আজকে এখানে আমরা আপনাদের এমন কিছু স্মার্টফোনের বিষয়ে বলব যা দেখতে,ডিজাইন আর স্পেক্স আর ফিচার্সের জন্যই শুধু নয় ক্যামেরা, র্যামের জন্য দারুন। আর এজাখেন এখানে আমরা আপনাদের তেমন দারুন কিছু ফোনের কথা বলব।
এই ফোন গুলি 8GB আর 10GB বা তার বেশি র্যামের সঙ্গে এসেছে। মানে শক্তিশালী র্যামের কিছু ফোন।
Vivo Nex Dual ডিসপ্লে এডিশান
আমরা যদি স্পেক্সের বিষয়ে বলি তবে এই ফোনে আপনারা 6.39 ইঞ্চির ডিসপ্লে পাবেন। আর এর সঙ্গে এই ফোনে আপনারা সুপার AMOLED ডিসপ্লে পাবেন। আর এই ফোনের রেয়ার ডিসপ্লে 5.49 ইঞ্চির। আর এতে আপনারা FHD রেজিলিউশান পাবেন। আর এর সঙ্গে এই ফোনে আপনারা কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 845 পাবেন। আর এর সঙ্গে পাবেন 10GB আর 12GB র্যাম।
OnePlus 7 Pro
এই ফোনটিতে আপনারা কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 855 চিপসেট আছে। আর ফোনে পাবেন 12GB র্যাম আর ফোনটিতে 256GB স্টোরেজ দেওয়া হয়েছে। ফোনে এর সঙ্গে আপনারা 48MP র মেন ক্যামেরা পাবেন। আর এই ওয়ানপ্লাস ফোনে আপনারা 3X জুম পাবেন।
Xiaomi Black Shark 2
Black Shark 2 ফোনটিতে আপনারা 6.39 ইঞ্চির AMOLED ডিসপ্লে অয়াবেন আর এই ফোনে আছে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট সেন্সার। আর ফোনে এর সগে আপনারা পাবেন 43.5 লো টাচ লেটেন্সি ডেলিভারি।
ফোনে আছে কোয়াল্ক স্ন্যাপড্র্যাগন 855 আর এই ফোনে আপনারা পাবেন 6GB র্যাম আর 128GB স্টোরেজ আর 12GB র্যাম আর 256GB স্টোরেজ।
Nubia Red Magic Mars RGN এডিশান
এই Nubia Red Magic Mars RGN এডিশান ফোনটিতে 6 ইঞ্চির ডিসপ্লে আছে আর এর সঙ্গে আপনারা এতে পাবেন ম্যাজিক OS আর এই ফোনে আপনারা কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 845 পাবেন। আর এর সঙ্গে আপনারা এই ফোনে পাবেন 8GB র্যাম আর 10GB র্যাম। ফোনে আছে 3800mAh য়ের ব্যাটারি।
ফোনে আপনারা পাবেন 16MP র মেন ক্যামেরা আর এর সঙ্গে ফ্রন্টে আছে একটি 8MPর ক্যামেরা।
OnePlus 6T McLaren Edition
OnePlus 6T McLaren Edition ফোনে আপনারা অ্যান্ড্রয়েড 9 পাই পাবেন। আর এই ফোনে আছে 6.41 ইঞ্চির ডিসপ্লে আর এওফনে আপনারা অক্টা কোর কোয়াল্কম 845 পাবেন।
ফোনে আছে ডুয়াল ক্যামেরা সেটআপ আর এই ফোনে আপনারা পাবেন সোনির সেন্সার।
Oppo Reno
এই ওপ্পোফোনটিতে আপনারা 6.4 ইঞ্চির AMOLED ডিসপ্লে পাবেন। আর এর সঙ্গে এই ফোনে আছে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 710। আর এই ফোনে আপনারা 8GB র্যামের সঙ্গে পাবেন 128GB র স্টোরেজ।
এই ফোনটিতে 48MP র মেন ক্যামেরা দেওয়া হয়েছে। আর ফনবে আছে সোনির সেন্সার। ফোনের ফ্রন্টে একটি 16MP র শার্ক ফিন ক্যামেরা দেওয়া হয়েছে।
Huawei P30 Pro
এই হুয়াওয়ে ফোনটিতে আপনারা 8GB র্যামের সঙ্গে 256GB স্টোরেজ পাবেন। আর এই ফোনে আপনারা 6,47 ইঞ্চির ডিসপ্লে পাবেন। আর ফোনে আছে 8GB র্যাম আর 256GB স্টোরেজ। আর এই ফোনে আপনারা অক্টা কোর কিরিন 980 প্রসেসার পাবেন। ফোনটি 9 পাইয়ের ফোন।
Samsung Galaxy S10 Plus
এই স্যামসাংফোনটিতে আপনারা Exynos 9820 পাবেন। আর এই ফোনে 8GB আর 12GB র্যাম আছে। আর এই ফোনে আপনারা স্টোরেজ মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে 512GB পর্যন্ত এক্সপেন্ড করতে পারবেন। এই ফোনে আছে ট্রিপেল রেয়ার ক্যামেরা যা 12MP + 16MP + 12MP ক্যামেরা অফার করে। আর এই ফোনে আপনারা ফ্রন্টে 10MP + 8MP ক্যামেরা পাবেন।
Realme 2 Pro
আপনারা এই ফোনে পাবেন কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 660 আর এই ফোনে আছে 3500mAh য়ের ব্যাতারি। ফোনে আছে একটি 6.3 ইঞ্চির ডিসপ্লে। আর এই ফোনে আপনারা পাবেন 8GB র্যাম আর 128GB র স্টোরেজ।
Oppo Find X
Oppo Find X 8GB/256Gb স্টোরেজের সঙ্গে এসেছে। এই ফোনে আপআন্রা 6.4 ইঞ্চির FHD+ ডিসপ্লে পাবেন। আর এই ফোনে আছে 16+20MP র ক্যামেরা। আর এই ফোনে আছে ফ্রন্টে একটি 25MPর ক্যামেরা।
Asus ROG ফোন
এই আসুস ফোনে আপনারা পাবেন 6ইঞ্চির ডিসপ্লে। ফোনটি একটি গেমিং ফোন আর এই ফোনে 8GB র্যাম আর 12GB স্টোরেজ আছে। আর এই ফোনে আপনারা পাবেন কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 845। আর এই ফোনে আপনারা ডুয়াল রেয়ার সেন্সার পাবেন।