সাধারনত পার্ফর্মেন্সের ভিত্তিতে স্মার্টফোন দেখা হয় আর এছাড়া ফোনের ক্যামেরা কোয়ালিটি, আর দামও দেখা হয় বৈকি। আর এর পড়ে একটি স্মার্টফোন ব্যাবহার করা হয় বা কেনা হয়। আর আপনারা যদি স্মার্টফোনের লুক বেশি পছন্দ করেন তবে দারুন দেখতে বেশ কিছু স্মার্টফোন আছে। আর এর মধ্যে ভাল ডিজাইন আর দারুন লুকের ফোন দুই আছে। আর আজকে আমরা এখানে আপনাদের জন্য তেমন কিছু স্মার্টফোন নিয়ে এসেছি। আর আসুন তবে সেই সব দারুন দেখতে ফোন গুলি একবার দেখে নেওয়া যাক।
Samsung Galaxy S9 আর S9+ ফোনে আপনারা দারুন ডিজাইন পাবেন। Galaxy S9 ফোনটিতে 5.8 ইঞ্চির কোয়াড HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে আর এটি একটি সুপার AMOLED ডিসপ্লে আর সেখানে S9+ ফোনে আপনারা 6.2 ইঞ্চির কোয়াড HD+ ডিসপ্লে পাবেন। আর S9 ফাইন সিঙ্গেল ক্যামেরা থাকলেও S9+ ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা দেওয়া হেয়ছে। আর দুটি ফোনে ফ্রন্টে 8MP র ক্যামেরা দেওয়া হয়েছে।
আর এই ফোনের মধ্যে S9 ফোনটিতে 3000mAh য়ের ব্যাটারি আর S9+ ফোনে 3500mAh য়ের ব্যাটারি দেওয়া হয়েছে।
আমরা যখন ভারতে এই ফোনটি আসতে দেখি তখন এই iPhone X ফোনটি অ্যাপেল iPhone XS য়ের মতনই বলা জাউ। আর এই ফোনে অনেক কিছু দেওয়া হয়েছে আর যা iPhone X কে করা টক্কর দিতে পারবে।
Huawei P20 Pro ফোনটিতে লেটেস্ট কিরিন 970 SoC থাকবে আর এই ফোনে ডেডিকেটেড নিউরাল প্রসেসার ইউনিট (NPU) আছে আর এইফ অনে EMUI 8.1 দেওয়া হেয়ছে। আর এই ফোনে আপনারা 61. ইঞ্চির ফুল HD+ OLED ডিসপ্লে পাবেন। আর এই ফনের ফ্রন্টে হোম বটন আছে। আর এই ফোনে ট্রিপেল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে।ফোনটিতে একটি 4000mAh য়ের ব্যাটারি দেওয়া হয়েছে।
স্যামসাংয়ের S9+ ফোনটিতে কোম্পানি 6.2 ইঞ্চির কোয়াড HD+ সুপার AMOLED ডিসপ্লে দিয়েছে আর এই ফোনে IP68 সার্টিফিকেশান আছে। আর এই ফোনে আপনারা ফ্রন্টে একটি 8MP র ক্যামেরা পাবেন।
S9+ ফোনটিতে আপনারা 6GB র্যামের সঙ্গে 64GB/128GB/256GB স্টোরেজ পাবেন। আর এই ফোনে এর সঙ্গে একটি 3000mah য়ের ব্যাটারি দেওয়া হয়েছে।
Nokia 8 Sirocco ফোনটি যদি আমরা দেখি তবে এই ফোনে আপনারা একটি 5.5ইঞ্চির P-OLED ডিসপ্লে পাবেন আর এই ফোনটি বেশ পাতলা। আর কোম্পানি বলেছে যে এই ফোনটি 7.5mm পাতলা আর এই ফোনটি IP রেটিং যুক্ত। আর এই ফোনটিতে আপনারা AOP Mic ও পাবেন।
OnePlus 6 ফোনটিতে আপনারা 6.28 ইঞ্চির FHD+ 19:9 অ্যাস্পেক্ট রেশিও পাবেন। আর এটি একটি AMOLED স্ক্রিনের ফোন আর এর রেজিলিউশান 2280x1080 পিক্সাল। আর এই ফোনে স্লিম বডি দেওয়া হয়েছে। আর এই ফোনটি কর্নিং গোরিলা গ্লাস 5 য়ের প্রোটেকশান যুক্ত।
Xiaomi Mi Mix 2 ফোনটিতে আপনারা 6.4 ইঞ্চির QHD (2560x1440 pixel) ডিসপ্লে পাবেন। আর এই ফোনে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 825 অক্টা কোর প্রসেসার আছে। আর এই ফোনে দুটি সিম কার্ড স্লট আছে। আর ফোনে একটি 4500mAh য়ের ব্যাটারি দেওয়া হয়েছে।
ডিভাইসে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার হ্যান্ডসেটের ব্যাক প্যানেলে দেওয়া হয়েছে। আর এছাড়া এই ফোনে আপনারা 4G, WiFi (802.11a/b/g/n/ac) ব্লুটুথ, 4.2, A-GPS ইত্যাদি পাবেন।
Honor 10 ফোনটিতে আপনারা এমন অনেক কিছু পাবেন যা এর আগের বেশ কিছু ফোনে দেখা গেছে। এই ফোনে আপনারা একটি অ্যালুমিনিয়াম ফ্রেম পাবেন আর সঙ্গে গ্লাস ব্যাল পাবেন আর এই ফোনে দুটি আলাদা কালার ভেরিয়েন্ট পাবেন।
আমরা যদি Nokia 7 Plus ফোনটি দেখি তবে এই ফোনে আপনারা ভারতে 6 ইঞ্চির 18:9 অ্যাস্পেক্ট রেশিওর সঙ্গে পাবেন। আর এর সঙ্গে এই ফোনে 6000 সিরিজের অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি করা হয়েছে। আর এই ফোনটি দুদিএন্র ব্যাটারি লাইফ দেয় বলে কোম্পানি জানিয়েছে।
Moto X4 ফোনটিতে আপনারা কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 630 অপ্রসেসার পাবেন আর এই ফোনে 6GB র্যাম আছে। আর এই ফোনটিতে 5.2 ইঞ্চির ফুল HD ডিসপ্লে দেওয়া হেয়ছে। আর এটি গোরিলা গ্লাস 3 য়ের প্রোটেকশান যুক্ত। ফোনে একটি 3000mAh য়ের ব্যাটারি দেওয়া হয়েছে।
Moto X4 ফোনটিতে আপনারা ক্যামেরা সেটআপে একটি 12MP সেন্সার পাবেন আর দ্বিতীয়টি 8MP র সেন্স্রা পাবেন। আর এই ফনের ফ্রন্টে একটি 16MP র সেন্সার দেওয়া হয়েছে।