এই সময়ে বেশ কিছু এমন ফোন লঞ্চ করা হয়েছে যা ট্রিপেল নয় চারটি ক্যামেরার সঙ্গে লঞ্চ করা হয়েছে। একটা সময় ছিল যখন ফোনে ডুয়াল ক্যামেরা থাকত আর পরে ট্রিপেল ক্যামেরা সেটআপ একটি আলাদা ট্রেন্ড হ্যে যায়। আর এই সময়ে বেশ কিছু এমন ফোন আছে যা কোয়াড ক্যামেরার সঙ্গে লঞ্চ হয়েছে। এর মধ্যে যেমন বেশ কিছু দামি ফোন আছে তেমনি আছে বেশ কিছু মিড রেঞ্জের ফোনও। সম্প্রতি ভারেত লঞ্চ হওয়া Relame 5 সিরজের ফোনও এই কম দামের কোয়াড ক্যামেরা সেট আপের ফোনের তালিকায় নিজেদের সংযোজন করেছে। আর আজকে আমরা এখানে সেই সব ফোনের মধ্যে থেকে কিছু ফোন দেখে নেব যা কোয়ড ক্যামেরা বা চারটি ক্যামেরার সঙ্গে এসেছে।
এই ফোনটিতে আপনারা একটি 6.8 ইঞ্চির ডিসপ্লে পাবেন। আর এই ফোনে কোয়াড ক্যামেরা সেটআপ আছে। এই ফোনটি এখন ভারতেও এসে গেছে। এই ফোনে আপনারা সিগনেচার S পেন পাবেন। আর এই ফোনটি একটি বড় 4300mAh য়ের ব্যাটারির সঙ্গে এসেছে। আর ফোনের ফ্রন্টে পাঞ্চ হোল ডিসপ্লের ক্যামেরার জায়গা চেঞ্জ করে তা ফোনের মাঝামাঝি রাখা হয়েছে।
Samsung Galaxy S10 5G ফোনে আপনারা স্ন্যাপড্র্যাগন 855 পাবেন। আর এই ফোনটি কোয়াল্কম এক্স 50 5 G সাপোর্ট করে। আর এই ফোনে আপনারা রিয়েল টাইম 4K ভিডিও কলের সুযোগ পাবেন। ফোনটিতে এক্সট্রা 3D সেন্সার দেওয়া হয়েছে। আর এই ফোনে আপনারা এর সঙ্গে একটি 6.7 ইঞ্চির কার্ভড HD+ ডিসপ্লে পাবেন। আর এর অ্যাস্পেক্ট রেশিও 19:9।
এই ফোনে আপনারা একটি 6.47 ইঞ্চির ডিসপ্লে পাবেন। আর এই ফজনে ইন স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দেওয়া হয়েছে। ফোনয়টিতে কিরিন 980 প্রসেসার আছে। আর এই ফোনে মালি G76 দেওয়া হয়েছে। ফোনে আপনারা অ্যান্ড্রয়েড 9 পাই পাবেন।
এই ফোনের রেয়ার কোয়াড ক্যামেরার সঙ্গে ফ্রন্টে একটি 32MP র ক্যামেরা দেওয়া হয়েছে।
এই ফোনটি কোম্পানির 5 সিরিজের ফোন আর এই ফোনের মাধ্যমে কোম্পানি কোয়াড ক্যামেরা সেটআপ নিয়ে এসেছে। আর এই ফোনে আপনারা 48MP র মেন ক্যাম্রা পাবেন। ফোনে আছে একটি 6.3 ইঞ্চির ডিসপ্লে। আর এই ফোনে এর সঙ্গে ফ্রন্টে একটি 16MPর ক্যামেরা দেওয়া হয়েছে।
Relame 5 ফোনটিতে আপনারা 6.5 ইঞ্চির একটি IPC LCD ডিসপ্লে পাবেন। আর এই ফোনে এর সঙ্গে আছে কর্নিং গোরিলা গ্লাস 3 প্রোটেকশান আর এই ফোনের স্ক্রিন টু বডি রেশিও 82.7%।
Relame 5 ফোনে আপনারা কোয়াড ক্যামেরাতে 12MP র f/1.8 অ্যাপার্চারের ক্যামেরা পাবেন। আর এর সঙ্গে এই ফোনে আছে 8MP র f/2.2 অ্যাপার্চারের ক্যামেরা। আর এই ফোনের 2MP র ক্যামেরা f/2.4 অ্যাপার্চারের আর এই ফোনের আর একটি 2MP র ক্যামেরা f/2.4 অ্যাপার্চারের।
ফোনটিতে একটি 13MP র ফ্রন্ট ক্যামেরা আছে।
এই স্যামসাং ফোনে আপনারা স্ন্যাপড্র্যাগন 660 চিপসেট পাবেন। আর এর সঙ্গে এই ফোনে আছে 6.3 ইঞ্চির FHD+ AMOLED ডিসপ্লে।
আর এই ফোনের ক্যামেরাতে আপনারা ভার্টিকাল ক্যামেরা পাবেন। আর এর ক্যামেরা গুলি হল24MP র ক্যামেরা যা f/1.7 অ্যাপার্চারের আর এই ফোনের একটি 8MP র ক্যামেরা আছে যা f/2.4 অ্যাপার্চার যুক্ত। আর এই ফোনে 10MP র ক্যামেরাটি f/2.4 অ্যাপার্চারের। আর ফোনের শেষ ক্যামেরা 5MPর। আর এই ফোনের ফ্রন্টে আপনারা একটি 24MP র ক্যামেরা পাবেন।
এই নোকিয়া ফোনটি চারটি না পাঁচটি ক্যামেরা যুক্ত আর এই সময়ে পাঁচ ক্যামেরার এই একটি ফোনই আছে। এই ফোনে আপনারা 5.99 ইঞ্চির ডিসপ্লে পাবেন। আর এই ফোনটি IP67 যুক্ত।
এই ফোনে ব্যাক সাইডে আপনারা যে পাঁচটি ক্যামেরা পাবেন তা 12MP র রেজিলিউশানের আর এই ক্যামেরা সোনি বানিয়েছে । ফোনের ক্যামেরা তিনটি ক্যামেরা মনোক্রোম সেন্সারের আর দুটি RGB সেন্সারের। আর এই ফোনে আপনারা ToF ক্যামেরাও পাবেন। আর এই ফোনের ফ্রন্টে একটি 20MP র ক্যামেরা আছে।
এই লেনোভোর ফোনে আপনারা একটি 48MP র ক্যামেরা পাবেন। আর এর সঙ্গে আছে একটি 16MP র আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল আর ফোনে পাবেন একটি 8MP র টেলিফটো লেন্স। আর একটি 2MP র ক্যামেরা। আর এই ফোনে আপনারা এর সঙ্গে একটি 32MP র ফ্রন্ট ক্যামেরা পাবেন।
আপনারা এই হনার ফোনটিতে 48MP র ক্যামেরা পাবেন আর এর সঙ্গে এই ফোনের ক্যামেরা সোনি IMX586 যুক্ত। আর এই ফোনে আপনারা 16MP র একটি ক্যামেরা আর 8MP র ক্যামেরা পাবেন। আর এই ফোনে এর সঙ্গে একটি 2MP র ক্যামেরা যুক্ত ফোন।