4GB র‍্যামের ফোন।সঙ্গে কিছু 6GB র‍্যামের ফোনও আছে।

ভারতের 4GB ও 6GB র‍্যামের কিছু ফোন

Redmi Note 7

Redmi Note 7 ফোনটি গ্লাস ব্যাক, ওয়াটার ড্রপ নচ আর ফ্রন্ট আর রেয়ার প্যানেলে 2.5D গ্লাস যুক্ত ফোন। আর এই ফোনে 6.3 ইঞ্চির LCD প্যানেল আছে যা 2340x1080 পিক্সালের। আর এই ফোনে ফ্রন্ট আর ব্যাকের গোরিলা গ্লাস 5 য়ের প্রোটেকশান দেওয়া হয়েছে। আর এই স্মার্টফোনে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 660 SoC দেওয়া হয়েছে। আর এই ফোনটি অক্টা কোর প্রসেসার যুক্ত। ক্যামেরাতে ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরাতে 12+2 মেগাপিক্সালের ক্যামেরা দেওয়া হয়েছে। ফোনে একটি 13MP ফ্রন্ট ক্যামেরা আছে। আর এই ফোনে 4000mAH য়ের ব্যাটারি দেওয়া হয়েছে।

ভারতের 4GB ও 6GB র‍্যামের কিছু ফোন

Redmi Note 7 Pro

Redmi Note 7 Pro ফোনটিতে আপনারা স্ন্যাপড্র্যগন 675 প্রসেসার পেয়েছেন আর এই ফোনে 6GB LPDDR4X র‍্যাম আর 128GB স্টোরেজ দেওয়া হয়েছে।

এই ফোনে আপনারা 4000mAh য়ের ব্যাটারি পাবেন। আর ফোনটির ব্যাটারি কুইক চার্জ 4 (18w) য়ের আর এই ফোনে 48MP র ছবি 15MB র হবে।

ভারতের 4GB ও 6GB র‍্যামের কিছু ফোন

Samsung Galaxy A50

Samsung Galaxy A50 এই ফোনটিতে আপনারা 6.4 ইঞ্চির সুপার অ্যামোলেড ইনফিনিটি U ডিসপ্লে পাবেন। আর এই ফোনের অ্যাস্পেক্ট রেশিও 19:5:9। এই ফোনে 4GB আর 6GB র‍্যাম দেওয়া হয়েছে।

ক্যামেরার ক্ষেত্রে এই ফোনে আপনারা ট্রিপেল রেয়ার ক্যামেরাতে 25+5+8 মেগাপিক্সালের ক্যামেরা পাবেন। আর এই ফোনের ফ্রন্টে 25 মেগাপিক্সালের ক্যামেরা আছে।

ভারতের 4GB ও 6GB র‍্যামের কিছু ফোন

Samsung Galaxy A30

Samsung Galaxy A30 এই ফোনে আপনারা একটি 6.4 ইন্নচির ফুল HD+ ডিসপ্লে পাবেন আর এই ফোনে এক্সিয়ন্স 7904 SoC আছে। আর এই ফোনে আপনারা রেয়ার ক্যামেরাতে 16+5 মেগাপিক্সালের ক্যামেরা পাবেন। আর এই ফোনের ফ্রন্টে একটি 25 মেগাপিক্সালের ক্যামেরা আছে। ফোনটিতে 4,000mAh য়ের ব্যাটারি দেওয়া হয়েছে।

ভারতের 4GB ও 6GB র‍্যামের কিছু ফোন

Samsung Galaxy J6

এই স্যামসাং ফোনটি 5.6 ইঞ্চির HD+ ডিসপ্লে যুক্ত ফোন। আর এই ফোনের অ্যাস্পেক্ট রেশিও 18:5;9। আর এই ফোনে 3GB/32Gb আর 4GB/64GB ভেরিয়েন্ট আছে। ফোনে আপনারা একটি 13মেগাপিক্সালের রেয়ার ক্যামেরা আর 8 মেগাপিক্সালের ফ্রন্ট ক্যামেরা পাবেন। আর এই ফোনের দুটি ক্যামেরার সঙ্গেই LED ফ্ল্যাশ দেওয়া হয়েছে।

ভারতের 4GB ও 6GB র‍্যামের কিছু ফোন

Redmi Note 6 Pro

এটি একটি 6.26 ইঞ্চির ডিসপ্লে যুক্ত ফোন। আর এই ফোনে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 636 যুক্ত। আর এই ফোনে আপনারা ডুয়াল ফ্রন্ট আর ডুয়াল রেয়ার ক্যামেরা পাবেন। আর এই ফোনটিতে দুটি ভেরিয়েন্ট আছে 4GB/64Gb আর 6GB/64GB।

ভারতের 4GB ও 6GB র‍্যামের কিছু ফোন

Realem 2 Pro

Relame 2 Pro ফোনটিতে আপনারা কোয়াল্কম স্ন্যাপড্র্যাগ্ন 660AIE প্রসেসার পাবেন। আর এই ফোনে আপনারা এই ফোনটি 6GB র‍্যামের সঙ্গেও পাবেন আর এই ফোনে একটি 3500mAH য়ের ব্যাটারি দেওয়া হয়েছে। এই ফোনটি 16+2মেগাপিক্সলের রেয়ার ক্যামেরা সঙ্গে 16 মেগাপিক্সালের ফ্রন্ট ক্যামেরা যুক্ত।

ভারতের 4GB ও 6GB র‍্যামের কিছু ফোন

Xiaomi Redmi Note 5 Pro

কর্নিং গোরিলা গ্লাস যুক্ত এই ফোনটিতে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 636 দেওয়া হেয়ছে আর এই ফোনে আপনারা 4GB র‍্যাম পাবেন। আর এই ফোনটি 64GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত ফোন। আর এই ফোনের স্টোরেজকে 256GB পর্যন্ত এক্সপেন্ড করা যায়। আর এই ফোনটিতে আপনারা 4000mAh য়ের ব্যাটারি পাবেন।

ভারতের 4GB ও 6GB র‍্যামের কিছু ফোন

Asus Zenfone Max Pro M2

এই ফোনটির প্রাথমিক দাম 12,999টাকা। আর এই ফোনটিতে 6.3 ইঞ্চির FHD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। আর এই ফোনে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 660 প্রসেসার দেওয়া হয়েছে। আর এই ফোনটি তিনটি ভেরিয়েন্টে পাওয়া যায় 3GB/32Gb, 4GB/64GB আর 6GB/64GB ভেরিয়েন্টে পাওয়া যায়। এই ফোনে আপনারা 12+5MP র ডুয়াল রেয়ার ক্যামেরার সঙ্গে 13MP র ফ্রন্ট ক্যামেরা পাবেন।

ভারতের 4GB ও 6GB র‍্যামের কিছু ফোন

Huawei Y9(2019)

Huaweiর এই ফোনটি 15,990 টাকায় লঞ্চ করা হয়েছে। এই ফোনটিউতে 6.5 ইঞ্চির বড় ডিসপ্লে আর 4,000mAh য়ের ব্যাটারি দেওয়া হয়েছে। আর এই ফোনের অ্যাস্পেক্ট রেশিও 19:5:9। আর এই ফোনটি 3D কার্ভড ডিজাইনের।

ভারতের 4GB ও 6GB র‍্যামের কিছু ফোন

Honor 8X

Honor য়ের এর এই দারুন ফোনটিতে আপনারা ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ পাবেন আর এই ফোনটি নচ ডিসপ্লে যুক্ত। এই ফোনের প্রাথমিক দাম ভারতে 14,999 টাকা। আর এই ফোনটিতে আপনারা ৩এক্তি 6.5 ইঞ্চির 2340x1080 পিক্সাল রেজিলিউশান পাবেন। আর এই ফোনটিতে কিরিন 710 অক্টা কোর প্রসেসার আছে।