এই সময়ে স্মার্টফোন কোম্পানি গুলি তাদের গ্রাহকদের জন্য দারুন সব কিছু ফিচার আর স্পেক্সের ফোন নিয়ে আসছে। আর এর মধ্যে তারা ফোনের ডিজাইন, রঙ ও অন্যান্য জিনিসের প্রতিও সমান নজর রেখেছে। আর এই সময়ে বাজারে এমন কিছু স্মার্টফোন আছে যা ওয়াটারপ্রুফ। আর সেই সব স্মার্টফোন কম জলে কোন ক্ষতি হয়না। আর আজকে এখানে আমরা আপনাদের ভারতে থাকা তেমন কিছু দারুন ওয়াটার প্রুফ স্মার্টফোনের বিষয়ে জানাব।
Ulefone Armour 2
এই স্মার্টফোনটি আপনারা অ্যামাজন ইন্ডিয়াতে কিনতে পারবেন আর এর দাম 28,000 টাকা। আর এই ফোনে আছে মিডিয়া টেক হেলিও P25। আর এই ফোনে আপনারা পাবেন 6GB র্যাম আর 64GBর স্টোরেজ। আর এই ফোনটি অ্যান্ড্রয়েড নৌগাটের সঙ্গে লঞ্চ করা হয়েছিল এই ফোনটি 5 ইঞ্চির FHD ডিসপ্লের সঙ্গে এসেছে।
Caterpillar Cat S61
এই ডিভাইসটি আমরা MWC তে দেখেছিলা। আর এই ফোনটি 400 ডিগ্রি হিটে থাকতে পারে। আর এই ফোনটিতে আছে একটি 4500mAh য়ের ব্যাটারি আর এই ফোনে আপনারা পাবেনে স্ন্যাপড্র্যাগন 630 চিপসেট। আর এই ফোনে আছে 4GB র্যাম আর 64GB র স্টোরেজ। ফোনটি অ্যান্ড্রয়েড ওরিওর সঙ্গে লঞ্চ করা হয়েছিল আর এই ফোনের অ্যান্ড্রয়েড P আপডেট এসেছে। আর এই ফোনটি এখনও ভারতে পাওয়া যায় না।
Moto Z2 Force
এই মোটোরোলা ফোনে আপনারা পাবেন 7000 সিরিজের অ্যালুমিনিয়াম সিরিজের বিল্ড। আর এই ফনা আছে শাটারশিল্ড। ফোনে আপনারা পাবেন কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 855 । আর এই ফনে আছে 5.5 ইঞ্চির ডিসপ্লে। আর এই ফোনে আছে 6GB র্যাম।
ফোনে আছে 12MP র ক্যামেরা আর এই ফোনে 4K ভিডিও শুট করা যায়।
Caterpillar Cat S60
এই ফোনটিতে আছে স্ন্যাপড্র্যাগন 617 প্রসেসার। আর এই ফোনে আপনারা পাবেন 32GB র স্টোরেজ। আর এই ফনে আছে একটি 4.7 ইঞ্চির ডিসপ্লে। আর এই ফোনে আপআন্রা পাবেন একটি 38000mAh য়ের ব্যাটারি।
Samsung Galaxy S8 Active
এই স্যামসাং ফোনটি একটি RUGGED ডিভাইস বলা যায় না। তবে এই ফোনটি অবশ্যই একটি শক্তিশালী ডিভাইস। এইফনে আছে স্যামসাংয়ের Knox। আর এই ফোনে আপআন্রা ডিফেন্স ফ্রড মোবাইল সিকিউউরিটি পাবেন আর এই ফোনে আ[নারা 28 টি সরকার যা ব্যাবহার করে।
AGM X2
এই ফোনটি একটি মিড রেঞ্জের ফোনে আর এই ফোনে আছে স্ন্যাপড্র্যাগন 653 প্রসেসার। আর এই ফোনে আপনারা পাবেন 6GB র্যাম আর একটি 64GB স্টোরেজ। ফোনে আছে 5.5 ইঞ্চির AMOLED ডিসপ্লে। আর এই ফোনটি আপনারা আন্তর্জাতিক পোর্টালের মাধ্যমে নিজের করতে পারবেন।
Blackview BV7000 Pro
আপনারা এই ফোনে পাবেন একটি 5 ইঞ্চির FHD ডিসপ্লে আর এই ফোনে আছে কর্নিং গোরিলা গ্লাস 3 যুক্ত। আর এই ফোনে আহে একটি 13 মেগাপিক্সালের রেয়ার ক্যামেরা আর এটি জলের ভেতরেও ছবি তুলতে পারে। আর এই ফোনে আছে একটি 4GB র র্যাম আর 64GB র স্টোরেজ।
Nomu M6
এই ফোনে আপনারা পাবেন একটি 5 ঞ্চির HD ডিসপ্লে। আর এই ফোনে আপনারা পাবেন কর্নিং গোরিলা গ্লাস 3 য়ের সুরক্ষা। আর এই ফোনে আছে একটি 8মেগাপিক্সালের রেয়ার আর একটি 5 মেগাপিক্সালের ফ্রন্ট ক্যামেরা। ফোনে আছে একটি 3000mAh য়ের ব্যাটারি।
Blackview BV9000 Pro
এই ডিভাইসের বিষয়ে বলা হয় যে এটি ভয়ঙ্কর কোন ধ্বংসের মুখে পরলেও এর কোন ক্ষতি হবে না। মানে এটি একটি খুবই শক্তিশালী ফোন। আর এই ফোনে আপআন্রা পাবেন মিডিয়াটেক P25। এই ফোনে আছে একটি 4180mAh য়ের ব্যাটারি। আর এই ফোনে আপনারা পাবেন 13 মেগাপিক্সালের রেয়ার আর একটি 5 মেগাপিক্সালের ফ্রন্ট ক্যামেরা। আর এই ফোনে আছে 6GB র্যাম আর 128GB র স্টোরেজ।