এই সময়ে ফোনে ব্যাবহৃত অ্যাপের মধ্যে সব থেকে বেশি ব্যাবহার করা হয় হোয়াটসঅ্যাপ। আর এই অ্যাপ ফেসবুক অধিগ্রহন করেছে। আর এই অ্যাপে প্রায়ই গ্রাহকদের বিভিন্ন নতুন নতুন আপডেটের মাধ্যমে নতুন নতুন ইউজার্স অভিজ্ঞতা দেওয়া হয়। আর এই সময়ে কোম্পানি একাধিক দারুন নতুন আপডেটের ওপরেও কাজ করছে। আর এখানে আমরা দেখব যে হোয়াটসঅ্যাপে নতুন কোন ফিচার এসেছে বা আসবে যা আপনারা হোয়াটসঅ্যাপ অভিজ্ঞতা ভাল করবে।
সেলফ ডেস্ট্রাক্টিং মেসেজ
সেলফ ডেস্ট্রাক্টিং মেসেজ ফিচারের মাধ্যমে হোয়াটসঅ্যাপে গ্রাহকরা তাদের পাঠানো মেসেজে এক সময়ে দেখতে পারবেন আর এর পরে তা ডিলিট হ্যে যাবে। আর একটি ব্লগ থেকে জানা গেছে যে হোয়াটসঅ্যাপের এই ফিচার এখন প্রাথমিক স্টেজে আছে। আর এই সময়ে হোয়াটসঅ্যাপে 5 সেকেন্ড আর 1 ঘন্টা দুটি অপশানে মেসেজ ডিলিট করা যায়। আর পরে প্রাইভেট চ্যাটে এই ফিচার দেওয়া হবে বলে মনে করা হচ্ছে। আর আপনারা যদি অ্যান্ড্রয়েড বিটা 2.19.175 ভার্সান ডাউনলোড করতে হবে।
HIDE মিউট স্ট্যাটাস
হোয়াটসঅ্যাপে লেটেস্ট অ্যান্ড্রয়েড বিটাতে একটি নতুন ফিচার আছে এর পরে মিউট করা স্ট্যাটাস সম্পূর্ণ ভাবে গায়েব হয়ে যাবে। আর এমনিতে কয়েক মাস আগে ডেভলাপমেন্ট দেখা গেলেও এখনও এই ফিচার টেস্টিং স্টেজেই আছে। আর হাইড মিউট স্ট্যাটাস আপডেট ফিচার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস সেকশানে মিউট করা হয়েছে আর সব স্ট্যাতাস শেষ হলে তা হারিয়ে যাবে। আর মিউট করা স্ট্যাটাস আপনি দেখতে পারবেন না আর এখন তা হয়না এখন মিউটেড স্ট্যাটাস আপডেট স্ক্রিনের বটমে স্ক্রোল করে দেখা যাবে।
ডার্ক মোড
ডার্ক মোড ফিচারের বিষয়টি আমরা সবাই অনেক দিন ধরেই শুনে আসছি আর এটি অনেক ফোনে যেমন গুগল, জিমেল আর ক্রোমদের মতন ফোনে এসেছে। আর এই ফিচা টি হোয়াটসঅ্যাপের সঙ্গে আসবে আর এটি এলে ব্যাটারি সেভ হবে, আর এটি একটি দারুন ফিচার হিসাবে আসবে।
র্যাঙ্কিং
এই নতুন ফিচারে আপনার সব থেকে পছন্দের কন্টেন্ট সবারি ওপরে থাবে। র্যাকিং ফিচার সেই সব কন্টেন্ট নিজে থেকে খুঁজে প্রথমের দিকে রাখবে যাদের সঙ্গে সব থেকে বেশি কথা বলেন।
মাল্টি প্ল্যাটফর্ম সাপোর্ট
হোয়াটসঅ্যাপে খুব তাড়াতাড়ি গ্রাহকদের মাল্টি প্ল্যাটফর্ম সাপোর্ট আসবে আর যা গ্রাহকদের একই সময়ে অ্যাপে একের বেশি প্ল্যাটফর্ম ব্যাবহার করতে দেবে।
বুম্যারাং ফিচার
হোয়াটসঅ্যাপে তাড়াতাড়ি ইন্সটাগ্রামের মতন বুম্যারাং ফিচার লুপ ভিডিও করার অনুমতি দেবে। আর এই ফিচার ভিডিও টাইপ প্যানেলে কনভার্ট টু GIF ফিচারের সঙ্গে আসবে।
গুগল অ্যাসিস্টেন্সের মাধ্যমে হোয়াটসঅ্যাপ কল
পরবর্তী সময়ে হোয়াটসঅ্যাপের ফিচারে গ্রাহকদের গুগল অ্যাসিস্টেন্সের মাধ্যমে হোয়াটসঅ্যাপে অডিও আর ভিডিও কল করতে পারবেন।
হোয়াটসঅ্যাপ অ্যাডস অন স্ট্যাটাস
ফেসবুক জানিয়েছে যে 2020 র মধ্যে হোয়াটসঅ্যাপে বিজ্ঞাপন আসবে। আর হোয়াটসঅ্যাপ স্টোরিতে গ্রাহকরা অ্যাড পাবেন যেমনটা ইন্সটাগ্রাম স্টোরিতে পান। আর এই ডিটেলস টুইটারে ফেসবুক মার্কেটিক সামিটে জানা গেছে। আর সেখাএন হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস ফিচারে অ্যাড দেখা যাবে বলে জানানো হয়।
ফেসবুকে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস শেয়ার
এটি এখন হোয়াটসঅ্যাপে কাজ করছে। হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস গ্রাকরা সেই সময়ে দরকার হলে ঐ অ্যাপের মাধ্যমেই ফেসবুক স্টোরি হিসাবে অ্যাড করতে পারবেন। আর এটি বিটা আপডেট হবে। আর এই নতুন ফিচার Wabetainfo অ্যান্ড্রয়েড বিটাতে 2.19.151 য়ে দেখেছিল। আর এবার গ্রাহকরা অ্যাড টু ফেসবুক স্টোরি বটান ব্যাবহার করতে পারবেন সেখানে আপনারা হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস ফেসবুকে পোস্ট করতে পারবেন।
শেয়ার কন্ট্যাক্ট ভায়া QR কোড
বিটা ভার্সান 2.19.15 তে হোয়াটসঅ্যাপ শেয়ার কন্ট্যাক্ট ভায়া QR কোড ফিচার অ্যাড করা যাবে আর এটি হোয়াটসঅ্যাপ গ্রাহকরা তাদের কন্টেন্ট ডিটেলস আর QR কোড জেনারেট করতে পারবে আর এতে গ্রাহকরা QR কোড এঙ্ক্রাইপ্ট ফর্মে কন্টেক্ট শেয়ারক করতে পারবেন।