এই সময়ের জেনারেশান সেলফি নিতে যেমন ভালবাসে তেমনি তাদের এই সেলফি প্রেমের কথা মাথায় রেখে একাধিন সব সেলফি ফোন লঞ্চ করছে। অনেকে তো সেলফি সেন্ট্রিক ফোনই লঞ্চ করেছে তাদের বেশ কিছু মডেলে। আর আজকে এখানে আমরা আপনাদের সেই সব ফোনের মধ্যে থেকে কিছু ফোন এখানে নিয়ে এসেছি।
এখানে যে ফোন গুলি আছে সেগুলি যেমন দারুন সেলফি ফোন তেমনি এই ফোন গুলির মধ্যে আছে আরও সব দারুন ফিচার। আর আজকে এখানে সেই সব ফোনই আমরা দেখব। সেলফি প্রেমী সবাই এই ফোন গুলি দেখে খুসি হবেন বলে আশা করি।
এই ফোনে আপনারা একটি 6.44 ইঞ্চির সুপার AMOLED ডিসপ্লে পাবেন। আর এই ফোনে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সারও থাকবে। আর এই ফোনের ফ্রন্টে আপনারা নচের জায়গায় একটি 32MP র ফ্রন্ট ক্যামেরা পপ আপ ক্যামেরা হিসাবে পাবেন। আর এই ফোনে আপনারা কোয়াড ক্যামেরা সেটআপ পাবেন। আর এই ফোনের মেন ক্যামেরা 48MP র আর এটি একটি আল্ট্রা ওয়াইড ক্যামেরাও দেবে।
এই ফোনটি Mi A2 ফোনের আপগ্রেটেড ভার্সান আর এই ফোনে আপন্রা একটি 6.08 ইঞ্চির HD+ ডিসপ্লে পাবেন। আর এই ফোনে আপনারা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার পাবেন আর এটি 48MP র মেন ক্যামেরার সঙ্গে এসেছে আর এই ফোনের ফ্রন্টে আপনারা একটি 32MP র ফ্রন্ট ক্যামেরা পাবেন।
এই রেডমি ফোনটি কোম্পানির ফ্ল্যাগশিপ ফোন। আর এই ফোনে আপনারা 7th জেনারেশানের ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার পাবেন। আর এই ফোনে আছে একটি 20MP র পপ আপ সেলফি ক্যাএম্রা। আর এই ফোনে আনারা ড্রপ প্রোটেকশান পাবেন। ফোনটি AI মোড সাপোর্ট করে।
এই ওপ্পোর রেনো সিরিজের ফোনে আপনারা একটি 6.6 ইঞ্চির ডিসপ্লে পাবেন আর এই ফোনে আছে স্ক্রিন টু বডি রেশিও 93.1 শতাংশ। আর এই ফোনে আপনারা কর্নিং গোরিলা গ্লাস প্রোটেকশান পাবেন আর সঙ্গে এই ফোনে আপনারা কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 855 পাবেন। আর এই ফোনে আছে 6GB/128GB র ভেরিয়েন্ট আর ফোনে আছে 8GB আর 256GB র ভেরিয়েন্ট। এই ফোনের ফ্রন্টে একটি শার্কফিন পপ ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
এই আসুস ফোনে আপনারা একটি 6.4 ইঞ্চির ফুল HD+ IPS ডিসপ্লে পাবেন আর এর সঙ্গে এই ফোনে আপনারা এর সঙ্গে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 855 SoC আছে। আর এই ফোনটিতে আপনারা অ্যাড্রিনো 640 GPU আছে। আর এর সঙ্গে এই ফোনে 48MP র মেন ক্যামেরা দেওয়া হয়েছে আর এর দ্বিতীয় ক্যামেরা 5MP র এটি একটি রোটেট ক্যামেরা। এটি ফ্রন্ট আর রেয়ার দুই ক্যামেরা হিসাবেই কাজ করে।
এই ফোনে আপনারা 4000mAh য়ের ব্যাটারি পাবেন আর এর সঙ্গে এই ফোনে আছে 30W ওর্য্যাপ চার্জার। আর এর সঙ্গ এই ফোনে আছে অক্সিজেন OS বেসড 9.5। আর এই ফোনে আপনারা মেন ক্যামেরাতে 48MP র মেন ক্যামেরা পাবেন। আর এর সঙ্গে এই ফোনে আপনারা ফ্রন্টে একটি 16MP র পপ আপ সেলফি ক্যামেরা পাবেন।
এই ফোনে আপনারা একটি 16MP র পপ আপ ক্যামেরা পাবেন আর এর সঙ্গে এই ফোনে আছে একটি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আর এই ফোনে আপনারা একটি 48MP র ক্যামেরা পাবেন। আর এর সঙ্গে এই ফোনে আপনারা একটি 5MP র সেকেন্ডারি ক্যামেরা পাবেন। আর এই ক্যামেরা 128GB স্টোরেজের সঙ্গে লঞ্চ করা হয়েছে। আর এই ফোনে আপনারা 3,765mAH য়ের ব্যাটারি পাবেন। আর এটি অ্যান্ড্রয়েড 9 পাইয়ের সঙ্গে এসেছে।
এই ফোনটি মিডিয়াটেক হেলিও P90 SoC র সঙ্গে এসেছে। আর এই ফোনে আছে 8GB র্যাম আর 256GB র স্টোরেজ । আর এই ফোনটিতে আপনারা 48MP r ক্যামেরা সেন্সারের সঙ্গে পাবেন একটি 8MP র ক্যামেরা আর একটি ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। আর এই ফোনে আপনারা এর সঙ্গে 4000mAh য়ের ব্যাটারি পাবেন। যা VOOC 3.0 ফ্ল্যাশ চার্জ যুক্ত।
এই ভিভো ফোনটিতে আপনারা একটি 6.39 ইঞ্চির সুপার AMOLED FHD+ ডিসপ্লে পাবেন। আর এই ফোনে আপনারা কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 675 চিপসেট পাবেন। আর এই ফোনে আছে 6GB র্যাম আর 128GB র স্টোরেজ। আর এই ফোনে আপনারা মাইক্রো এসডি কার্ড স্লট পাবেন। ফোনে আছে একটি 32MP র ফ্রন্ট ক্যামেরা।
এই ওপ্পোর ফোনটি আপনারা পপ আপ সেলফি ক্যামেরার সঙ্গে পাবেন আর এর সঙ্গে এই ফোনে আপনারা একটি 6.53 ইঞ্চির ডিসপ্লে পাবেন আর সঙ্গে আছে নচ ডিসপ্লে। আর এই ফোনে আপনারা 6GB র্যামের সঙ্গে 64GB স্টোরেজ আছে। আর ফোনটি 4000mah য়ের ব্যাটারি যুক্ত। আর এতে আছে 48MP র মেন ক্যামেরা।