পাঞ্চ হোল ক্যামেরা যুক্ত কিছু ফোন

দ্বারা Aparajita Maitra | আপডেট করা Aug 19 2019
পাঞ্চ হোল ক্যামেরা যুক্ত কিছু ফোন

এই সময়ে স্মার্টফোনের ফ্রন্ট ক্যামেরা দু ধরনের হচ্ছে আর এই দু ধরনের ডিজাইনই জনপ্রতিয়া পেয়েছে। একটি পপ আপ সেলফি ক্যামেরা আর একটি হল পাঞ্চ হোল। পাঞ্চ হোল ক্যামেরা ফোন কে পাঞ্চ হোল ডিসপ্লে ফোনও বলা হয়। আর এই সময়ে এই ধরনের বেশ কিছু ফোন আছে। যদিও এই ধরনের ফোন 2018 সাল থেকেই আশা শুরু করেছে। এই সময়ে বাজারে মিড রেঞ্জ থেকে হাই রেঞ্জ সব ধরনের রেঞ্জেই একাধিক স্মার্টফোন আছে।

আর আজকে আমরা এখানে সেই সব স্মার্টফোন গুলিই একবার দেখে নেওয়ার চেষ্টা করব। এই ফোন গুলি মানে এই পাঞ্চ হোল ক্যামেরা বা ডিসপ্লে ফোন গুলি সব রকমের দামে পাওয়া যাচ্ছে। আসুন তবে এই ফোন গুলি দেখে নেওয়া যাক।

পাঞ্চ হোল ক্যামেরা যুক্ত কিছু ফোন

Samsung Galaxy S10 Plus

এই স্যামসাংফোনটিতে আপনারা 6.4 ইঞ্চির পাঞ্চ হোল ডিসপ্লে পাবেন আর এই ফোনের রেজিলিউশান 1440x3040 পিক্সাল। আর এই ফোনে আপনারা ডায়ানামিক AMOLED ডিসপ্লে পাবেন। আর এর সঙ্গে এই ফোনে আছে 12+`12+16 মেগাপিক্সালের রেয়ার ক্যামেরা। আর এই ফোনের ফ্রন্টে পাঞ্চ হোল ক্যামেরাতে আছে ডুয়াল 10+8 মেগাপিক্সালের ক্যামেরা।

পাঞ্চ হোল ক্যামেরা যুক্ত কিছু ফোন

Samsung Galaxy S10

স্যামসাংয়ের এই ফোনে আপনারা ইনফিনিটি O ডিসপ্লে পাবেন। আর এই ফোনটি HDR 10+ সাপোর্ট করে। আর এই ফোনে আপনারা ডায়নামিক AMOLED ডিসপ্লে পাবেন। ফোনে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আছে। আর এটি এই ধরনের সিকিউরিটি ফিচারের প্রথম ফোন।

আর আমরা যদি এই ফোনের ক্যামেরা দেখি তবে দেখা যাবে যে এই ফোনে প্রো গার্ড ক্যামেরা দেওয়া হয়েছে। আর এই ফোনে আপনারা 10X ডিজিটাল জুম পাবেন। ফোনে ট্রিপেল ক্যামেরা আছে।

পাঞ্চ হোল ক্যামেরা যুক্ত কিছু ফোন

Samsung Galaxy Note 10

এই ফোনটি এখনও ভারতে আসেনি তবে আসতে চলেছে। এই ফোনে আছে 6.3 ইঞ্চির ডিসপ্লে আর এর স্টোরেজ 256GBর। আর এই ফোনের ট্রিপেল রেয়ার ক্যামেরা 12+12+16MP র ক্যামেরা। ফোনের একটি 3500mAh য়ের ব্যাটারি আছে।

এই ফোনের ফ্রন্ট পাঞ্চ হোল ক্যামেরাটি ফোনের একদম মাঝামাঝি আছে। ফোনের পাঞ্চ হোল ক্যামেরার এটি একটি নতুন অবস্থান। এই ফোনের ফ্রন্ট ক্যামেরা 10MPর।

পাঞ্চ হোল ক্যামেরা যুক্ত কিছু ফোন

Samsung Galaxy Note 10 Plus

এটি এর আগের ভেরিয়েন্টের প্লাস বা প্রো ভেরিয়েন্ট। এই ফোনেরও পাঞ্চ হোল ক্যামেরা ফোনের একদম মাঝামাঝি করে রাখা হয়েছে। এই দুই ফোনের পাঞ্চ হোল ক্যামেরার ডিজাইনের ক্ষেত্রে স্যামসাং নতুন ভাবে কাজ করেছে।

ফোনের সর্বাধিক র‍্যাম 12GB আর এই ফোনে আপনারা 6.8 ইঞ্চির ডিসপ্লে পাবেন। আর ফোনের ব্যাটারি 4300mAH । আর এই ফোনে আপনারা 4300mAh য়ের ব্যাটারি পাবেন। আর এই ফোনটিতে 12+12+16MP র রেয়ার ক্যামেরার সঙ্গে ফ্রন্টে একটি 10MP র ক্যামেরা দেওয়া হয়েছে।

পাঞ্চ হোল ক্যামেরা যুক্ত কিছু ফোন

Honor View 20

এই ফোনটিতে আপনারা হিলিকন কিরিন 980 SoC আছে। আর এই ফোনে আপনারা যে ডিসপ্লে ডিজাইন পাবেন সেই ডিজাইনের নাম ফুল ভিউ ডিসপ্লে 3.0 দেওয়া হয়েছে।

ফোনটিতে 48MP র ক্যামেরা আছে আর এই ফোনে আপনারা ডুয়াল ISP আর ডুয়াল NPU পাবেন।

পাঞ্চ হোল ক্যামেরা যুক্ত কিছু ফোন

Samsung Galaxy M40

এই স্যামসাংয়ের M সিরিজের ফোনে আপনারা পাঞ্চ হোল ক্যামেরা পাবেন এই ফোনে ফ্রন্টে 16MP r ক্যামেরা আছে। আর এই ফোনে এর সঙ্গে ট্রিপেল রেয়ার ক্যামেরা আছে আর সেই ক্যামেরা 32+5+8 মেগাপিক্সালের।

আর এই ফোনে আপনারা অ্যান্ড্রয়েড 9 পাই পাবেন আর ফোনে 3.5mm হেডফোন জ্যাক আছে। ফোনটি কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 675 SoC যুক্ত।

পাঞ্চ হোল ক্যামেরা যুক্ত কিছু ফোন

Honor 20

হনারের এই ফোনে আপনারা হিলিকন কিরিন 980 SoC পাবেন। আর এই ফোনে আছে কোয়াড ক্যামেরা ফোনে আপনারা 48+16+2+2 ক্যামেরা পাবেন।

এই ফোনের ফ্রন্টে পাঞ্চ হোলে একটি 32MP r ক্যামেরা আছে। আর এই ফোনে আপনারা 3,750mAh য়ের ব্যাটারি পাবেন।

পাঞ্চ হোল ক্যামেরা যুক্ত কিছু ফোন

Motorola One Vision

এই মোটোরোলা ফোনটিতে আপনারা 6.3 ইঞ্চির ডিসপ্লে পাবেন আর এই ফোনে এর সঙ্গে আছে স্যামসাংয়ের প্রসেসার। এটি প্রথম মোটোফোন যা স্যামসাং এক্সিয়বন্স 9609 য়ের সঙ্গে এসেছে। আর এই ফোনে আপনারা 4GB র‍্যাম আর 128GB স্টোরেজ পাবেন।

এও ফোনের রেয়ার ক্যামেরা 48MP+5MP র। ফোনটির অ্যাস্পেক্ট রেশিও 21:9 ।

পাঞ্চ হোল ক্যামেরা যুক্ত কিছু ফোন

Vivo Z1 Pro

এই ভিভো ফোনে আপনারা কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 712 পাবেন। আর এই ফোনে এর সঙ্গে আছে এড্রিনো 616 GPU । আর এই ফোনটি তিনটি ভেরিয়েন্টে এসেছে।

এই ফোনটিতে অ্যান্ড্রয়েড 9 পাই নির্ভর ফানটাচ OS 9 আছে। আর এই ফোনে আপনারা 6.53 ইঞ্চির ডিসপ্লে পাবেন। আর এর সঙ্গে এই ফোনে ট্রিপেল রেয়ার ক্যাম্রাতে 16+8+2 মেগাপিক্সালের ক্যামেরা আছে। আর এই ফোনের ফ্রন্টে একটি 32মেগাপিক্সালের ক্যামেরা দেওয়া হয়েছে। ফোনে 5,000mAh য়ের ব্যাটারি দেওয়া হয়েছে।

পাঞ্চ হোল ক্যামেরা যুক্ত কিছু ফোন

Nokia X71

এই নোকিয়া ফোনে 6.39 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছে। আর এই ফোনে আপনারা কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 660 পাবেন। আর এই ফোনে আছে ট্রিপেল রেয়ার ক্যামেরা আর ফোনে একটি 48MP ক্যামেরার সঙ্গে 5 আর 8 মেগাপিক্সালের ক্যামেরা আছে।

এই ফোনে এর সঙ্গে আপনারা ফ্রন্টে একটি 16MP র ক্যামেরা পাবেন। আর এই ফোনে 3,500mAh য়ের ব্যাটারি দেওয়া হয়েছে।

পাঞ্চ হোল ক্যামেরা যুক্ত কিছু ফোন

Huawei Nova 4

এই হুয়াওয়ে ফোনে আপনারা 6.4 ইঞ্চির ডিসপ্লে পাবেন। আর এই ফোনে এর সঙ্গে আছে পাঞ্চ হোল ডিসপ্লে। ফোনে 48+16+2মেগাপিক্সালের রেয়ার ক্যামেরা আছে। ফোনটি এখনও ভারতে আসেনি।