আমরা যদি সদ্য লঞ্চ হওয়া দুটি ফোন Oneplus6 আর Honor 10কে আলাদা করে দি তাহলে দেখা যাবে যে বাজারে এই সময়ে আরও অনেক স্মার্টফোন আছে। তবে সেক্ষেত্রে হয়ত বাজেট একটা বিষয়। তবে যদি আপনি আপনারা বাজেট 15,০০০টাকা পর্যন্ত করতে পারেন তবে দেখা যাবে যে এখানে বেশ কিছু স্মার্টফোন নিজের যায়গা করে নিয়েছে। আর এই ডিভাইস গুলির ফিচার আর স্পেস্কও ভাল, আর এগুলি আপনি সহজেই নিজের করতে পারবেন। আজকে আমরা আপনাদের তেমন কিছু স্মার্টফোনের সন্ধানই এখানে দেব। আজকে আমরা এখানে আপনাদের এই রেঞ্জের মধ্যে এমন কিছু স্মার্টফোন নিয়ে এসেছি যেগুলি হয় লঞ্চ হয়ে গেছে বা হতে চলেছে। আসুন তবে দেখা যাক সে ই ফোন গুলি কোন স্মার্টফোন।
Asus Zenfone Max Pro M1
এই ফোনটি আলাদা আলাদা র্যাম আর স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে, আর এর মডেল নম্বর ZB601KL য়ের বিষয়ে আমরা যদি কথা বলি তবে এতে ফুল মেটাল বডি দেওয়া হয়েছে আর এতে 2.5D কার্ভড গ্লাস ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হয়েছে। আর এতে একটি 5.99ইঞ্চির FHD+ ডিসপ্লে দেওয়া হয়েছে যা 2180x1080পিক্সাল রেজিলিউশান যুক্ত।
এই ফোনটিতে স্ন্যাপড্র্যাগন 636 প্রসেসারের সঙ্গে লঞ্চ করা হয়েছে। Redmi Note 5 Pro ফোনটিতে আপনারা এই একই চিপসেট পাবেন। এই ফোনে 3GB র্যাম আর 32GB স্টোরেজ অপশান আছে আর এছাড়া এর অন্য ভেরিয়েন্টে 4GB র্যাম আর 64GB স্টোরেজ ভেরিয়েন্ট দেওয়া হয়েছে। এর আরও একটি স্টোরেজ ভেরিয়েন্ট 6GB র্যাম আর 64GB স্টোরেজের সঙ্গে 14,999টাকায় লঞ্চ করা হয়েছে।
Xiaomi Mi A2
এটি একটি 2.2GHz অক্টা কোর স্ন্যাপড্র্যাগন 626 চিপসেট যুক্ত আর এর সঙ্গে এতে একটি 4GB র্যাম আর 64GB স্টোরেজ থাকার সম্ভবনা আছে। আর এই স্মার্টফোনে 2910mAhয়ের ব্যাটারির সঙ্গে 12+12মেগাপিক্সালের ডুয়াল ক্যামেরা আর 20মেগাপিক্সালের ফ্রন্ট ক্যামেরা থাকার সম্ভাবনা আছে। আর এতে অ্যান্ড্রয়েড 8.1 ওরিও থাকার কথা।
Moto G6
এই স্মার্টফোনটিতে একটি 5.7ইঞ্চির FHD+ ডিসপ্লে স্ন্যাপড্র্যাগন 450 অক্টা কোর প্রসেসার আর 3GB র্যাম আছে। আর এর সঙ্গে এতে 32Gb স্টোরেজ অপশানও দেওয়া হয়েছে। আর এই ফোনে আরও একটি ভেরিয়েন্ট আছে যাতে 4GB র্যামের সঙ্গে 64GB স্টোরেজ দেওয়া হয়েছে। এই ফোনে মাইক্রো এসডি কার্ড দিয়ে স্টোরেজকে এক্সপেন্ড করা সম্ভব।
Moto E5 Plus
একটি টপ এন্ড ভেরিয়েন্ট আর এতে 6ইঞ্চির HD+ ডিসপ্লে , স্ন্যাপড্র্যাগন 435 অক্টা কোর SoC আছে। আর এই ডিভাইসে 3Gb র্যাম আর 32GB স্টোরেজ অপশান দেওয়া হয়েছে। এই স্টোরেজকে মাইক্রো এসডি কার্ড দিয়ে এক্সপেন্ড করা যায় আর এই স্মার্টফোনে 12মেগাপিক্লসাএর প্রাইমারি ক্যামেরা দেওয়া হয়েছে। আর এই ফোনে একটি 8মেগাপিক্সালের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। আর এর ব্যাটারি 5,000mAhয়ের।
Xiaomi Redmi S2
GSMArena র লিক হওয়া ছবি অনুসারে এই ফোনটিতে 5.99ইঞ্চির FHD+ ডিসপ্লে থকাবে যার রেজিলিউশান 1440x720 পিক্সাল হবে। আর এতে স্ন্যাপড্র্যাগন 625 অক্টা কোর SoC থাকবে। আর এই ফোনে 2GB র্যাম আর 16GB স্টোরেজ অপশান আছে। আর এর স্টোরেজকে মাইক্রো এসডি কার্ড দিয়ে এক্সপেন্ড করা যায়। আর এছাড়া এর 4GB র্যাম আর 3GB র্যাম ভেরিয়েন্টও থাকবে। এদের স্টোরেজ 64GBআর 32GB।
Honor 7A
এই ফোনটির স্পেক্স ইত্যাদির বিষয়টি যদি দেখা হয় তবে দেখা যাবে যে এটি একটি ডুয়াল সিমের স্মার্টফোন। আর এতে অ্যান্ড্রয়েড ওরিও আছে। এই ফোনে 5.7ইঞ্চির HD+ ডিসপ্লে 720x1440 পিক্সালের রেজিলিউশান যুক্ত হবে। আর এর অ্যাস্পেক্ট রেশিও 18:9। এই ফোনে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 430 প্রসেসার দেওয়া হয়েছে। এর ব্যাটারি 3000mAh। এই ফোনটিতে 3GB র্যাম ভেরিয়েন্টে 13মেগাপিক্সালের রেয়ার ক্যামেরা আর 2মেগাপিক্সালের ক্যামেরা দেওয়া হয়েছে। আর এর দুটি ভেরিয়েন্টের ক্যামেরাই একই আর ফ্রন্টে 8মেগাপিক্সালের ক্যামেরা আছে। আর ফোনের স্টোরেজকে মাইক্রো এসডি কার্ড দিয়ে 128GB পর্যন্ত এক্সপেন্ড করা যায়।
Redmi Note 5 Pro
এই ফোনটিতে 20MPর ফ্রন্ট ফেসিং ক্যামেরা দেওয়া হয়েছে। আর এর সঙ্গে এতে সেলফি নেওয়ার জন্য LED লাইট দেওয়া হয়েছে। আর এতে পোট্রেড সেলফি ফিচার দেওয়া হয়েছে। আর এই ফোনে বোখে এফেক্ট থাকে। এই ফোনের ডুয়াল রেয়ার ক্যামেরা 12MP+5MPর।
Nokia 6(2018)
এই স্মার্টফোনটিকে ভারতে কিছু পরিবর্তনের সঙ্গে লঞ্চ করা হয়েছে। এই স্মার্টফোনটিকে 6000সিরিজের অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি করা হয়েছে। আর এই ফোনে একটি 16মেগাপিক্সলাএর ক্যামেরা ডুয়াল টোন LED ফ্ল্যাশের সঙ্গে দেওয়া হয়েছে। এর এই ফোনের ফ্রন্টে 8মেগাপিক্সালের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। ফোনে একটি 3000mAh য়ের ব্যাটারি দেওয়া হয়েছে।
Samsung Galaxy J7 Prime 2
আমরা যদি এই স্মার্টফোনের কিছু প্রধান স্পেক্সের বিষয়ে কথা বলি তবে আপনাদের বলে রাখি যে এতে অক্টা-কোর এক্সিয়ন্স 7 সিরিজের প্রসেসার দেওয়া হয়েছে। এই ফোনে 13মেগাপিক্সালের ফ্রন্ট ক্যামেরা আছে। আর এর সঙ্গে এই ফোনে আপনারা স্যামসং পে মিনি সাপোর্টও পাবেন। এই ফোনটি ব্ল্যাক আর গোল্ড কালারে কেনা যাবে।
Comio S1 Lite
Comio S1 Lite আর C2 Lite ফোনে মিডিয়াটেক 6737 প্রসেসার দেওয়া হয়েছে। আর এতে 1.3GHz য়ের কোয়াড কোর চিপসেট আছে । Comio C2 Lite ফোনে 1.5GB র্যাম আর 16GB স্টোরেজ দেওয়া হয়েছে। আর সেখানে S1 LIte ফোনে 2GB র্যাম আছে আর 32GB স্টোরেজ দেওয়া হয়েছে। আর এই দুটি ফোনেই 5ইঞ্চির IPS LCD দেওয়া হয়েছে। এটি একটি HD রেজিলিউশানের ডিসপ্লে।
Comio S1 Lite ফোনটিতে 13MPর রেয়ার ক্যামেরা আর 8MPর ফ্রন্ট ফেসিং ক্যামেরা দেওয়া হয়েছে। Comio C2 Lite ফোনে 8MPর রেয়ার আর 5MPর ফ্রন্ট ফেসিং ক্যামেরা দেওয়া হয়েছে। দুটি ফোনেই অ্যান্ড্রয়েড নৌগাটে চলে। আর Comio S1 LIte ফোনে 3050mAhয়ের ব্যাটারি আছে আর C2 Lite ফোনে 3900mAhয়ের ব্যাটারি আছে।
Infocus Vision 3 Pro
এই ডিভাইসটিতে 2.5D কার্ভড ডিসপ্লে দেওয়া হয়েছে এই ফোনে মিডিয়াটেকের MT6750 চিপসেট দেওয়া হয়েছে। এই ফোনের র্যাম 4GB আর এর স্টোরেজ 64GB।
এই স্মার্টফোনের স্টোরেজকে 128GB পর্যন্ত এক্সপেন্ড করা যাবে। আর এই ফোনে 13মেগাপিক্সালের প্রাইমারি ক্যামেরা র একটি 8মেগাপিক্সালের সেকেন্ডারি ক্যামেরা দেওয়া হয়েছে। এই ফোনে 13মেগাপিক্সালের ফ্রন্ট ক্যামেরাও আছে।
Tecno Camon I Air
এই স্মার্টফোনে 5.65 ইঞ্চির IPS LCD ফুলভিউ ডিসপ্লে দেওয়া হেয়ছে আর এটি HD+ 1440x720 পিক্সাল রেজিলিউশানের ফোন। আর এতে 2.5D কার্ভ দেওয়া হয়েছে। ফোনে মিডিয়াটেক MT6737 প্রসেসার দেওয়া হয়েছে। আর এর ক্লক স্পিড 1.3GHz।
Honor 9 LIte
এই ফোনটিতে 5.65 ইঞ্চির ফুল HD+ IPS ডিসপ্লে আর 18:9 অ্যাস্পেক্ট রেশিও আছে এই ফোনে কিরিন 659 চিপসেট আছে। আর এই ডিভাইসের 3000mAhয়ের ব্যাটারি দেওয়া হয়েছে। আর এতে অ্যান্ড্রয়েড 8.0 ওরিও আছে। এই ফোনটিতে 13MP+2Mpর ডুয়াল ফ্রন্ট ক্যামেরা রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে।
Xiaomi Redmi Note 5
এই ফোনটিতে 5.99 ইঞ্চির 18:9 ডিসপ্লে আছে আর এর রেজিলিউশান 2160x1080 পিক্সাল। আর এই ফোনটি দিটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। 3GB র্যাম আর 32Gb স্টোরেজ আর 4GB র্যাম আর 64GB স্টোরেজ। এই ফোনের ব্যাটারি 4000mAhয়ের।
Comio C2 Lite
Comio S1 Lite আর C2 lite ফোনে মিডিয়াটেক 6737 প্রসেসার আছে। এর এটি 1.3GHx কোয়াড কোর চিপসেট যুক্ত। আর Comio C2 Lite ফোনে 1.5GB র্যাম আছে আর 16Gb স্টোরেজ দেওয়া হয়েছে। S1 Lite ফোনটিতে 2Gb র্যাম আর 32Gb স্টোরেজ দেওয়া হয়েছে। এই ডিভাইসে 5ইঞ্চির IPS LCD ডিসপ্লে দেওয়া হয়েছে। এর একটি HD রেজিলিউশানের ডিসপ্লে।
Comio S1 Lite ফোনে 13Mpর রেয়ার ক্যামেরা আর 8Mpর ফ্রন্ট ক্যামেরা আছে। আর সেখানে Comio S1 Lite ফোনে 8 MP র রেয়ার আর 5mp র ফ্রন্ট ক্যামেরা আছে। আর S1 LIte য়ের ব্যাটারি 3050mAhআর C2 Lite য়ের ব্যাটারি 390mAh।
Honor 7x
এই ফোনটিতে 4GB র্যাম আর 32GB/64GB স্টোরেজ দেওয়া হয়েছে। এই স্মার্টফোনের অ্যাস্পেক্ট রেশিও 18:9। আর এই ফোনে 16MP+2MP র ডুয়াল ক্যামেরা আছে। এই স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 7.0 নির্ভর EMUI 5.1 য়ে কাজ করে। আর এর ব্যাটারি 3340mAH।