ভারতে এই সময়ে একের পরে এক স্মার্টফোন লঞ্চ হয়ে চলেছে। সদ্য শেষ হওয়া MWC 2019 য়ের পরে ভারতে যেন স্মার্টফোনের লঞ্চ হওয়ার ঘনঘটা লেগে গেছে। তবে যে শুধু এই আন্তর্জাতিক ইভেন্ট শেষের পরেই ভারতে একের পর এক স্মার্টফোন লঞ্চ হয়েছে তা নয়। বিগত বেশ কয়েক মাস ধরেই ভারতে একের পর এক নতুন নতুন স্মার্টফোন লঞ্চ হয়ে চলেছে।
এই সব ফোন গুলির মধ্যে যেমন ক্যামেরা সেন্সেশান ফোন আছে তেমনি আছে দারুন দেখতে কিছু ফোন। আর আজকে আমরা দেখব এই সময়ে ভারতে ঠিক কোন কোন নতুন ফোন লঞ্চ হয়েছে। আসুন দেখা যাক।
নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।
Realme 3
আজকে এই ফোন গুলির কথা বলার প্রথমেই আমরা আজেক সদ্য ভারতে লঞ্চ হওয়া এই Realme 3 ফোনটির বিষয়ে বলব। এই ফোনটি ভারতে দুটি র্যাম আর স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে। এই ফোনটি 3GB/32GB আর 4GB/64GB স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে। এই ফোনে একটি 4230mAh য়ের ব্যাটারি আছে। আর এই ডুয়াল রেয়ার ক্যামেরা যুক্ত ফোনটিতে আপনারা 13+2MP র ক্যামেরা পাবেন। আর এটি অ্যান্ড্রয়েড 9 পাইয়ের সঙ্গে ভারতে লঞ্চ হয়েছে। এই ফোনটির দাম 8,999 টাকা এটি এর বেস ভেরিয়েন্টের দাম আর এর হাইয়েস্ট ভেরিয়েন্টের দাম 10,990 টাকা আর এটি 12 মার্চ দুপুর 12টার সময়ে প্রথম ফ্ল্যাশ সেলে কেনা যাবে।
Redmi Note 7 PRo
ভারতে এই ফোনটি বাজেট রেঞ্জে 48MP ক্যামেরার সঙ্গে লঞ্চ করা হয়েছে। এই ফোনটিতে আপনারা ডুয়াল রেয়ার ক্যামেরাতে দ্বিতীয় ক্যামেরাটি 5Mpর। আর এর সঙ্গে এই রেডমি ফোনের ফ্রন্টে একটি 13MP র ক্যামেরা দেওয়া হয়েছে। এই Redmi Note7 Pro ফোনে আপনারা 4000mAh য়ের ব্যাটারি পাবেন। আর এই ফোনটি ভারতে দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। 4GB/64GB আর 6GB/128GBআর এই ফোনের দাম যথাক্রমে 13,999 টাকা আর 16,999টাকা। আর এর প্রথম ফ্ল্যাশ সেল 13মার্চ হবে।
Smaung Galaxy A50
MC 2019 য়ে আশার পরে পরে ভারতে স্যামসাং তাদের Galaxy A50 ফোনটি লঞ্চ করে দিয়েছে। এই ফোনটি অ্যান্ড্রয়েড 9 পাইতে লঞ্চ করা হয়েছে। ফোনে একটি 6.4 ইঞ্চির সুপার AMOLED ডিসপ্লে দেওপ্যা হেয়ছে যা ইনফিনিটি U ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হয়েছে। আর এই ফোনটির রেজিলিউশান 1080x2340pআর এর অ্যাস্পেক্ট রেশিও 19:9। আর এই Galaxy A50 ফোনটিতে অক্টা কোড় এক্সিয়ন্স 9610 SoC আছে। আর এই ফোনটি 4GB আর 6GB র্যামে পাওয়া যাচ্ছে। এই ফোনে একটি ট্রিপেল রেয়ার ক্যামেরা আছে যা 25MP+5MP+8MP আর এর সঙ্গে এই ফোনের ফ্রন্টে একটি 25MP র ক্যামেরা আছে। এর দাম 4GB/64GB স্টোরেজ ভেরিয়েন্ট ভারতে 19,990 টাকায় লঞ্চ করা হয়েছে। আর এর 6GB/64GB ভেরিয়েন্টটি 22,990 টাকা
Oppo K1
ভারতে কিছু দিন আগে Oppo তাদের এই দারুন ফোনটি লঞ্চ করে। এই ফোনের সব থেকে বড় বৈশিষ্ট্য এই যে ফোনটি এমন একটি বাজেট ডিভাইস যা ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সারের সঙ্গে লঞ্চ করা হয়েছে। এই ফোনে অ্যান্ডেয়েড 8 আছে আর ফোনটিতে ডুয়াল রেয়ার ক্যামেরাতে 16+2MP র ক্যামেরা আছে। আর Oppo K1 ফোনের ফ্রন্টে একটি 25MP ক্যামেরা আছে। আর এই ফোনে 6.4 ইঞ্চির ডিসপ্লে আর 3600mAh য়ের ব্যাটারি আছে।
Samsung Galaxy A30
Samsung Galaxy A30 ফোনটিও ভারতে সবে লঞ্চ হয়েছে। এই ফোনের ফোনটির দাম 16,990 টাকা। Samsung Galaxy A30 ফোনে আপনারা 6.4 ইঞ্চির ফুল HD+ ডিসপ্লে পাবেন যার রেজিলিউসজান 1080x2340 পিক্সাল। আর এটিও একটি সুপার AMOLED ইনফিনিটি U ডিসপ্লে। আর এই ফোনে আপনারা ডুয়াল রেয়ার ক্যামেরাতে 16MP+5MP র ক্যামেরা পাবেন। আর এর সঙ্গে এই ফোনে ফ্রন্টে একটি 16MP ক্যামেরা দেওয়া হয়েছে। আর এই ফোনে আপনারা 5000mAh য়ের ব্যাটারি পাবেন।
Vivo V15 PRo
ভারতে লঞ্চ হওয়া এই Vivo ফোনটির সব থেকে বড় আর প্রধান বৈশিষ্ট্য এই ফোনের পপ আপ সেলফি ক্যামেরা। অ্যান্ড্রয়েড 9 পাইয়ের সঙ্গে লঞ্চ হওয়া এই ফোনটিতে আপনারা 6.39 ইঞ্চির একটি ডিসপ্লে পাবেন। আর এই ফোনে ক্যামেরার ক্ষেত্রে ট্রিপেল রেয়ার ক্যামেরাতে 48MP+8MP+5MP র ক্যামেরা পাবেন। আর পপ আপ সেলফি ক্যামেরাতে এই ভিভোফোনে আপনারা 32MP র ক্যামেরা পাবেন। আর এই ফোনে একটি 3700mAh য়ের ব্যাটারি পাবেন।
Samsung Galaxy A10
Samsung Galaxy A10 ফোনটিতে .2 ইঞ্চির HD+ 720x1520 পিক্সাল রেজিলিউশানের ডিপ্লে পাবেন। আর এই ফোনে cta-core Exynos 7884 SoC র সঙ্গে একটি 2GB র্যাম দেওয়া হেয়ছে। আর এই ফোনে রেয়ারে একটি 13Mp আর ফ্রন্টে একটি 5MP র ক্যামেরা পাবেন। আর এই ফোনের ইনবিল্ড স্টোরেজ 32GB। আর এই ফোনের ব্যাটারি 3,400mAh য়ের।আর এর দাম 8,490 টাকা
Redmi Note 7
ভারতে এই রেডমি ফোনটি Redmi Note 7 PRo ফোনের সঙ্গে লঞ্চ হয়েছে। এই ফোনটি কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 660 SoC যুক্ত আর এটি 3GB/32GB আর 4GB/64GB ভেরিয়েন্টে এসেছে। এই ফোনে একটি 6.3 ইঞ্চির LCD ডিসপ্লে দেওয়া হয়েছে আর এর সঙ্গে এই ফোনে গোরিলা গ্লাস 5 আছে। ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরাতে 12MP+2MP ক্যামেরার সঙ্গে 13MP র ফ্রন্ট ক্যামেরা যুক্ত। আর এই ফোনটিতেও 4000mAh য়ের ব্যাটারি দেওয়া হয়েছে।
এই ফোনটি 6 মার্চ দুপুর 12টায় প্রথম ফ্ল্যাশ সেল হবে। 3GB/32GB ভেরিয়েন্টের দাম 9,999 টাকা আর এর সগ্নে এর 4GB/64GB ভেরিয়েন্টের দাম 11,999 টাকা
Samsung Galaxy M30
ভারতে স্যামসাং তাদের আরও একটি M সিরিজের ফোন লঞ্চ করে দিয়েছে। এই ফোনটি .4 ইঞ্চির FHD+ সুপার AMOLED ডিসপ্লে যুক্ত। এই ফোনে অ্যান্ড্রয়েড 9 পাই আছে। আর ফোনটিতে ট্রিপেল রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। যা 13MP+5MP+5MPর। আর এই ফোনের ফ্রন্টে 16MP র ক্যামেরা আর ফ্রন্টে একটি 16MP র ক্যামেরা আছে। এর 4GB/64GB ভেরিয়েন্টের দাম 14,990 টাকা, আর এর অন্য ভেরিয়েন্ট 6GB/128GB র দাম 17,990 টাকা।
Samsung Galaxy S10 +
ভারতে এই ফোনটিকে কোম্পানি একটি ফ্ল্যাগশিপ স্মার্টফোন হিসাবে নিয়ে এসেছে। এটি Note 9 য়ের পরের জেনারেশানের ফোন। আর এই ফোনে পাঞ্চ হোল ক্যামেরা আর ট্রিপেল রেয়ার ক্যামেরা ফোনের অন্যতম বড় বৈশিষ্ট্য। এই ফোনে 6.4 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছে। 12+16+12 মেগাপিক্সালের ক্যামেরা পাবেন। এর পাঞ্চ হোল ক্যামেরাতে ফ্রন্টে ডুয়াল 10+8Mp র ক্যামেরা পাবেন। এই ফোনে Exynos 9820 চিপসেট আর 12GB র্যাম আছে। এই ফোনে 4100mAh য়ের ব্যাটারি দেওয়া হয়েছে।