এই সময়ে স্মার্টফোনের বাজারে প্রায়ই কোন না কোন স্মার্টফোন লঞ্চ হ্য। আর এই সময়ের স্মার্টফোনের ট্রেন্ডের মধ্যে নচের মতন আরও একটি ট্রেন্ডিং ফিচার হল ফেস আনলক ফিচার। আর এই ফিচার প্রথমে খুব হাই এন্ড ফোনে পাওয়া গেলেও। এখন বিভিন্ন দামের ফোনেই এই ফেস আনলক ফিচার দেওয়া হয়। এর মধ্যে কিছু এন্ট্রি লেভেল স্মার্টফোনও আছে। যদিও ফেস আনলক যুক্ত স্মার্টফোনের কথা যদি আমরা আলাদা করে বলি তবে অনেক স্মার্টফোনের কথাই বলতে হবে। তবে এবার আজকে আমরা আপনাদের সেই সব ফেস আনলক যুক্ত স্মার্টফোনের বিষয়ে বলব যে ফোন গুলি এই সময়ে অ্যামাজনে পাওয়া যাচ্ছে। আর এই ফোন গুলি বিভিন্ন রেঞ্জের স্মার্টফোন।
তবে আসুন আমরা দেখে নি যে অ্যামাজনে ফেস আনলক ফিচারের সঙ্গে কোন স্মার্টফোন পাওয়া যাচ্ছে।
Oppo Relame 1 স্মার্টফোনটি একটি 6ইঞ্চির FHD+ স্মার্টফোন। আর এই ফোনটিতে মিডিয়াটেল হেলিও P60 চিপসেট দেওয়া হয়েছে। আর এই ফোনটি 4G সাপোর্ট করে। আর এই ফোনটির ওপর অ্যামাজনে বেশ ভাল ডিস্কাউন্টও পাওয়া যাচ্ছে। এই ফোনটি এখন অ্যামাজনে 12,990 টাকার বদলে 10,990 টাকায় কেনা যাবে। এই ফোনটিতে শুধু ফেস আনলক ফিচারই আছে এতে কোন ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দেওয়া হয়নি। এখান থেকে কিনুন।
Honor 7X স্মার্টফোনটিতে একটি 5.93 ইঞ্চির LCD ডিসপ্লে দেওয়া হয়েছে আর এই ফোনের রেজিলিউশান 2160x1080p। আর এই ফোনটিতে কিরিন 659 চিপসেট দেওয়া হয়েছে। আর এই ফোনে মাইক্রো এসডি কার্ডও দেওয়া হয়েছে। আর এই ফোনটি অ্যামাজনে 13,999 টাকার বদলে 11,999 টাকায় কেনা যাবে। এখান থেকে কিনুন।
Nova 3I ফোনটিতে ডুয়াল ফ্রন্ট ক্যামেরা আছে আর এই ফোনে রেয়ার ক্যামেরাতে একটি 16MP আর অন্যটি 2MP র ক্যামেরা আছে। আর এই ফোনে আপনারা একটি 3,750mAh য়ের ব্যাটারি পাবেন। আর এর এই ফোনটির দাম এমনিতে 23,999 টাকা হলেও এই ফোনটি অ্যামাজনে 20,990 টাকায় কেনা যাবে। এখান থেকে কিনুন।
Moto G6 স্মার্টফোনটিতে একটি 5.7 ইঞ্চির HD+ ম্যাক্স ভিশান যুক্ত ডিসপ্লে আছে আর এই ফোনটি এজ টু এজ ডিসপ্লের সঙ্গে 18:9 অ্যাস্পেক্ট রেশিও যুক্ত ফোন। আর এই ফোনটিতে আপনারা 3D কর্নিং গোরিলা গ্লাস পাবেন আর এর সঙ্গে এই ফোনে ফেস আনলক ফিচার তো আছেই। আর এই ফোনটিতে ফ্রন্টে একটি 16MP র ক্যামেরা দেওয়া হয়েছে। এই ফোনটি অ্যামাজনে ডিসকাউন্টের পরে 15,999 টাকায় কেনা যাবে। এখান থেকে কিনুন।
Galaxy J8 স্মার্টফোনটি একটি 5.7 ইঞ্চির স্মার্টফোন আর এটি একটি FHD+ ফোন আর এই ফোনে একটি সুপার AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। আর এই ফোনটি অ্যান্ড্রয়েড ওরিওতে কাজ করে। আর এই ফোনের ডুয়াল রেয়ার ক্যামেরা 16MP+5MP র আর এই ফোনটিতে ফ্রন্টে একটি 16MP র ফ্রন্ট ক্যাএম্রা দেওয়া হয়েছে। আর এই ফোনটি অ্যামাজনে 19,990 টাকার বদলে 17,990 টাকায় কেনা যাবে। এখান থেকে কিনুন।
Samsung Galaxy A8 Star স্মার্টফোনটিতে 6.3 ইঞ্চির একটি EHD+ AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। আর এই ফোনে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 660 Soc দেওয়া হয়েছে আর এই ফোনটিতে অক্টা কোর CPU দেওয়া হয়েছে আর এই ফোনটিতে ব্যাক সাইডে 16MP+24MP র ডুয়াল ক্যামেরা দেওয়া হয়েছে। আর এই ফেস আনলক যুক্ত ফোনটি 38,000 টাকার বদলে এখানে 34,990 টাকায় কেনা যাবে। এখান থেকে কিনুন।
Huawei P20 Lite স্মার্টফোনটিতে ইউনিবডি ডিজাইন দেওয়া হয়েছে। আর এই ফোনে একটি 5.84 ইঞ্চির ফুল HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। আর এর অ্যাসপেক্ট রেশিও 19:9। আর এই ফোনটিতে 16MP+2MP র ডুয়াল রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। আর এই ফোনের ফ্রন্টে একটি 24MP র ক্যামেরা আছে। আর এই ফোনটিতে 3000mAh য়ের ব্যাটারি আছে। আর এই ফোনটি 22,999 টাকার বদলে 19,990 টাকায় কেনা যাবে। এখান থেকে কিনুন।
Samsung Galaxy J6 স্মার্টফোনটিতে একটি 5.6 ইঞ্চির HD+ 1480x720 পিক্সালের সুপার AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। আর এই ফোনে 18:5:9 য়ের অ্যাস্পেক্ট রেশিও দেওয়া হয়েছে। আর এই ফোনটি অ্যামাজনে 14,990 টাকার বদলে 12,490 টাকায় কেনা যাবে। এখান থেকে কিনুন।
Honor Vie 10 স্মার্টফোনটিতে 18:9 অ্যাস্পেক্ট রেশিও আছে আর এই ফোনে এর সঙ্গে একটি 5.9 ইঞ্চির HD ডিসপ্লে আছে। আর এই ফোনে ক্যামেরা ডিপার্টমেন্টে ডুয়াল রেয়ার ক্যামেরাতে 16MP+13MP র ক্যামেরা দেওয়া হয়েছে। আর এই ফেস আনলক ফিচার যুক্ত ফোনটি অ্যামাজনে 35,999 টাকার বদলে 29,999 টাকায় কেনা যাবে। এখান থেকে কিনুন।