আপনারা যে নেটওয়ার্কই ব্যাবহার করুন না কেন এর মধ্যে অবশ্যই BSNL, এয়ারটেল, জিও বা ভোডাফোন থাকবে । আর অনেক সময়ে এই সব টেলিকম কোম্পানির দারুন সব প্ল্যানের বিষয়ে আমরা সব জানিনা। আর আজকের এই সেরা টেলিকমের প্ল্যানের তালিকায় আমরা সেই সব টেলিকম কোম্পানির মানে BSNL, এয়ারটেল, ভোডাফোন আর রিলায়েন্স জিওর দারুন কিছু প্ল্যানের বিষয়ে আপনাদের বলব। তবে আসুন আজকে আমরা এখানে এই সব টেলিকম কোম্পানি গুলির দারুন কিছু প্ল্যান একবার ভাল করে দেখেনি।
যদি আপনি অনেক বেশি ডাটা ব্যাবহার করে থাকেন তবে আপনাদের জন্য রিলায়েন্স জিওর এই দারুন প্রিপেড প্ল্যানটি অবশ্যই কাজে লাগবে। এই প্ল্যানে আপনারা ভয়েস কলের সঙ্গে SMS য়ের সুবিধাওপাবেন। আর এর সঙ্গে আপনারা এতে প্রতিদিন 5Gb ডাটা পাবেন। আর এটি মোট 140GB ডাটা সম্পূর্ণ বৈধতার সঙ্গে পাওয়া যাবে।
আপনারা এয়ারটেলের এই লেটেস্ট প্রিপেড প্ল্যানে কোন FUP লিমিট ছাড়াই প্রতিদিন 100 টি SMS পাবেন আর এর সঙ্গে আপনারা এটি 28 দিনের বৈধতার সঙ্গে পাবেন। আর এই রিচার্জ প্ল্যানে আপনারা ডাটা, কলিং আর SMS য়ের সুবিধা পাবেন। আর জিওর ইউজার্স হলে আপনারা এর সঙ্গে জিওর অ্যাপের সুবিধাও পাবেন।
ভোডাফোনের এই 189 টাকার প্ল্যানে SMS বেনিফিট ছাড়া ভয়েস আর ডাটা প্ল্যানের সুবিধা পাওয়া যাচ্ছে। আর এর সঙ্গে আপনারা আনলিমিটেড ভয়েস কলের সুবিধা পাচ্ছেন আর এর সঙ্গে 2560 মিনিটেড় FUP লিমিট এতে আছে। আর প্রতিদিনের এই লিমিটের হিসাবে প্রতি সপ্তাহে 1,000 মিনিটের টকটাইম পাওয়া যাচ্ছে। আর এই প্ল্যানে ইউজার্সরা প্রতি সপ্তাহে 100 টি ইউনিক নাম্বারে আনলিমিটেড আউটগোয়িং কল করতে পারবেন। আর এই প্ল্যানে 2Gb 3G/4G ডাটা পাওয়া যাবে।
ভোডাফোনের 279 টাকার প্ল্যানের বিষয়ে আমরা যদি কথা বলি তবে এটি 84 দিনের বৈধতার সঙ্গে পাওয়া যাচ্ছে। আর এতে কোন SMS বেনিফিট নেই। আর এটি আনলিমিটেড ভয়েস কলের সঙ্গে সম্পূর্ণ ভাবে 4Gb 3G/4G ডাটা অফার করছে।
রিলায়েন্স জিওর এই 198 টাকার প্ল্যানে আপনারা 28 দিনেরত বৈধতা পাচ্ছেন আর এর সঙ্গে এতে আপনারা 56GB 4G ডাটা পাচ্ছেন। মানে ইউজার্সরা প্রতিদিন 2Gb ডাটা ব্যাবহার করতে পারছেন। আর এতে কোন FUP লিমিট নেই আর এটি 100 টি SMS য়ের সুবিধা প্রতিদিনের হিসাবে দিচ্ছে।
এয়ারটেলের এই লেটেস্ট আর নতুন প্রিপেড প্ল্যানে আপন্রা 1Gb ডাটা পাচ্ছেন। আর এই প্ল্যানে আনলিমিটেড কলিংয়ের সঙ্গে আপনারা 100টি SMS প্রতিদিনের হিসাবে 21 দিনের বৈধতা পাচ্ছেন। আর সম্প্রতি এয়ারটেল 1 অক্টোবর থেকে তাদের 181 টাকার প্ল্যানটি লঞ্চ করেছিল।
এই লেটেস্ট এয়ারটেলের প্রিপেড প্ল্যানে আপনারা মোট 42GB ডাটা পাচ্ছেন। আর এর ম্নাএ এই প্ল্যানে আপনারা প্রতিদিন 3GB ডাটা পাচ্ছেন। আর এর সঙ্গে আনলিমিটেড কল, লোকাল আর STD তে আর ন্যাশানাল রোমিংয়ের সুবিধাও আছে। আর এই প্ল্যানে আপনারা প্রতিদিন 100 টি SMS য়ের সুবিধাও পাচ্ছেন। আর এটি 14 দিনের বৈধতার সঙ্গে এসেছে।
আমরা আপনাদের আগেই বলেছি যে এয়ারটেলের এই লেটেস্ট রিচার্জ প্ল্যানটি ভাল বৈধতার সঙ্গে লঞ্চ করা হয়েছে। আর এই প্ল্যানে আপনারা প্রতি GB ডাটাতে মাত্র 4.3 টাকা খরচ করতে হচ্ছে।
আর BSNL তাদের কিছু প্ল্যান নিয়ে এসেছে। আর এর মধ্যে কিছু পরিবর্তনও তারা তাদের পোস্টপেড প্ল্যানে করেছে। আর BSNL য়ের একটি নতুন প্রিপেড প্ল্যানে 2.2GB এক্সট্রা ডাটা প্রতিদিন পাওয়া জচ্ছে।
আমরা যদি কোম্পানির 186 টাকার প্ল্যানটি দেখি তবে দেখা যাবে যে এই প্লয়ানে 3.2GB ডাটা প্রতিদিনের হিসাবে এখন পাওয়া যাবে। আর এই প্ল্যানে আপনারা 200 টাকার মধ্যে 89.6GB ডাটা অফার পাচ্ছেন।
আর এর সঙ্গে আপনাদের এও বলে রাখি যে BSNL তাদের কিছু দারুন প্ল্যান আনলিমিটেড হিসাবে নিয়ে এসেছে। আর এই তালিকায় 186,429,485,666,999 টাকার প্ল্যান আছে। আর এতে কোন FUP লিমিট দেওয়া হয়নি। তবে এই অফারে দিল্লি আর মুম্বাই সার্কেল নেই।
আমরা যদি BSNL য়ের 99 টাকার প্ল্যানের বিষয়ে কথা বলি তবে এই প্ল্যানে আপনারা মোট 45GB ডাটা পাচ্ছেন। আর এর সঙ্গে এতে প্রতিদিন 1.5Gb ডাটা পাওয়া যাচ্ছে। আর এর স্পিড 1Mbps।
আমরা যদি 199 টাকার প্ল্যানের বিষয়ে কথা বলি তবে এই প্ল্যানে আপনারা 150GB ডাটা পাবেন আর এর ডেলি ডাটা লিমিট 5GB। আর এই প্ল্যানে আপনারা 20Mbps স্পিড পাবেন। আর লিমিট শেষ হলে স্পিড 1Mbps হয়ে যাবে।
আর এছাড়া আমরা যদি 299, আর 399 টাকার প্ল্যানের কথা বলি তবে এই প্ল্যানে আপনারা যথাক্রমে 10GB আর 20GB ডাটা পাবেন। আর এর স্পিড 20Mbps। আর এরও স্পিড লিমিট শেষে 1Mbps হয়ে যাবে।
আমরা যদি টেলিকম টকের একটি রিপোর্ট দেখি তবে সেটি অনুসারে BSNL য়ের 399 টাকার আর তার ওপরের পোস্টপেড রিচার্জ প্ল্যানে আপনারা অ্যামাজন প্রাইমের পরিষেবা পাবেন। আর BSNL ব্রডব্যান্ড গ্রাহকরা এই পরিষেবা পাওয়ার জন্য 745 টাকা বা তার বেশি টাকার প্ল্যান নিলে অ্যামাজন প্রাইমের প্ল্যান পাবেন। তবে BSNL এই পরিষেবা দেওয়ার জন্য এক বছরের চুক্তি করেছে অ্যামাজনের সঙ্গে।
আপনারা যদি এই সুবিধা পেতে চান তবে আপনাদের 399 টাকা বা তার বেশি টাকার রিচার্জ করাতে হবে ব্রডব্যান্ড প্ল্যান প্রায় 745 টাকার ওপরেই হয়। আর এবার আপনাদের www.portal.bsnl.in য়ে যেতে হবে আর সেখানে স্পেশাল অ্যামাজন আর BSNL অফারে ক্লিক করতে হবে। আর এবার আপনার নম্বরে একটি OTP আসবে। আর সেটি সাইটে দেওয়ার পরে এবার সেখানে ‘অ্যাক্টিভ’ বটনে ক্লিক করতে হবে। আর এবার আপনারা অ্যামাজন প্রাইমের সুবিধা পাবেন।
ভোডাফোনের 99 টাকার প্ল্যানে আপনারা 2GB ডাটা আর SMS য়ের সুবিধা পাচ্ছেন। আর এটি 28 দিনের বৈধতার সঙ্গে আসছে।
আর এবার যদি আমরা ভোডাফোনের 105 টাকার প্ল্যানের বিষয়টি দেখি তবে আপনারা এতে 1GB ডাটা আর আনলিমিটেড কলিংয়ের সুবিধা পাবেন। আর এই প্ল্যানে আপনারা 250 মিনিটের ভয়েস কলের সুবিধা পাওয়া যাচ্ছে। আর এতে প্রতি সপ্তাহে 1000 মিনিট কলের সুবিধা পাওয়া যাচ্ছে।