শক্তিশালী ব্যাটারি যুক্ত দারুন কিছু লেটেস্ট ফোন

দ্বারা Digit Bangla | আপডেট করা Jun 11 2019
শক্তিশালী ব্যাটারি যুক্ত দারুন কিছু লেটেস্ট ফোন

এই 2019 সালের বেশ কয়েক মাসে কেটে গেছে আর এর মধ্যে বেশ কিছু ফোন সারা বিশ্বেই লঞ্চ হয়েছে আর ভারতেও এসেছে একাধিক ফোন। আর এর মধ্যে আপনারা যদি গেমিং করা বা ফোনে ভিডিও দেখতে পছন্দ করেন তবে আপরা একটি বড় ব্যাটারির ফোন খুজবেন সেটাই স্বাভাবিক। আর এই সময়ে বেশ কিছু ফোন আছে যা একটি বড় ব্যাটারি মানে 5000mAh য়ের ব্যাটারির সঙ্গে লঞ্চ হয়েছে। আর আজকে আমরা এখানে তেমন কিছু স্মার্টফোনের বিষয়ে দেখব।

তবে এখানে কিছু ফোন এমনও আছে যা একটু পুরনো। তবে সব ফোনের ব্যাটারিই যথেষ্ট শক্তিশালী।

শক্তিশালী ব্যাটারি যুক্ত দারুন কিছু লেটেস্ট ফোন

VIVO Y15

এও ভিভো ফোনে আপনারা 6.35 ইঞ্চির HD+ ডিসপ্লে পাবনে আর এই ফোনে মিডিয়াটেক হেলিও P22 অক্টা কোর SoC,4GB র‍্যাম আর 64GB স্টোরেজ আছে। আর এই ফোনটির স্টোরেজ মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে এক্সপেন্ড করা যায়।

Vivo Y15 ফোনে আপনারা ট্রিপেল রেয়ার ক্যামেরা পাবেন আর এই ক্যামেরা 13+8+2 মেগাপিক্সালের। আর এই ফোনের ফ্রন্টে একটি 16MP র ক্যামেরা আছে।

শক্তিশালী ব্যাটারি যুক্ত দারুন কিছু লেটেস্ট ফোন

VIVO Y17

আপনারা এই ফোনে একটি 6.35 ইঞ্চির হ্যালো ফুল ভিউ ডিসপ্লে পাবেন আর এর অ্যাস্পেক্ট রেশিও 19:3:9। আর এই ফোনে মিডিয়াটেক হেলিও P35 প্রসেসার আছে আর এই ফোনে আপনারা 4GB র‍্যাম আর 128GB ইন্টারনাল স্টোরেজ পাবেন। আর এই ফোনটি অ্যান্ড্রয়েড 9 পাইয়ের সঙ্গে এসেছে।

ফোনে ট্রিপেল রেয়ার ক্যামেরা আছে আর এটি একটি AI ক্যামেরার ফোন। ফোনের ক্যামেরা -13MP+8MP+2MPর। আর এই ফোনে আপনারা ফ্রন্টে একটি 20MP র ক্যামেরা পাবেন। আর এই ফোনে 5000mAh য়ের ব্যাটারি আছে যা 18W ফাস্ট চার্জ সাপোর্ট করে।

শক্তিশালী ব্যাটারি যুক্ত দারুন কিছু লেটেস্ট ফোন

SAMSUNG GALAXY M20

এই স্যামসাংয়ের M সিরিজের ফোনটিতে 6.3 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছে আর এই ফোনে 3GB আর4GB র‍্যাম অপশান আছে। আর এই ফোনে আপনারা যথাক্রমে 32GB আর64GB স্টোরেজ পাবেন। ফোনে 5000mAh য়ের ব্যাটারি আছে। ফোনের স্টোরেজ মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে এক্সপেন্ড করলে 512GB পর্যন্ত এক্সপেন্ড করা যায়।

ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরাতে 13Mp আর 5MP র ক্যাম্রা আহে। আর ফোনে একটি 8MP র ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

শক্তিশালী ব্যাটারি যুক্ত দারুন কিছু লেটেস্ট ফোন

SAMSUNG GALAXY M30

স্যামসাংয়ের M সিরিজের আরও একটি ফোন এই তালিকায় নিজের জায়গা করে নিয়েছে। আর এই ফোনে আপনারা 6.4 ইঞ্চির একটি FHD+ ডিসপ্লে পাবেন যা সুপার AMOLED ডিসপ্লে । এটি 15W ফাস্ট চার্জ সাপোর্ট করে।

ফোন USB Type C চার্জার দেওয়া হয়েছে। আর এই ফোনে আপনারা 5000mAh য়ের ব্যাটারি পাবেন।

শক্তিশালী ব্যাটারি যুক্ত দারুন কিছু লেটেস্ট ফোন

MOTOROLA ONE POWER

Motorola One Power ফোনে আপনারা 6.26 ইঞ্চির ডিসপ্লে পাবেন। আর এই ফোনের 5000mAh য়ের ব্যাটারিটি টার্বো চার্জিং প্রযুক্তির সঙ্গে এসেছে আর যা 15 মিনিটে 6 ঘন্টার মতন ফোন চার্জ করে দিতে পারে।

ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরাতে 16MP+5MP ক্যামেরা আছে। আর এই ফোনের ফ্রন্টে একটি 8MP র ক্যামেরা দেওয়া হয়েছে।

শক্তিশালী ব্যাটারি যুক্ত দারুন কিছু লেটেস্ট ফোন

ASUS ZENFONE MAX PRO M2

এই আসুসের ফোনটিতে 6.2 ইঞ্চির FHD+ডিসপ্লে আছে। আর এই ফোনটির অ্যাস্পেক্ট রেশিও 19:9। আর এই ফোনে কর্নিং গোরিলা গ্লাস 6 য়ের প্রোটেকশান দেওয়া হয়েছে। আর এই ফোনটির দুটি ভেরিয়েন্ট 3GB/32Gb আর 4GB/64GB। আর এই ফোনের স্টোরেজ মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে 2TB পর্যন্ত এক্সপেন্ড করতে পারবেন।

আর এই ফোনে 5000mAh য়ের ব্যাটারির সঙ্গে সঙ্গে আপনারা 12Mp আর 5MP র ডুয়াল রেয়ার ক্যামেরা আর একটি 13Mp র ফ্রন্ট ক্যামেরা পাবেন।

শক্তিশালী ব্যাটারি যুক্ত দারুন কিছু লেটেস্ট ফোন

ASUS ZENFONE MAX PRO M1

এই আসুসের ফোনটি একটি পুরনো তেব এই ফোনে একই শক্তিশালী ব্যাটারির সঙ্গে আপনারা একটি 5.99 ইঞ্চির ডিসপ্লে পাবেন। আর এই ফোনে ডুয়াল ক্যামেরা সেটআপে 13 মেগাপিক্সাল আর 5 মেগাপিক্সালের ক্যামেরা আছে। ফোনের ফ্রন্টে 8Mp র ক্যামেরা আছে আর এই ফোনে আপনারা অ্যান্ড্রয়েড 8 ওরিও পাবেন।

শক্তিশালী ব্যাটারি যুক্ত দারুন কিছু লেটেস্ট ফোন

MOTO G7 POWER

এই মোটোরোলা ফোনে আপনারা একটি 6.2 ইঞ্চির স্ক্রিন পাবেন। আর এই ফোনে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 632 পাবেন। আর এই ফোনে আপনারা 13MP র সেন্সার আর 8MP র ফ্রন্ট ক্যামেরা পাবেন।

শক্তিশালী ব্যাটারি যুক্ত দারুন কিছু লেটেস্ট ফোন

MOTO E4 PLUS

এই ফোনে একটি 5000mAh য়ের ব্যাটারির সঙ্গে আপনারা 5.5 ইঞ্চির স্ক্রিন আর 3Gb র‍্যাম আর 32GB স্টোরেজ পাবেন। আর এই ফোনের স্টোরেজ মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে 128GB পর্যন্ত এক্সপেন্ড করতে পারবেন।

আর এই ফোনে 5MP র ফ্রন্ট ক্যামেরা চেওয়া হয়েছে। আর এই ফোনটি অ্যান্ড্রয়েড 7.1 নৌগাটের সঙ্গে লঞ্চ করা হয়েছিল।