এই সময়ে স্মার্টফোন গ্রাহকদের ফুল ভিউ ডিসপ্লের জন্য স্মার্টফোন কোম্পানি গুলি একের পরে এক নতুন নতুন ফিচার নিয়ে আসে। আর এর মধ্যে আছে পপ আপ সেলফি ক্যামেরা, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আর এসবের জন্য এখন বাজারে একাধিক এমন দারুন ফোন আছে জার ডিসপ্লে কোয়ালিটি আর লুক একদম আলাদা। আর এই ফোন গুলি দারুন সব ডিসপ্লের সঙ্গে এখন বাজারে পাওয়া যায়। এগুলি AMOLED ডিসপ্লে যুক্ত আর এই ফোন গুলি দারুন সব ডিসপ্লে অফার করে। আর এই ফোনে আলাদা আলাদা ব্র্যান্ডের। আর আজকে আমরা এখাএন দারুন সব ফোন সেই ফোনের মধ্যে থেকে কিছু ফোন দেখে নেব।
আসুন তবে এই দারুন ডিসপ্লে যুক্ত ফোন গুলি দেখে নেওয়া যাক।
Redmi K20 ফোনে আপনারা 6.39 ইঞ্চির AMOLED ডিসপ্লে পারবেন।আর এই ফোনে আছে 91.9% স্ক্রিন টু বডি রেশিও। আর এই ফোনে HDR সাপোর্টও আছে। ফোনটিতে আপনারা 7th জেনারেশানের ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার পাবেন। আর এই ফোনে আছে ফ্রন্ট আর ব্যাকে 3D কার্ভড গ্লাস। আর এই ফোনটিতে আপনারা 4000mAh য়ের ব্যাটারি পাবেন আর এই ব্যাটারি 18W ফাস্ট
আপনারা এই রেডমি ফোনটিতে একটি 6.39 ইঞ্চির AMOLED ডিসপ্লে পাবেন। আর এই ডিসপ্লেতে HDR সাপোর্ট আছে। আর এতেও আপনারা ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট সেন্সারে 7th জেনারেশানের সেনসার পাবেন। আর ভাল অভিজ্ঞতার জন্য আপনারা এতে 3D কার্ভড গ্লাস পাবেন।
এই রিয়েলমি ফোনে আপনারা 4GB র্যামের সঙ্গে 128GB স্টোরেজ পাবেন। আর এই ফোনে এর সঙ্গে আপনারা 3,765mAh য়ের ব্যাটারি আছে। আর এই ফোনটিতে আপনারা ডলবি অ্যাটমস সাপোর্ট পাবেন। আর এর সঙ্গে এই ফোনে আপনারা ফ্রন্টে একটি 16MP র ক্যামেরা পাবেন আর এর সঙ্গে আছে একটি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। আর এর সঙ্গে আপনারা এই ফোনে একটি 48MP র ক্যামেরা পাবেন আর ফোনে আছে একটি 5MP র ক্যামেরাও।
OnePlus 7 Pro ফোনে আপনারা একটি মেটাল বিল্ড পাবেন আর এর সঙ্গে এই ফোনে অল গ্লাস ডিজাইন দেওয়া হয়েছে। আর এই ফোনে আপনারা কর্নিং গোরিলা গ্লাস 6 য়ের প্রোটেকশান পাবেন। আর এই ফোনে আছে একটি 6.67 ইঞ্চির ফুল AMOLED ডিসপ্লে। আর এই ফোনে আপনারা QHD+ প্যানেল পাবেন। ফোনটিতে HDR10+ য়ের সাপোর্ট ও পাওয়া যায়।
Oppo Reno 10X জুমে আপনারা নতুন OTA সফটোয়্যার আপডেটে নতুন AI নাইট মোড পাবেন। আর এর সঙ্গে পাবেন লো লাইট সেন্সার। এই ফোনে একটি 6.6 ইঞ্চির AMOLED ডিসপ্লে আছে। আর এই ফোনে আপনারা HDR10+ কন্টেন্ট পাবেন। আর এই ফোনে ফ্রন্ট প্যানেলে আছে কর্নিং গোরিলা গ্লাস 6 য়ের প্রোটেকশান।
এই ফোনে আপনারা ইন্সটাগ্রাম মোড পাবেন।আর এই ফোনের বডি সাইজ বেশ বড় ফোনে একটি বিক্সবি বটনও আছে। আর এই ফোনে আপনারা ফেসবুক আর হোয়াটসঅ্যাপের মতন অ্যাপ রিপ্রোগ্রাম করতে পারবেন।
এই ফোনে আপনারা একটি 16MP র পপ আপ ক্যামেরা পাবেন আর এর সঙ্গে আছে একটি 3,765mAh য়ের ব্যাটারি। আর এই ফোনে আপনারা VOOC3.0 ফাস্ট চার্জিং পাবেন। আর এর সঙ্গে এই ফোনে আছে 6.5 ইঞ্চির AMOLED ডিসপ্লে। আর এই ফোনে আপনারা ফুল HD+ রেজিলিউশান পাবেন। আর ফোনে আছে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 710 প্রসেসার।
Galaxy M30 ফোনে আপনারা অ্যান্ড্রয়েড ওরিও পাবেন। আর এই ফোনে 6.4 ইঞ্চির একটি FHD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। আর এটি একটি AMOLED ডিসপ্লে। এই ফোনে আপনারা 5000mAh য়ের 15W চার্জিং সাপোর্ট পাবেন। আর ফোনে USB টাইপ C পোর্ট আছে। আর এই ফোনে আপনারা ফেস আনলক সিস্টেমও পাবেন।
অ্যাপেলের এই আইফোনটি ডুয়াল স্মার্টফোন। আর এই ফোনে স্ক্রিন Yes দ্বারা সুরক্ষিত। আর এই ফোনে আছে Apple A12 Bionic প্রসেসার। আর ফোনে আপনারা 4GB র্যামের সঙ্গে 64GB স্টোরেজ পাবেন। আর এই ফোনে আছে 4GB র্যাম আর এই ফোনটিতে আপনারা Max iOS 12 অপারেটিং সিস্টেম পাবেন।
এই ভিভোফোনে আপনারা একটি ট্রিপেল রেয়ার ক্যামেরা পাবেন। আর এই ফোনে আছে 32MP র পপ আপ ক্যামেরা। আর এই ফোনে আপনারা এর সঙ্গে একটি নচ লেস ডিসপ্লে পাবেন। আর ফোনে 6.53 ইঞ্চির FHD+ IPS LCD ডিসপ্লে দেওয়া হয়েছে। আর ফোনে আছে হেলিও P70 অক্টা কোর প্রসেসার আর 6GB র্যাম আর এই ফোনে আছে একটি 4000mAh য়ের ব্যাটারি।
Oppo K1 ফোনটিএ আপনারা একটি 6.4 ইঞ্চির FHD+ ডিসপ্লে আছে আর এই ফোনে আপনারা ডিউ ড্রপ নচ পাবেন। আর ফোনে আছে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 660 প্রসেসার। আর এই ফোনে এর সঙ্গে আছে ফ্রন্টে একটি 25MP র ক্যামেরা আর এই ফোনে আপনারা একটি 16+2MP র ডুয়াল ক্যামেরা পাবেন। ফোনে আছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার।
এই ফোনে কোম্পানি একটি হিলিকন কিরিন 710 চিপসেট পাবে আর এর সঙ্গে এই ফোনে আছে Mali-G51 MP4 GPU । আর এই ফোনে আপনারা একটি 4উ র্যামের সঙ্গে 64GB স্টোরেজ পাবেন। আর এই ফোনে আপনারা 4000mAh য়ের ব্যাটারি পাবেন।