ভারতের সেরা বাজেট স্মার্টফোন

দ্বারা Digit Bangla | আপডেট করা Aug 07 2019
ভারতের সেরা বাজেট স্মার্টফোন

এই সময়ে ভারতে যদি আপনারা একটি স্মার্টফোন কিনতে চান তবে আপনাদের কাছে অনেক অপশান আছে। আর এর মধ্যে আপনারা যদি একটি নির্দিষ্ট বাজেটের বা একটি কম দামের বাজেট ফোন কিনতে চান তবে এই সময়ে ভারতেএই রেঞ্জের একাধিক অপশান আছে। আমরা এই সময়ে মানে 2019 সালে ভারতের কিছু দারুন বাজেট ফোনের বিষয়ে আজকে আপনাদের বলব।

এই ফোনগুলিকে দামের মধ্যে একটি ভাল ফোন বলা যেতে পারে। এই আসুন তেব আমরা ভারতের কিছু ভাল বাজেট ফোন গুলি দেখেনি।

ভারতের সেরা বাজেট স্মার্টফোন

Redmi Note 7 Pro

Redmi Note 7 Pro ফোনটিতে 48MP ক্যামেরার সঙ্গে স্ন্যাপড্র্যাগন 675 দেওয়া হয়েছে। আর এই ফোনে আপনারা ক্যামেরাতে ডিফল্ট 12MP র ক্যামেরা পাবেন। আর এই ফোনটি বাজেট ফোনের মধ্যে ভাল ক্যামেরা আর গেমিংয়ের জন্য একটি দারুন ফোন। ফোনটিতে 4000mAh য়ের ব্যাটারি আছে আর সঙ্গে এই ফোনে আছে 6.3 ইঞ্চির ডিসপ্লে। আর এই ফোনে এর সঙ্গে আপনারা ফ্রন্টে এক্রতি 13MP র ক্যামেরা পাবেন।

ভারতের সেরা বাজেট স্মার্টফোন

Realme 3 Pro

Realme 3 Pro ফোনটিতে আপনারা স্ন্যাপড্র্যাগন 710 SoC পাবেন আর এর সঙ্গে এই ফোনটির ক্যামেরা Oneplus 6T ফোনের ক্যামেরার মতন। আর এই ফোনে এর সঙ্গে আপনারা 6.3 ইঞ্চির ডিসপ্লে পাবেন আর এর সঙ্গে এই ফোনে আছে 4045mAh য়ের ব্যাটারি আর এই ফোনটি ডুয়াল রেয়ার ক্যামেরাতে 16+5MP আর ফ্রন্টে একটি 25MP র ক্যামেরা অফার করে।

ভারতের সেরা বাজেট স্মার্টফোন

Samsung Galaxy M30

Samsung য়ের এই ফোনটিতে আপনারা একটি 6.4 ইঞ্চির ডিসপ্লে পাবেন আর এর সঙ্গে এই ফোনে আছে ট্রিপেল রেয়ার ক্যামেরা যা 13+5+5 মেগাপিক্সালের। ফোনটিতে একটি শক্তিশালী 5000mAh য়ের ব্যাটারি দেওয়া হয়েছে।ফোনে এক্সিয়ন্স 7904 আছে। ফোনটির ফ্রন্টে একটি 16MP র ক্যামেরা দেওয়া হয়েছে।

ভারতের সেরা বাজেট স্মার্টফোন

Asus Zenfone Max Pro M2

6.26 ইঞ্চির ডিসপ্লে যুক্ত এই ফোনে আপনারা 12+5MP র ডুয়াল রেয়ার ক্যামেরা পাবেন আর এর সঙ্গে এই ফোনে আছে একটি 13MP র ফ্রন্ট ক্যামেরা। আর এই ফোনে 5000mAh য়ের ব্যাটারি আর কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 660 দেওয়া হয়েছে।

ভারতের সেরা বাজেট স্মার্টফোন

Xiaomi Redmi Note 7S

এই রেডমি ফোনটিতে আপনারা একটি 6.3 ইঞ্চির ডিসপ্লে পাবেন আর এর সঙ্গে এই ফোনে আছে 48MP র ক্যামেরা আর ফ্রন্টে একটি 13MP র ক্যামেরা। আর এই ফোনে আছে 4000mAh য়ের ব্যাটারি।ফোনটিতে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 660 দেওয়া হয়েছে।

ভারতের সেরা বাজেট স্মার্টফোন

Redmi Note 7

রেডমির এই ফোনে আপনারা 6.3 ইঞ্চির ক্যামেরার সঙ্গে ডুয়াল রেয়ার ক্যামেরাতে 12+2 মেগাপিক্সালের ক্যামেরা পাবেন আর এর সঙ্গে এই ফোনে আছে একটি 13MP র ফ্রন্ট ক্যামেরা। ফোনটিতে একটি 13MP র ফ্রন্ট ক্যামেরা আছে আর এই ফোনে এর সঙ্গে আছে একটি 4000mAh য়ের ব্যাটারি।

ভারতের সেরা বাজেট স্মার্টফোন

Honor 20i

এই হনারের ফোনটি আপনারা 6.21 ইঞ্চির ডিসপ্লের সঙ্গে কিনতে পারবেন। আর এই ফোনে আছে ট্রিপেল রেয়ার ক্যামেরা যা 24+8+2 মে৩গাপিক্সালের। আর এই ফোনে এর সঙ্গে আছে 32MP র ফ্রন্ট ক্যামেরা। ফোনে এর সঙ্গে আছে 3400mAh য়ের ব্যাটারি । আর এই ফোনে হিলিকন কিরিন 710 দেওয়া হয়েছে।

ভারতের সেরা বাজেট স্মার্টফোন

Oppo K1

এই ওপ্পোফোনে আপনারা 6.4 ইঞ্চির ডিসপ্লে পাবেন আর এর সঙ্গে আছে 16+2 মেগাপিক্সালের ক্যামেরা আর এই ফোনে এর সঙ্গে 25Mp র ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। ফোনটিতে একটি 3500mAh য়ের ব্যাটারি দেওয়া হয়েছে। এটি কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 660 র প্রসেসার যুক্ত।

ভারতের সেরা বাজেট স্মার্টফোন

Redmi Y3

রেডমির এই ফোনটি একটি সেলফি সেন্ট্রিক ফোন আর এই ফোনে আপনারা 6.26 ইঞ্চির ডিসপ্লে আছে আর এই ফোনে এর সঙ্গে 12+2 মেগাপিক্সালের ক্যামেরা দেওয়া হয়েছে আর এর সঙ্গে এটি একটি 32MP র ফ্রন্ট ক্যামেরা যুক্ত ফোন। আর এই ফোনে আছে 4000mAh য়ের ব্যাটারি। ফোনটি কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 632 যুক্ত।

ভারতের সেরা বাজেট স্মার্টফোন

Realme U1

এই রিয়েলমি ফোনটিতে আপনারা একটি 6.3 ইঞ্চির ডিসপ্লে পাবেন আর এর সঙ্গে এই ফোনে আছে 13+2Mp র রেয়ার ক্যামেরা আর এই ফোনটি 25MP র ফ্রন্ট ক্যামেরা যুক্ত। 3500mAh য়ের ব্যাটারি যুক্ত এই ফোনে আপনারা মিডিয়াটেক হেলিপ P70 পাবেন।