স্মার্টফোনের বাজারে নিত্য নতুন ডিজাইন আর লুক এসে চলেছে। আর এর মধ্যে একটি জনপ্রিয় আর বহুল প্রচারতি ডিসপ্লে ডিজাইন হল নচ যুক্ত ফোন। সেই নচ ওয়াটার ড্রপ নচ হোক কিম্বা এমনি নচ। আর আজকে আমরা এখানে এমন কিছু ফোনের বিষয়ে বলব যে ফোনে আপনারা নচের সঙ্গে পাবেন।
অ্যাপেলের এই আই ফোনে নচে 7MP র ক্যামেরা দেওয়া হয়েছে। এই ফোনে আপনারা 6.5 ইঞ্চির ডিসপ্লে পাবেন। আর এর সঙ্গে এটি iOS 12 অপারেটিং সিস্টেমে চলে।
Honor 8X ফোনটি ভারতে গত বছর অক্টোবড় মাসে লঞ্চ করা হয়েছে, আর এই ফোনে আপনারা 6.5 ইঞ্চির ডিসপ্লে পাবেন। আর এর সঙ্গে এই ফোনটিতে আপনারা 4GB র্যাম আর 64GB স্টোরেজ পাবেন।
POCO F1 ফোনটিতে আপনারা একটি 6.18 ইঞ্চির ডিসপ্লে পাবেন আর এর সঙ্গে এই ফোনে 12+5MP রেয়ার ক্যামেরা আছে আর ফোনে আপনারা ফ্রন্টে একটি 20MP র ক্যামেরা পাবেন। এটি 4000mAh ব্যাটারি আর কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 845 যুক্ত ফোন।
এই ইনফিনিক্স ফোনটিতে আপনারা ডুয়াল ক্যামেরা সেটআপ পাবেন। আর এই ফোনে অ্যান্ড্রয়েড 9 পাই নির্ভর OS 5.0 দেওয়া হয়েছে। ফোনটিতে 6.19 ইঞ্চির HD+ LCD ডিসপ্লে দেওয়া হয়েছে। আর এই ফোনে এর সঙ্গে আপনারা 2.5D গ্লাস প্রোটেকশান পাবেন।
রেডমির এই জনপ্রিয় ফোনটি আপনারা 6.3 ইঞ্চির ডিসপ্লের সঙ্গে পাবেন আর এই ফোনে কর্নিং গোরিলা গ্লাস 5 য়ের প্রোটেকশান আছে। আর এই ফোনে আপনারা কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 675 পাবেন।
আপনারা এই স্যামসাং ফোনে 6.3 ইঞ্চির FHD+ LCD ইনফিনিটি V ডিসপ্লে পাবেন। আর এর সঙ্গে এই ফোনে আপনারা এক্সিয়ন্স 7904 চিপসেট পাবেন। আর এই ফোনে আপনারা 3GB আর 4GB দুটি র্যাম অপশান পাবেন। আর এই ফোনের স্টোরেজ মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে 512GB পর্যন্ত এক্সপেন্ড করতে পারবেন। আর এই ফোনে আপনারা 5000mAh য়ের ব্যাটারি পাবেন।
এই ফোনে আপনারা 6.4 ইঞ্চিএর ইনফিনিটি U ডিসপ্লে পাবেন। আর এই ফোনে 32GB আর 64GB স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যায়। আর এই ফোনে 6.4 ইঞ্চিউর ফুল HD+ ডিসপ্লে দেওয়া হেয়ছে। আর এই ফোনে আপনারা এক্সিয়ন্স 7 সিরিজ পাবেন।
এই স্যামসাংয়ের ফোনটিতে আপনারা 6.4 ইঞ্চির ফুল HD+ সুপার AMOLED ডিসপ্লে পাবেন। আর এই ফোনে আপনারা এক্সিয়ন্স 7094 অক্টা কোর SoC পাবেন। আর এই ফোনে এর সঙ্গে 15W ফাস্ট চার্জ আছে।
OnePlus 7 ফোনটিতে আপনারা ফুল স্ক্রিন ডিসপ্লে পাবেন। আর এর সঙ্গে ফি ফোনে একটি ওয়াটার ড্রপ ডিসপ্লে পাবেন। আর এই ফোনে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 855 আছে আর ফোনে একটি 6.2 ইঞ্চির ফুল HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে।
Realme 3 Pro ফোনটিতে আপনারা 6.3 ইঞ্চির ডিউড্রপ নচ পাবেন আর এই ফোনে কর্নিং গোরিলা গ্লাস 5 দেওয়া হয়েছে। আর এই ফোনে আপনারা কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 710 দেওয়া হয়েছে। আর এই ফোনে 4K HDR প্লেব্যাকের সাপোর্ট আছে।
এই রেডমি ফোনটিতে আপনারা 6.3 ইঞ্চির ডিসপ্লে পাবেন আর এই ফোনে অক্টা কোর স্ন্যাপড্র্যাগন 660 SoC আছে। আর এই ফোনে আপনারা 4000mAh য়ের ব্যাটারি পাবেন। আর এর সঙ্গে এই ফোনে 48MP আর 13 মেগাপিক্সালের ডুয়াল রেয়ার ক্যামেরা আছে।
আপনারা এই ফোনটিতে 6.1 ইঞ্চির ডিউড্রপ নচ ডিসপ্লে পাবেন আর এই ফোনে অক্টা কোর হেলিও P22 প্রসেসার আছে। আর এই ফোনে আপনারা একটি 4000mAh য়ের ব্যাটারি পাবেন। আর এই ফোনটি কালার OS য়ের সঙ্গে অ্যান্ড্রয়েড 9 নির্ভর।
আপনারা এই ওপ্পো ফোনে একটি 6.3 ইঞ্চির ডিসপ্লে পাবেন। আর এই OPPO f( PRO ফোনটিতে 6GB র্যাম আর 128GB স্টোরেজ দেওয়া হয়েছে। ফোনে একটি 25MP র ফ্রন্ট ক্যামেরা আছে।