আমরা আজকে আপনাদের কাছে এমন কিছু স্মার্টফোনের বিষয়ে বলব যে ফোন গুলির জন্য আমরা বেশ কিছু সময় ধরে যে স্মার্টফোন গুলির জন্য অপেক্ষা করেছি। আর আজকের এই স্মার্টফোনের তালিকায় আমরা নোকিয়া স্মার্টফোনের বিষয়ে কথা বলব। হ্যাঁ সেই নোকিয়া একসময় যা আমাদের সবারই খুব প্রিয় ছিল। আর আজকে প্রযুক্তি যতই এগিয়ে যাক না কেন কোন না কোন সময়ে আমরা সবাই নোকিয়া ব্যাবহার করেছি। আমাদের মধ্যে অনেকেরই হয়ত প্রথম ফোন ছিল নোকিয়া। আর আজকে আমরা সেই নোকিয়া ব্র্যান্ডেরই এমন কিছু স্মার্টফোনের বিষয়ে কথা বলব যা সদ্য লঞ্চ হয়েছে। আর সঙ্গে সেই ফোনও আছে যা ভারতে লঞ্চ না হলেও MWC 2018তে ঘোষনা করা হয়েছিল। আর আমরাও তখন সেই ফোন গুলি দেখেছিলাম। এই বছরের MWC 2018তে যে নোকিয়া ফোন গুলি এসেছিল তার মধ্যে বেশ কিছু নোকিয়া স্মার্টফোনই এই সময়ে ভারতে লঞ্চ হয়ে গেছে আর কিনতেও পাওয়া যাচ্ছে। আর আজকে আমরা সেই নোকিয়া স্মার্টফোন গুলির কথাই বলব। তবে আসুন দেখা যাক আমাদের কোন এক সময়ের প্রিয় ফোন নোকিয়া এই সময়ে ভারতে কোন স্মার্টফোন নিয়ে এসেছে। এদের দামই বা কত আর এগুলি কোথায় পাওয়া যাচ্ছে। আর এদের স্পেসিফিকেশানই বা কী।
আমরা প্রথমে Nokia 7 Plus স্মার্টফোনটির বিষয়ে কিছু জিনিস দেখে নেব
এই নোকিয়া ফোনটির দাম 25,999টাকা।আর প্রথমে আমরা এই ফোনটির স্পেসিফিকেশান দেখেনেব।
ডিসপ্লে সাইজ: 6-ইঞ্চি
ডিসপ্লে রেজিলিউশান: 2160 x 1080p
SoC: কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 660
র্যাম: 4GB
স্টোরেজ: 64GB
রেয়ার ক্যামেরা: 12MP + 12MP
ফ্রন্ট ক্যামেরা: 16MP
ব্যাটারি: 3800mAh
OS: অ্যান্ড্রয়েড 8.0
Nokia 7 Plus স্মার্টফোনটির ফিচার্স
এই নতুন নোকিয়া স্মার্টফোনটিতে একটি ভাইব্রেন্ট 6-ইঞ্চির LCD ডিসপ্লে দেওয়া হয়েছে। আর এটি প্রথম নোকাই ফোন যাতে নোকিয়া 18:9 অ্যাস্পেক্ট রেশিও দিয়েছে। নোকিয়া বলেছে যে এই ফোনটি বেশ লম্বা। আর আমরাও আমাদের রিভিউয়ের সময়ে দেখেছি যে Nokia 7 Plus স্মার্টফোনটি বেশ লম্বা আর এই লম্বা লুক একে দেখার দিকে একটা আলাদা মাত্রা দিয়েছে।
এই নোকিয়া ফোনটি দেখতে বেশ ভাল। আর এটি এই দামের অন্যান্য ফোনের তুলনায় বেশ ভাল ডিজাইন যুক্ত। আর এই ফোনের কপার ব্যান্ড যা কিনা ফোনটির চারদিকে দেওয়া হয়েছে তা একে একটা আলদা প্রিমিয়াম লুক দেয়। আর এই ফোনের মেট ব্যাক আর কপার পেন্ট আমাদের HP’র স্প্রেক্টা x360 ল্যাপটপের কথা মনে করায়।
এই নোকিয়া 7 Plus স্মার্টফোনটি কপার ব্যান্ড যুক্ত আর যা একে একটা আলাদা মাত্রা দিয়েছে আর এই কপার ব্যান্ডের কারনে এই ফোনের স্পিকার গ্রিল আর USB টাইপ-C পোর্ট নিচের দিকে দেওয়া হয়েছে। তবে একটা জিনিস এটি শুধুমাত্র অনলাইনে এক্সক্লিউশিভ ভাবে অ্যামাজনেই কেনা যাবে।
এই সময়ে যত স্মার্টফোন আসছে সেই সব স্মার্টফোনের পেন্ট আমাদের মোটেও তেমন ভাল লাগে না আর সেক্ষেত্রে এই Nokia 7 Plus ফোনটি বেশ ইম্প্রেশিভ। আর সব মিলিয়ে এই ফোনটি বেশ সহজেই ধরা যায়। আর ফোনের কালার কম্বিনেশানও বেশ ভাল।
আমরা এবার এই নোকিয়া ফোনটির ক্যামেরা কেমন তা দেখা নি। প্রথমেই বলে রাখি যে নোকিয়া এই ফোনের ক্যামেরার জন্য কার্ল জাইসের সঙ্গে চুক্তি করেছে। আর তার মানে এই ফোনের লেন্সে আপনারা কার্ল জাইসের লেন্স পাবেন। এই ফোনটির ব্যাকে ডুয়াল 12MP’র ক্যামেরা সেটআপ আছে। আর এর প্রাইমারি 12MP’র ক্যামেরাটিতে f/1.75 অ্যাপার্চার আর স্কেন্ডারি 12MP’র ক্যামেরাতে f/2.6 অ্যাপার্চার দেওয়া হেয়ছে। আর এই ফোনে আমরা যে কটি ছবি তুলেছি তার মধ্যে বেশ কিছু ভাল ছবি আছে। তবে তা আরও ভাল হতে পারত।
এই নোকিয়া ফোনটির বিষয়ে সব থেকে ভাল ব্যাপার হল যে এই বছরের নোকিয়ার দ্বারা লঞ্চ করা সব ফোনের মধ্যে এই ফোনটিতে নোকিয়া অ্যান্ড্রয়েড ওয়ান প্ল্যাটফর্মে লঞ্চ করেছে। আর এর মানে এই যে এই ফোনে পিওর স্টক অ্যান্ড্রয়েড (বেশিরভাগ) থাকবে আর আপডেটের হবে আর নতুন অ্যান্ড্রয়েড ভার্সানও খুব তাড়াতাড়ি এই ফোনে এসে যাবে।
Nokia 1 স্মার্টফোনটির বিষয়ে কিছু কথা
আর এবার আমরা নোকিয়ার আরও একটি সদ্য লঞ্চ হওয়া ফোনের কথা বলব। আর আগেরটা যেমন মিড রেঞ্জের ফোন ছিল এটা তেমন নয়। আর এর দামও কম। হ্যাঁ ঠিকই ধরেছেন আমরা এবার Nokia 1 স্মার্টফোনটির বিষয়ে কিছু কথা বলব।
দামঃ 5,499টাকা
ডিসপ্লে: 4.5-ইঞ্চি, 854 x 480p
SoC: মিডিয়াটেক MT6737M
র্যাম: 1GB
স্টোরেজ: 8GB
রেয়ার ক্যামেরা: 5MP
ফ্রন্ট ক্যামেরা: 2MP
ব্যাটারি সাইজ: 2150mAh
OSঃ অ্যান্ড্রয়েড 8.0 (গো এডিশান)
Nokia 8 Sirocco
এবার আমরা আরও একটি নোকিয়া স্মার্টফোন Nokia 8 Sirocco’র বিষয়ে কথা বলব।
দামঃ 49,999টাকা
ডিসপ্লে: 5.5-ইঞ্চি, 2560 x 1440p
SoC: কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 835
র্যাম: 6GB
স্টোরেজ: 128GB
রেয়ার ক্যামেরা: 12MP + 12MP
ফ্রন্ট ক্যামেরাঃ 5MP
ব্যাটারি সাইজ: 3260mAh
OS: অ্যান্ড্রয়েড 8.0
এই ফোনটির সামনে আর পেছেনের দিকে দুদিকেই গোরিলা গ্লাস 5য়ের প্রোটেকশান দেওয়া হয়েছে। আর এই ফোনের ডুয়াল ক্যামেরা নোকিয়া প্রো ক্যামেরা অ্যাপ নিয়ে এসেছে। আর এই ফোনটিতে নোকিয়া 8য়ের 5.2-ইঞ্চির স্ক্রিন সাইজের বদলে একটু বড় 5.5-ইঞ্চির স্ক্রিন সাইজ দেওয়া হয়েছে। আর এই ফ্ল্যাগশিপ নোকিয়া ফোনটিতে P-OLED প্যানেল দেওয়া হয়েছে যা অন্য ফ্ল্যাগশিপ ফোনের মতনই সাইডে কার্ভ যুক্ত।
Nokia 6
এবার আমরা আরও একটি নোকিয়া স্মার্টফোন Nokia 6 য়ের বিষয়ে কথা বলব।
দামঃ 16,999টাকা
ডিসপ্লে: 5.5-ইঞ্চি, 1920 x 1080p
SoC: কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 630
র্যাম: 3GB / 4GB
স্টোরেজ: 64GB / 128GB
রেয়ার ক্যামেরা: 16MP
ফ্রন্ট ক্যামেরা: 8MP
ব্যাটারি সাইজ: 3000mAh
OS: অ্যান্ড্রয়েড 8.0
এই নোকিয়া ফোনটিতে বেশ কিছু নতুন পয়েন্ট জব আছে আর এই ফোনটি এর আগের ফোনের মতন একদম একই রকমের। আর এই ফোনটির স্ন্যাপড্র্যাগন 630 অবশ্যই আগের স্ন্যাপড্র্যাগন 430’র থেকে বেশি দ্রুত। আর আপনাদের এটাও বলে রাখা ভাল যে এই ফোনে আমরা আসল Nokia 6 য়ে তেমন ভাল ক্যামেরা পাইনি। এই ফোনটির ক্যামেরা তার থেকে ভাল বলেই মনে হয়। আর এই ফোনের ফিঙ্গারপ্রিন্ট সেন্সারও ফোনের পেছেন ক্যামেরার নিচে দেওয়া হেয়ছে। আর যা ব্যাবহারের পক্ষে বেশ ভাল।
আর আমরা সবার শেষে এই নোকিয়া ফোনের তালিকায় রেখেছেই নোকিয়া ব্যানানা ফোনকে। এটি একটি 8110 4G ফোন। আর এই ফোনটি আমরা ম্যাট্রিক্স সিনেমায় ব্যাবহার করতে দেখেছি। এটি একটি সুন্দর আর স্টাইলিশ ফিচার ফোন। যা কিনা 4G সাপোর্ট করে। আর এটি জিও ফোনের মতন আর ভারতে এই ফোনটি এলে তা যে জিও ফোনের অন্যতম প্রধান প্রতিযোগী হবে সেই বিষয়ে কোন সন্দেহ নেই। এই ফোনটি এই মাস থেকেই পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে। আর এই ফোনটি ব্যানানা ইয়েলো কালারে পাওয়া যাবে।