ভারতের দারুন কিছু মিড রেঞ্জ স্মার্টফোন

দ্বারা Aparajita Maitra | আপডেট করা Feb 01 2019
ভারতের দারুন কিছু মিড রেঞ্জ স্মার্টফোন

2018 সালের আগে সাওমিই একাই এই রেঞ্জের স্মার্টফোনের মধ্যে অপ্রতিদ্বন্দ্বী হয়ে উঠে এসেছিল। তবে গত বছর আসুস তাদের নতুন কিছু ফোন নিয়ে আসার পরে, এই বাজার বেশ মজার হয়ে ওঠে। এই সময়ে Honor ও তাদের একের পর এক নতুন ফোন নিয়ে আসতে থাকে। আর এসবের মধ্যে ফোন কেনার সময়ে সবাই অল্প একটু হলেও সমস্যায় পরে জান যে কোন ফোনটি কেনা ভাল। আসলে এখন এই রেঞ্জের স্মার্টফোন গুলি দারুন পার্ফর্মেন্সের সঙ্গে ভাল ক্যামেরা আর ভাল ব্যাটারি লাইফও অফার করে। আর আজকে আমরা আপনাদের এখানে তেমনি কিছু মিড রেঞ্জ ফোনের বিষয়ে বলব যে গুলি ভাল পার্ফর্মেন্সের সঙ্গে ভাল দেখতে আর ডিসেন্ট ক্যামেরা দেয়। আসুন তবে আমরা এবার এমনই কিছু দারুন মিড রেঞ্জ ফোন দেখে নি।

ভারতের দারুন কিছু মিড রেঞ্জ স্মার্টফোন

Huawei Honor 8X

Honor য়ের এই ফোনটি ভারতে বেশ কিছু সেগমেন্টের স্মার্টফোনকে করা প্রতিযোগিতা দিচ্ছে। এই ফোনটিতে একটি ডুয়াল রেয়ার ক্যামেরা আছে আর এই ফোনে নচ অফার করা হয়েছে। আর এই ফোনটির ভারতে প্রাথমিক দাম 14,999 টাকা। আর এই ফোনে আপনারা একটি 6.5 ইঞ্চির 2340x1080 পিক্সাল রেজিলিউশানবের ডিসপ্লে আছে। আর এই ফোনটিতে Kirin 710 অক্টা কোর প্রসেসার আছে আর এর সঙ্গে এই ফোনে 20MP+2MP র ডুয়াল ক্যামেরা দেওয়া হয়েছে।

ভারতের দারুন কিছু মিড রেঞ্জ স্মার্টফোন

Xiaomi Redmi Note 6 pro

Xiaomi Redmi Note 6 Pro ফোনটিতে একটি 6.26 ইঞ্চির ডিপ্লে আছে আর এই স্মার্টফোনের রেজিলিউশান 1080x2280 পিক্সাল। এই ফোনে আপনারা কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 636 চিপসেট পাবেন আর এর সঙ্গে এই ফোনে ডুয়াল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। আর এই ফোনটির সব থেকে বড় USP এই ডুয়াল ফ্রন্ট ক্যামেরা। এই ফোনটি দুটি ভেরিয়েন্টে কেনা যায়- 4GB/64GB আর 6GB/64GB। ফোনটির প্রাথমিক দাম 13,999 টাকা।

ভারতের দারুন কিছু মিড রেঞ্জ স্মার্টফোন

Xiaomi Redmi Note 5 Pro

Redmi Note 5 Pro ফোনটিতে আপনারা কর্নিং গোরিলা গ্লাসের সুরক্ষার সঙ্গে কোয়াল্কম SDM636 স্ন্যাপড্র্যাগন পাবেন। আর এই ফোনে আপনারা 4GB র‍্যামের সঙ্গে 64GB স্টোরেজ পাবেন। এই স্মার্টফোনটিতে আপনারা 4000mAh য়ের ব্যাটারি আছে। আর এই ফোনে আপনারা ডুয়াল রেয়ার ক্যামেরাতে 12+5MP র ক্যামেরা পাবেন। আর এই ফোনের ফ্রন্টে একটি 20MP র ক্যামেরা দেওয়া হয়েছে। আর এই ফোনটির প্রাথমিক দাম 12,999 টাকা।

ভারতের দারুন কিছু মিড রেঞ্জ স্মার্টফোন

Asus Zenfone Max Pro M1

অ্যান্ড্রয়েড 8.1 ওরিও যুক্ত এই ফোনটি 5.99 ইঞ্চির FHD+ ডিসপ্লে যুক্ত যার রেশিলিউশান 2180x1080 পিক্সাল। আর এই ফোনে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 636 প্রসেসার আছে। আর এই ফোনে আপনারা 5,000mAh য়ের ব্যাটারি পাবেন। এই ফোনে একটি ডুয়াল ক্যামেরা সেটআপে 13MP+5MP র পাবেন আর এর সঙ্গে এই ফোনে একটি 8MP র ফ্রন্ট ক্যামেরা পাবেন।

ভারতের দারুন কিছু মিড রেঞ্জ স্মার্টফোন

Xiaomi Redmi 6 Pro

Xiaomi Redmi 6 Pro ফোনটিতে আপনারা 5.84 ইঞ্চির ফুল HD+ ডিসপ্লে পাবেন আর এই ফোনে নচ দেওয়া হয়েছে। আর এই ফোনটিতে স্ন্যাপড্র্যাগন 625 প্রসেসারা ছে। আর এই ফোনে ডুয়াল ক্যামেরাতে 12MP+5MP র ক্যামেরা দেওয়া হয়েছে। আর এই ফোনটি Redmi Note 5 Pro য়ের মতন একই ক্যামেরা সেটআপ যুক্ত। আর এই ফোনের ফ্রন্টে 5MP র ক্যামেরা দেওয়া হয়েছে। আর এই ফোনটির দাম শুরু হয় 10,999 টাকা থেকে।

ভারতের দারুন কিছু মিড রেঞ্জ স্মার্টফোন

Nokia 5.1 Plus

নোকিয়া ব্র্যান্ডের এই ফোনটির টপে নচ ডিসপ্লে, গ্লাস ডিজাইন আর রেয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দেওয়া হয়েছে। আর এই ফোনে 5.86 ইঞ্চির HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে আর এই ফোনের রেজিলিউশান 720x1520 পিক্সাল। আর এই নোকিয়া ফোনে আপনারা 2.5D কার্ভড গ্লাস 19:9 অ্যাস্পেক্ট রেশিওর সঙ্গে পাবেন। আর এই ফোনে অক্টা কোর হেলিও 2.0GHz আছে আর এই ফোনটি 3GB র‍্যাম আর 32GB স্টোরেজের সঙ্গে এসেছে। এই ফোনটিতে 13MP+5MP র ডুয়াল রেয়ার ক্যামেরার সঙ্গে ফ্রন্টে 8MP র ক্যামেরা দেওয়া হয়েছে।

ভারতের দারুন কিছু মিড রেঞ্জ স্মার্টফোন

Realme 2 Pro

ডুয়াল সিম সাপোর্টের এই Realme 2 Pro ফোনটিতে আপনারা কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 660AIE প্রসেসার পাবেন। আর এছাড়া এই ফোনে আপনারা 6GB র‍্যামের সঙ্গে 64GB স্টোরেজ পাবেন। আর এই ফোনে একটি 3500mAh য়ের ব্যাটারি দেওয়া হয়েছে। ফোনটির দাম 13,990 টাকা।

ভারতের দারুন কিছু মিড রেঞ্জ স্মার্টফোন

Xiaomi Redmi Note 5 (3GB র‍্যাম)

5.99 ইঞ্চির ফুল HD+ ডিসপ্লের এই ফোনটির ডিসপ্লে একটি IPS LCD ডিসপ্লে। আর এই ফোনটি মেটাল আর প্লাস্টিক বডির ফোন। আর এই ফোনটি একটি মিড রেঞ্জের ফোন আর এই ফোনের অ্যাস্পেক্ট রেশিও 18:9। আর এই ফোনে 12MPর সেন্সারা ছে। আফ এই ফোনে স্ন্যাপড্র্যাগন 625 চিপসেটের সঙ্গে 4,000mAh য়ের ব্যাটারি আছে। এই ফোনটি দুটির ভেরিয়েন্টে পাওয়া যায়- 3GB/32GB, 4GB/64GB।

ভারতের দারুন কিছু মিড রেঞ্জ স্মার্টফোন

Xiaomi Redmi Y2

Xiaomi Redmi Y2 ফোনটিতে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 625 প্রসেসার আছে। আর এই ফোনে 4GB র‍্যামের সঙ্গে 64GB স্টোরেজ দেওয়া হয়েছে। এই ফোনটি সাওমি একটি সেলফি ফোন হিসাবে নিয়ে এসেছে। এই ফোনে আপনারা 16MP র সেলফি ক্যামেরার সঙ্গে ডুয়াল রেয়ার ক্যামেরাতে 12MP+5MP র ক্যামেরা পাবেন।

ভারতের দারুন কিছু মিড রেঞ্জ স্মার্টফোন

Asus Zenfone Max Pro M2

এই ফোনটির প্রাথমি দাম 12,999 টাকা। আর এই ফোনে আপনারা কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 660 চিপসেট পাবেন। আর এই ফজনে 6.3 ইঞ্চির নচ FHD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। আর এই ফোনটি 3GB/32GB আর 4GB/64GB স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে। আর এই ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরাতে 12MP+5MP র ক্যামেরা আর ফ্রন্টে একটি 13MP র ক্যামেরা আছে।