স্মার্টফোন কেনার আগে আমরা অনেক কিছু খেয়াল করি যে, ফোনের ক্যামেরা কেমন, ফোনের ব্যাটারি কত শক্তিশালী, বা ফোনের পার্ফর্মেন্স বা এর অপারেটিং সিস্টেম কেমন। কারন একটি ফোন কিনে আমরা সেই ফোনে যেমন মাল্টি টাস্কিং করে থাকি তেমনি একটি ফোন বেশ কয়েক বছর ব্যাবহারও করে থাকি। তাই ফোন কেনার আগে বেশ কিছু জিনিস আমাদের খেয়াল রাখতে হয়। আর আমরা এর সঙ্গে অবশ্য এও দেখে থাকি যে আমরা যে ফোনটি কিনছি লুকের দিকেও তা যেন ট্রেন্ডি হয়।
মানে একটি ফোন কিনলে সেই ফোনটি দেখতে যেন ভাল হয় যাকে এক কথায় বলে এই যে আমরা চাই যে আমাদের ফোন যেন সুন্দর দেখতে হয়। যাতে আপনার ফোন দেখেও সবাই একবার অন্তত তাকায়। আর আজকে আমরা এখানে এই সময়ের এমন কিছু ফোনের বিষয়ে বল ব যা দেখতেও দারুন। বা বলা যায় এই সময়ে আমরা এখানে সুন্দর দেখতে কিছু ফোন আপনাদের জন্য নিয়ে এসেছি। আসুন তবে আর দেরি না করে দারুন সুন্দর দেখতে ফোন গুলি দেখে নেওয়া যাক।
এই ওপ্পোফোনটিতে আপনারা 6.6 ইঞ্চির AMOLED ডিসপ্লে পাবেন। আর এই ফোনটি HDR 10+ কন্টেন্ট সাপোর্ট করতে পারে। আর এই ফোনে এর সঙ্গে আপনারা আপনারা ফ্রন্টে কর্নিং গোরিলা গ্লাস 6 য়ের প্রোটেকশান পাবেন আর এই ফোনে আছে স্ন্যাপড্র্যাগন 855 । আর এই ফোনে আপনারা দুটি র্যাম আর স্টোরেজ ভেরিয়েন্ট পাবেন। 6GB/128GB আর 8GB/256GB। আর এই ফোনে ট্রিপেল রেয়ার ক্যামেরার মেন ক্যামেরা 48MP র। ফোনে ফ্রন্টে 16MP র শার্কফিন ক্যামেরা দেওয়া হয়েছে।
এই রেডমি ফোনটিতে আপনারা 6.39 ইঞ্চির AMOLED ডিসপ্লে পাবেন। আর এই ফোনে আপনারা গ্লোরিয়াস ব্লু, ফ্লাম রেড আর কার্বন ব্ল্যাক কালারে পাবেন। আর এর সঙ্গে এই ফোনে আপনারা 7th জেনারেশান ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার পাবেন।
ক্যামেরার ক্ষেত্রে এই ফোনে আপনারা 20MP পপ আপ সেলফি ক্যামেরা পাবেন। আর ফোনটিতে আপনারা AI ট্রিপেল ক্যামেরা সেটআপ পাবেন। সেখানে আপনারা 48MP সোনি সেন্সার আর 13MP র আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আর টেলিফটো লেন্সে 13MP র ক্যামেরা পাবেন।
OnePlus 7 Pro ফোনে আপনারা একটি মেটাল বডি পাবেন আর এই ফোনে এর সঙ্গে অল গ্লাস ডিজাইন দেওয়া হয়েছে। আর এই ফোনে আপনারা ফ্রন্ট আর ব্যাক সাইডে গোরিলা গ্লস 6 য়ের প্রোটেকশান পাবেন। আর এই ফোনে আপনারা 6.67 ইঞ্চির ফুল AMOLED ডিসপ্লে দেওয়া হেয়ছে। ফোনে QHD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। আর এই ফোনে আপনারা ডিসপ্লেমেটের A+ রেটিং দেওয়া হয়েছে। ফোনে আপনারা HDR10+ সাপোর্ট পাবেন।
Redmi K20 ফোনটিতে আপনারা একটি 6.39 ইঞ্চির AMOLED ডিসপ্লে পাবেন। আর এই ফোনটিতেও 7th জেনারেশান ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আছে। আর এই ফোনে আপনারা ব্যাকে 3D কার্ভড গ্লাস ব্যাক পাবেন। আর এই ফোনে এর সঙ্গে কর্নিং গোরিলা গ্লাস 5 য়ের প্রোটেকশান দেওয়া হয়েছে।
ফোনটিতে 20MP র পপ আপ সেলফি ক্যামেরা আছে। আর এর সঙ্গে এই ফোনে আপনারা AI ট্রিপেল ক্যামেরা পাবেন। আর ফোনে 48MP র ক্যামেরার সঙ্গে 13MP আল্ট্রা ওয়াইড ক্যামেরা আছে। আর এই ফোনে আপনারা তৃতীয় ক্যামেরা 8MP র পাবেন।
এই ফোনে আপনারা অ্যান্ড্রয়েড 9 পাই পাবেন আর এই ফোনটিতে 6.26 ইঞ্চির ফুল HD+ পাঞ্চ হোল ডিসপ্লে দেওয়া হেয়ছে। ফোনে আপনারা হিলিকন কিরিন 980 পাবেন। আর এই ফোনে আপনারা ফ্রন্টে একটি 32mP র ক্যামেরা পাবেন আর এই ফোনে এর সঙ্গে 48+16+2+2MP ক্যামেরা ব্যাক সাইডে দেওয়া হয়েছে।
ফোনটিতে একটি 3750mAh য়ের ব্যাটারি দেওয়া হয়েছে।
Relame X ফোনটিতে আপনারা 6.53 ইঞ্চির FHD+ ডিসপ্লে পাবেন আর এর সঙ্গে এই ফোনে আপনারা একটি 16MP র সেলফি ক্যামেরা পাবেন। আর এই ফোনে আপনারা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার পাবেন। আর ফোনটিতে আপনারা ব্যাক সাইডে 48MP র রেয়ার ক্যামেরা পাবেন আর এর সঙ্গে এই ফোনে আপনারা 5MP র সেকেন্ডারি ক্যামের আপাবেন। আর এই ফোনে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 710 দেওয়া হয়েছে।
Black Shark 2 ফোনটিতে আপনারা 6.39 ইঞ্চির AMOLED ডিসপ্লে পাবেন আর এই ফোনে এর সঙ্গে 1080x2340 পিক্সাল রেজিলিউশান আছে। আর এই ফোনে আপনারা লিকুইড কুলিং 3 পাবেন। আর এর সঙ্গে এই ফোনে একটি 4000mAh য়ের ব্যাটারি পাবেন। আর ফোনে একটি 27W ফাস্ট চার্জ আছে।
Asus 6Z ফোনে আপনারা 6.4 ইঞ্চির ফুল HD+IPS ডিসপ্লে পাবেন। আর এই ফোনে আপনারা অক্টা কোর কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 855 পাবেন। আর এই ফোনে আপনারা 8GB র্যাম আর আর অ্যাড্রিনো 640 GPU পাবেন। ফোনে ক্যামেরা সেটআপে 48MP র ক্যামেরা দেওয়া হয়েছে যে f/1.79 অ্যাপার্চারের আর এই ফোনে এর সঙ্গে সেকেন্ডারি ক্যামেরা 13MP র যা একটি আল্ট্রা ওয়াইড ক্যামেরা।
Remi Note 7 Pro ফোনটিতে আপনারা ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে পাবেন যা একটি 6.3 ইঞ্চির ডিসপ্লে। আর এই ফোনে আপনারা ফ্রন্ট আর ব্যাকে কর্নিং গোরিলা গ্লাস 5 য়ের প্রোটেকশান পাবেন। আর এই ফোনে এর সঙ্গে আপনারা কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 855 পাবেন। এই ফোনে আপনারা 48MP র ক্যামেরার সঙ্গে একটি 5MP র ক্যামেরা পাবেন। আর এই ফোনে ফ্রন্টে একটি 13MP র ক্যামেরা দেওয়া হয়েছে।
Oppo F11 ফোনটিতে আপনারা পপ আপ সেলফি ক্যামেরা পাবেন। আর এই ফোনে 6.5 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছে। আর এই ফোনে আপনারা 4000mAh য়ের ব্যাটারি পাবেন। আর এই ফোনে আপনারা এর সঙ্গে মিডিয়াটেক হেলিও P20 SoC পাবেন।
ফোনটিতে আপনারা ডুয়াল ক্যামেরা সেটআপ পাবেন আর এই ফোনের প্রাইমারি ক্যামেরা 48MP র আর এই ফোনে এর সঙ্গে আপনারা একটি 5MP র ক্যামেরা পাবেন। আর ফোনটির ফ্রন্টে একটি 16MPর ক্যামেরা পাবেন।
Vivo V15 Pro ফোনে আপনারা একটি ট্রিপেল ক্যামেরা সেটআপ পাবেন আর এর সঙ্গে এই ফোনে আপনারা 32MP র পপ আপ ক্যামেরা পাবেন। আর এই ফোনে এর সঙ্গে একটি 6.53 ইঞ্চির FHD+ IPS LCD ডিসপ্লে দেওয়া হয়েছে। আর এই ফোনে আপনারা এর সঙ্গে হেলিও P70 অক্টা কোর প্রসেসার পাবেন। আর এই ফোনে আপনারা 6GB র্যাম আর 64GB স্টোরেজ পাবেন। আর এই ফোনে এর সঙ্গে 4000mAh য়ের ব্যাটারি আছে।
Redmi Note 7s ফোনে আপনারা একটি 6.3 ইঞ্চির ফুল HD+ ডট নচ ডিসপ্লে পাবেন। আর এই ফোনে কার্ভড 2.5D ব্যাক আর ফ্রন্ট দেওয়া হয়েছে। ফোনে আপনারা গোরিলা গ্লাস 5 য়ের প্রোটেকশান পাবেন।
ক্যামেরার ক্ষেত্রে এই ফোনে আপনারা 48MP র ক্যামেরা পাবেন আর এই ফোনের এই ক্যামেরা f/1.8 অ্যাপার্চারের। ফোনটিতে একটি 5MP র সেকেন্ডারি ক্যামেরা দেওয়া হয়েছে। আর এই ফোনে ফ্রন্টে 13MP র ক্যামেরা দেওয়া হয়েছে।
এই ভিভো ফোনটিতে আপনারা একটি 6.39 ইঞ্চির সুপার AMOLED ডিসপ্লে পাবেন। আর এই ফোনে এর সঙ্গে রেয়ারে আর একটি ডিসপ্লে দেওয়া হয়েছে যা 5.49 ইঞ্চির আর এটি 1920x1080 পিক্সাল রেজিলিউশানের। এই ফোনে আপনারা কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 845 পাবেন। আর এই ফোনে এর সঙ্গে 10GB র্যাম আর 128GB র স্টোরেজ দেওয়া হয়েছে।
এই স্পেশাল নুবিয়া ফোনে আপনারা একটি 6 ইঞ্চির FHD+ ডিসপ্লে পাবেন। আর এই ফোনে আপনারা কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 845 প্রসেসার দেওয়া হয়েছে। আর এই ফোনে এর সঙ্গে 8GB র্যাম আর 10GB র্যাম অপশান আছে। আর এই ফোনে আপনারা এর সঙ্গে 128GB আর 256GB স্টোরেজ অপশান পাবেন।
এই স্পেশাল এডিশানফোনটিতে আপনারা অ্যান্ড্রয়েড 9 পাই পাবেন। আর এই ফোনে এর সঙ্গে একটি 6.41 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছে। আর এই ফোনে আপনারা কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 845 SoC পাবেন।
এটি একটি ম্যাকলারেন এডিশান ফোন ডুয়াল রেয়ার ক্যামেরার সেটআপের সঙ্গে এসেছে, আর এই ফোনে এর সঙ্গে আপনারা সোনির সেন্সার অপাবেন যা 16MP প্রাইমারি লেন্স যুক্ত। আর এই ফোনে এর সঙ্গে আপনার একটি 20MP র ক্যামেরা পাবেন।