ভারতে বেশ কিছু সময় ধরেই বিভিন্ন টেলিকম কোম্পানি তাদের নিত্য নতুন ডাটা বা কলিং প্ল্যান নিয়ে আসছে। আর এটা বলা বাহুল্য যে এই প্ল্যান গুলির বেশির ভাগই হয় 4g প্ল্যান। আর এখন ভারতে বেশির ভগা ইজার্সই 4g পরিষেবার সঙ্গেই যুক্ত। তবে আজও কিছু প্ল্যান আছে যা 3g/2g পরিষেবাও দিয়ে থাকে। তবে সে সব নয় আজকে আমরা আপনাদের সামনে এম্ন কিছু টেলিকম প্ল্যান নিয়ে আসব যে প্ল্যান গুলি ভারতে হয় জনপ্রিয় আর না হলে অন্যতম ভাল প্ল্যানের একটি। এর এই প্ল্যান গুলির মধ্যে কোন একটি বিশেষ টেলিক কোম্পানি নয় বেশ কিছু টেলিকম কোম্পানির প্ল্যান আছে।
সাধারনত এই প্ল্যান গুলি পোস্টপেড আর প্রিপেড দু’ধরনেরই হয়ে থাকে। আর আজকে আমরা এর মধ্যে সেরা কিছু প্রিপেড প্ল্যান আপনাদের সামনে নিয়ে এসেছি। এর মধ্যে জিও, এয়ারটেল, ভোডাফোন আইডিয়া সহ প্রায় সবারই কিছু না কিছু প্ল্যান আছে। এই প্ল্যানে এয়ারটেল, ভোডাফোন বা জিও তো আছেই সঙ্গে যায়গা করে নিয়েছে টাটা ডোকোমো আর BSNLয়ের মতন টেলিকম কোম্পানি গুলিও। আসুন দেখা যাক এদের কিছু সেরা টেলিকম প্রিপেড প্ল্যান। তবে আসুন দেখা যাক যে এই টেলিকম কোম্পানি গুলির মধ্যে কোন টেলিকম কোম্পানি কেমন প্রিপেড প্ল্যান অফার করছে। আর তা সুধু ডাটা অফার করে না সঙ্গে আছে অন্য কিছু সুবিধাও। আসুন এবার এই প্ল্যান গুলি ভাল করে দেখে নেওয়া যাক।
ভোডাফোনের 196টাকার প্রিপেড প্ল্যান
এবার আমরা আপনাদের ভোডাফোনের কিছু প্রিপেড প্ল্যানের বিষয়ে বলব। প্রথমেই আসা যাক ভোডাফোনের 196টাকার প্রিপেড প্ল্যানের বিষয়ে।
এই প্ল্যানটিতে আনলিমিটেড লোকাল আর STD কলের সুবিধার সঙ্গে থাকছে সারা দেশের মধ্যে রোমিং কলের সুযোগও। আর এই প্ল্যানটিতে আপনারা প্রতিদন 1GB 4g/3g ডাটার সুযোগ পাবেন। এর এই প্ল্যানটির বৈধতা 28দিনের জন্য।
ভোডাফোনের 399টাকার প্রিপেড প্ল্যান
ভোডাফোনের 399টাকার এই প্রিপেড প্ল্যানটিতে আপনারা প্রতিদিন 100টি SMS ইয়ের সুবিধার সঙ্গে সারা দেশে STD আর লোকাল কলের সুযোগ পাবেন। আর সুধু তাই নয় সঙ্গে থাকছে রোমিংয়ের সুবিধাও। আর এই প্ল্যানে প্রতিদিন 1.4GB 3g/4g ডাটা প্ল্যানের সুযোগও পাওয়া যাচ্ছে। আর ভোডাফোনের এই প্রিপেড প্ল্যানটির বৈধতা 70 দিনের জন্য।
ভোডাফোনের 509 টাকার প্রিপেড প্ল্যান
এবার আমরা ভোডাফোনের 509টাকার প্রিপেড প্ল্যানের বিষয়ে কথা বলব। ভোডাফোনের এই প্ল্যানটিতে আপনারা আনলিমিটেড STD আর লোকাল কলের সুযোগ পাবেন। আর সঙ্গে থাকবে প্রতিদনের 100টি SMS য়ের সুবিধাও। আর এই প্ল্যানে প্রতিদিন 1.4GB 4g/3g ডাটা পাওয়া যাবে। এর ভোডাফোনের এই প্রিপেড প্ল্যানটির বৈধতা 90দিনের জন্য।
এয়ারটেলের প্রিপেড প্ল্যান (249টাকার)
এবার আমরা এয়ারটেলের কিছু প্রিপেড প্ল্যানের কথা বলব। তবে প্ল্যান গুলির বিষয়ে ডিটেলসে বলার আগে এটা বলে রাখি যে এগুলি সবই পশ্চিমবঙ্গের জন্য বা এয়ারটেলের বেঙ্গল রিজিনের প্ল্যান। অন্য রিজিন বা রাজ্যের প্ল্যানে কিছু তারতম্য থাকতে পারে। আসুন তবে এবার এই প্ল্যান গুলি ভাল করে দেখে নেওয়া যাক।
প্রথমেই আমরা এয়ারটেলের 249 টাকার প্রিপেড প্ল্যানটির বিষয়ে দেখে নি। এই 249টাকার প্রিপেড প্ল্যানে আনলিমিটেড STD আর লোকাল কলের সুযোগ পাওয়া যাবে। আর এর সঙ্গে আছে প্রতিদিন 100টি SMSয়ের সুযোগও। এই প্ল্যানে রোমিংয়ের সময়েও কাজ করে। আর এই প্ল্যানে প্রতিদিন 2GB 3G/4G ডাটা দেওয়া হয়।আর এটি 28 দিনের জন্য বৈধ।
এয়ারটেলের 448টাকার প্রিপেড প্ল্যান
এয়ারটেলের এই 448টাকার প্রিপেড প্ল্যানের বৈধতা 84দিনের। আর এই বৈধতার সঙ্গে এই প্ল্যানে আনলিমিটেড STD আর লোকাল কলের সুযোগ পাওয়া যাবে। আর এর সঙ্গে আছে প্রতিদিন 100টি SMSয়ের সুযোগও। এই প্ল্যানে রোমিংয়ের সময়েও কাজ করে। আর এই প্ল্যানে প্রতিদিন 1.4GB 2GB 3G/4G ডাটা পাওয়া যায়। এটিও এয়ারটেলের একটি প্রিপেড প্ল্যান। এই প্ল্যানটিতে প্রতিদিনের ডাটা লিমিট আগের প্ল্যানের তুলনায় কিছু কম হলেও এর বৈধতার সময়সীমা বেশি।
এয়ারটেলের 509টাকার প্রিপেড প্ল্যান
এয়ারটেলের এই 509টাকার প্রিপেড প্ল্যানটিতে প্রতিদিনি 1.4GB 2GB 3G/4G ডাটা পাওয়া যায়। তবে এই প্ল্যানে বেশি দামে প্রতিদিন কম ডাটা দিচ্ছে যদি মনে করেন তবে প্রথমেই আপনাদের জানিয়ে রাখি যে এই প্ল্যানটির বৈধতা বা সময়সীমা 90দিনের। মানে 90দিনের আপনারা প্রতিদিন 1.4GB 2GB 3G/4G ডাটার সুযোগ এই প্ল্যানে পাবেন। আর সুধু তাই নয় এর সঙ্গে আছে অন্যান কিছু সুযোগও। হ্যাঁ এর সঙ্গে থাকছে আনলিমিটেড STD আর লোকাল কলের সুযোগ আর এই প্ল্যানটিও রোমিংয়েও কাজ করবে। আর এই প্ল্যানে আপনারা প্রতিদিন 100টি SMSয়ের সুযোগও পাবেন।
জিওর 349টাকার প্রিপেড প্ল্যান
এবার আমরা জিওর 349টাকার প্রিপেড প্ল্যানটি দেখে নেব। এই প্ল্যানটিতে এখন 70দিনের বৈধতার সঙ্গে 105GB ডাটা পাওয়া যাচ্ছে। আর আপনাদের মনে করিয়ে দি যে আগে এই প্ল্যানটির দাম ছিল 399টাকা। আর 399টাকায় এই প্ল্যানে আগে মাত্র 70GB ডাটা পাওয়া যেত। আর এখন এই প্ল্যানটিতে এর সঙ্গে আছে প্রতিদিন 100টি SMS য়ের সুযোগ। আর এই প্ল্যানে প্রতিদিনের ডাটার লিমিট 1.5GB আর এর সঙ্গে আছে জিও অ্যাপের ফ্রি সাবস্ক্রিপশানের সুযোগ। আর এই প্ল্যানটিতে ভয়েস কলও ফ্রিতে পাওয়া যায়।
জিওর 198টাকার প্রিপেড প্ল্যান
আমরা এতক্ষণ যে প্রিপেড প্ল্যান গুলি দেখছিলাম সেগুলি ছিল প্রতিদিনের 1.5GB ডাটার প্ল্যান। আর এবার আমরা যে প্ল্যান গুলি দেখব সেগুলি হল জিওর প্রতিদিনের 2GB ডাটা প্ল্যান। আর এই প্ল্যানের কথা বলতে গেলে প্রথমেই বলতে হবে 198টাকার প্রিপেড প্ল্যানের কথা। 28দিনের বৈধতা যুক্ত এই প্ল্যানটিতে প্রতিদিন 2GB ডাটা পাওয়া যাবে। আর এই প্ল্যানে মোট 56GB ডাটা পাওয়া যাবে। আর এর সঙ্গে এই প্ল্যানে জিও অ্যাপের সাবস্ক্রিপশান সহ থাকছে প্রতিদিনের 100টি SMS য়ের সুযোগ আর আনলিমিটেড ভয়েস কলের সুযোগ। আগে অবশ্য এই প্ল্যানটিতে মোট 42GB ডাটা পাওয়া যেত।
জিওর 398টাকার প্রিপেড প্ল্যান
জিওর প্রতিদিনের 2GB ডাটা প্ল্যানের কথা বলতে গেলে 198টাকার প্রিপেড প্ল্যানের কথার পরেই আসে 398টাকার প্রিপেড প্ল্যানের কথা। এই প্ল্যানটি 70 দিনের বৈধতার সঙ্গে মোট 140GB ডাটা অফার করে। আর এর সঙ্গে এই প্ল্যানে প্রতিদিনের আনলিমিটেড 100টি SMS য়ের সুযোগও আছে। আর এর সঙ্গে আছে জিও অ্যাপের ফ্রি সাবস্ক্রিপশানের সুযোগ। আর এর সঙ্গে আরও বেনিফিট হিসাবে আছে আনলিমিটেড কলিংয়ের সুযোগ। এই প্ল্যানটিতে আগে মোট 105GB ডাটা পাওয়া যেত।
আইডিয়ার 357টাকার প্রিপেড প্ল্যান
এক্ষেত্রেও আমরা আপনাদের প্রথমেই জানিয়ে রাখি যে আমরা আইডিয়ার যে প্ল্যান গুলি নিয়ে কথা বলছি এগুলি পশ্চিমবঙ্গ রিজিনের অন্য রিজিনের প্ল্যানে কিছু তারতম্য থাকতে পারে।
প্রথমেই আমরা আইডিয়ার 357টাকার প্রিপেড প্ল্যানের বিষয়ে কথা বলে নি। এই প্ল্যানটিতে গ্রাহকরা 28দিনের বৈধতার সঙ্গে আনলিমিটেড কলের (লোকাল, STD আর রোমিং সব মিলিয়ে) সুযোগ পাবেন। আর এর সঙ্গে আছে প্রতিদিনের 100টি SMS য়ের সুযোগ। আর এতে প্রতিদিন 2GB ডাটার সুযোগও পাওয়া যাচ্ছে।
আইডিয়ার 398টাকার প্রিপেড প্ল্যান
আইডিয়ার এই 398টাকার প্রিপেড প্ল্যানে আপনারা প্রতিদিন 1.4GB ডাটার সুযোগের সঙ্গে আনলিমিটেড লোকাল আর STD কলের সুযোগও পাবেন। আর তা রোমিংয়েও থাকবে। আর এর সঙ্গে আছে প্রতিদিনের 100টি SMS য়ের সুযোগও। আর এই আইডিয়ার প্রিপেড প্ল্যানটি 70দিনের জন্য বৈধ।
আইডিয়ার 509 টাকার প্রিপেড প্ল্যান
আইডিয়ার 509 টাকার এই প্রিপেড প্ল্যানটিতে গ্রাহকরা লোকাল আর STD তে আনলিমিটেড কলের সুযোগ আর রোমিংয়ের সময়েও সেই সুযোগ পাবে। আর সঙ্গে আছে প্রতিদিনের 100টি SMS আর প্রতিদিনের 1.4GB 4g/2gডাটা প্ল্যানের সুযোগ। আর এর সঙ্গে এই প্ল্যানটির বৈধতারা বিষয়টিও আপনাদের জানিয়ে রাখি। এই প্ল্যানটি মোট 90 দিনের জন্য বৈধ।
BSNL এবার একটি মজার পদক্ষেপ নিয়েছে, তারা নিজেদের ইউজার্সদের জন্য একটি নতুন উপহার নিয়ে এসেছে. আপনাদের বলে রাখি যে কোম্পানির তরফে নেওয়া এই পদক্ষেপে ইউজার্সরা প্রত্যেক প্রিপেড প্ল্যানের সঙ্গে এক্সট্রা 2GB ডাটা পাবে। আর এর মানে এই যে আপনারা এই ডাটা ফ্রিতে পাবেন। আর এই অফার গুলি যে কম্বো অফারে পাওয়া যাবে তা হল। 999টাকা, 666টাকা, 485টাকা আর 186টাকা।
কোম্পানির তরফে এই প্ল্যান গুলির সঙ্গে 2GB ডাটা ফ্রিতে দেওয়ার কথা বলা হয়েছে। আর এর মানে এই যে আপনার বর্তমান প্ল্যানে আপনি 2GB এক্সট্রা ডাতা পাবেন। আর এছাড়া এও বলে রাখি যে কোম্পানি 3G Data STV প্ল্যান নিয়ে এসেছে যার দাম 448টাকা, 444টাকা, 333টাকা, 349টাকা আর 187টাকা। আর এর সঙ্গে এই প্ল্যানে আপনারা এক্সট্রা ডাটাও পাবেন।
BSNL এর সঙ্গে এও জানিয়েছে যে এই প্ল্যান ইউজার্সরা 18জুলাই 2018 থেকে পাবে। আর এই প্ল্যান পেলে আপনাদের আগের প্ল্যান যেমন চলছিল তেমনই চলবে। আর এর মানে এই যে এই ক্ষেত্রে কোন পরিবর্তন করা হবে না। আর এর সঙ্গে পাঁচটি প্রিপেদ কম্বো প্ল্যান 186টাকা, 429টাকা, 485টাকা, 666টাকা আর 999টাকার প্ল্যানে আপনারা কোন রকমের ডেলি লিমিট ছাড়া ভয়েস কলও করতে পারবেন। আর এছাড়া 186টাকা আর 999টাকার প্ল্যান আসলে আনলিমিটেড ডাটার সঙ্গে আসছে আর এছাড়া আপনাদের এও বলে রাখি যে কোম্পানি FUP র পরে এতে 40kbpsয়ের স্পিডের দাবি করেছে। আর নিজেদের ই পদক্ষেপের কারনে কোম্পানি এবার রিলায়েন্স জিও আর এয়ারটেলকে করা প্রতিযোগিতা দেবে।
টাটা ডোকোমো প্রিপেড ইউজার্সদের জন্য নতুন এন্ট্রি-লেভ্ল প্রিপেড প্ল্যান লঞ্চ করেছে।এই প্ল্যানে অবশ্য ইউজার্সরা কোন কলিং বেনিফিট পাবেনা। এই নতুন প্ল্যানে শুধু ডাটা বেনিফিট অফার করা হচ্ছে। এতে ইউজার্সরা 100টাকায় 39.2GB ডাটা পাচ্ছে। আর এই প্ল্যান দেশের সেই সব ইউজার্সদের জন্য দেওয়া হচ্ছে যারা ICR য়ে এয়ারটেলের সঙ্গে নেটওয়ার্ক ব্যাবহার করে। আর এই প্ল্যানে ইউজার্সরা প্রতিদিন 1.4GB ডাটা পাচ্ছে।
টাটা ডোকোমো একটা কথা পরিষ্কার করে দিয়েছে যে এই প্ল্যান কমার্সিয়াল ব্যাবহারের জন্য নয় এটি শুধু ডাটা রোমিং ফেসিলিটি শুধু TTL আর নিজেদের সাইটে পাওয়া যাবে। আর এই ট্যারিফ প্ল্যান অনুসারে এটি চার্জ করা হবে। 1.4GB ডাটা দেওয়ার পরে এটি প্রতি MB 10 পয়সা করে চার্জ করবে।