ভারতে এই সময়ে গেমিং বা বলা ভাল যে মোবাইল গেমিংয়ের দারুন রমরমা চলছে। বা বলা ভাল এই সময়ে ভারতের মোবাইল ইউজার্সদের মধ্যে দশ জনের মধ্যে কম করে পাঁচ জনই মোবাইল গেমিং করে থাকেন। আর শুধু তাই না মোবাইল গেমিং য়ের বড় বাজার হিসাবে এও এখন ভারতের নাম উঠে আসছে। তার প্রমান আমরা ভারতে আসতে চলা PUBG লাইট থেকেও পাচ্ছি।
তবে এসবের মধ্যে থেকে সত্যি বলতে কি গ্রাহকরা অনেক সময়েই গেমিং ফোনের দাম নিয়ে চিন্তায় থাকেন। আর কম দামে ভাল কি গেমিং ফোন পাওয়া যায় তার খোঁজ করে থাকেন। আর আজকে আমরা এখানে আপনাদের এই সময়ে ভারতের এমন কিছু গেমিং ফোনের বিষয়ে বলব যার দাম 20,000 টাকার মধ্যে। মানে কম দামের কিছু সেরা গেমিং ফোনের বিষয়ে আজকে আমরা আপনাদের জানাব।
আপনারা এই স্যামসাং ফোনে ফুলHD+ 6.4 ইঞ্চির ইনিফিনিটি U ডিসপ্লে পাবেন আর এই ফোনে কোম্পানি 32GB আর 64GB দুটি ইন্টারনাল স্টোরেজ পাবেন, আর এই ফোনে 6.4 ইঞ্চির ফুল HD+ডিসপ্লে আছে। আর এই ফোনে ইনিফনিটি U সুপার AMOLED ডিসপ্লে আছে। আর এই স্যামসাং ফোনে আপনারা 6GB র্যাম আর এক্সিয়ন্স 9610 পাবেন।
স্যামসাং A সিরিজের এই ফোনে আছে 4000mAh য়ের ব্যাটারি। আর এই ফোনটি ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
আপনারা এই আসুস ফোনে 6.2 ইঞ্চির FHD+ ডিসপ্লে পাবেন। ফোনটিতে কর্নিং গোরিলা গ্লাস 6 য়ের প্রোটেকশান দেওয়া হয়েছে। আর এই ফোনে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 660 SoC আছে। আর এই ফোনে আপনারা 5000mAh য়ের ব্যাটারি পাবেন।
ফোনে 12MP আর 5MP র ক্যামেরা আছে। আর এই আসুস ফোনে ফ্রন্টে একটি 13MP র ক্যামেরা দেওয়া হয়েছে।
Poco F1 ফোনটিতে আপনারা হাই এন্ড চিপসেট পাবেন আর এর সঙ্গে এই ফোনে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 845 দেওয়া হয়েছে আর এই ফোনটি লিকুইড কুলিং সিস্টেম যুক্ত। আর এর সঙ্গে এই ফোনে আপনারা 12+5MP র ডুয়াল ক্যামেরা পাবেন।
ফোনটিতে একটি 6.18 ইঞ্চির FHD+ ডিসপ্লে আছে আর এই ফোনে আপনারা 4000mAh য়ের ব্যাটারি পাবেন।
Redmi Note 7 Pro ফোনটিতে আপনারা 6.3 ইঞ্চির FHD+ ডিসপ্লে পাবেন আর এই ফোনের অ্যাস্পেক্ট রেশিও 19:5:9 । আর এই ফোনে আপনারা কর্নিং গোরিলা গ্লাস 5 য়ের প্রোটেকশান পাবেন। আর এই ফোনে আপনারা কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 675 আছে।
এই রেডমি ফোনে 4000mAh য়ের ব্যাটারি আছে যা কুইক চার্জ 4(18W) সাপোর্ট আছে আর এটি কোম্পানির প্রথম ফোন যা এই চার্জিং প্রযুক্তি যুক্ত। এই ফোনে আপনারা USB Type C পোর্ট পাবেন।
Oppo K1 ফোনটিতে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 660 আছে। আর এই ফোনে 4GB র্যামের সঙ্গে 64GB স্টোরেজ দেওয়া হয়েছে। আর এই ফোনটির স্টোরেজ মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে এক্সপেন্ড করা যায় না। আর ফোনটির একটি ব্যাক সাইড এই যে এই সময়ের সব ফোন যখন অ্যান্ড্রয়েড 9 পাই য়ের সঙ্গে আসছে তখন এই ফোনটি অ্যান্ড্রয়েড 8.1 ওরিওর সঙ্গে লঞ্চ করা হয়েছে।
Oppo K1 ফোনটিতে 3600mAh য়ের ব্যাটারি আছে। আর এই ফোনে আপনারা ডুয়াল রেয়ার ক্যামেরাতে 16+2MP ক্যামেরা পাবেন আর এর সঙ্গে এই ফোনে আছে 25MP র একটি ফ্রন্ট ক্যামেরা।
এই ফোনে আপনারা কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 660 SoC পাবেন আর এর সঙ্গে এই ফোনে একটি 3500mAh য়ের ব্যাটারি দেওয়া হয়েছে। আর এই ফোনটিতে 6.3 ইঞ্চির ফুল HD+ IPS LCD স্ক্রিন আছে।
এই ফোনটি আপনারা ব্ল্যাক সি, আইস লেক আর ব্লু ওশান কালারে কিনতে পারবেন।
এই ভিভো ফোনটতে আপনারা একটি 6.1 ইঞ্চির সুপার EMOLED নচ ডিসপ্লে পাবেন আর এই ফোনে একটি AI নির্ভর অক্টা কোর কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 660 আছে।আ র এ ফোনে 6GB র্যামের সঙ্গে 64GB স্টোরেজ দেওয়া হয়েছে। আর এই ফোনটির স্টোরেজ মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে এক্সপেন্ড করা যায়। আর এ ফোনে একটি 3,260mAh য়ের ব্যাটারি আছে।
আরও একটি রিয়েলমি ফোন এই তালিকায় জায়গা করে নিয়েছে। এই ফোনটিতে আপনারা 6.3 ইঞ্চির FHD+ ডিসপ্লে পাবেন আর এই ফোনে IPS LCD ডিসপ্লে দেওয়া হয়েছে। আর এই ফোনটির অ্যাস্পেক্ট রেশিও 19:5:9। আর এই ফোনে আপনারা মিডিয়াটেক হেলিও P70 SoC পাবেন। আর এর সঙ্গে এই ফোনটি দুটি র্যাম আর স্টোরেজ ভেরিয়েন্টে এসেছে। এর স্টোরেজ কে মাইক্রো এসডি কার্ড দিয়ে 256GB পর্যন্ত এক্সপেন্ড করা যায়।
Honor Play ফোনে আপনারা 6.3 ইঞ্চির HD+ IPS LCD ডিসপ্লে আছে। আর এই ফোনে ডিসপ্লে নচ আছে যেখানে ফ্রন্ট ক্যামেরা, ইয়ারপিস আর সেন্সার আছে। ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে।
Realme 3 Pro ফোনটিতে আপনারা একটি 6.3 ইঞ্চির নচ ডিসপ্লে পাবেন আর এ ফোনে কর্নিং গোরিলা গ্লাস 5 য়ের প্রোটেকশান দেওয়া হয়েছে। এই ফোনটিতে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 710 অক্টা কোর আছে। আর এই ফোনে গেমিং অভিজ্ঞতা ভাল করার জন্য হাইপার বুস্ট 2.0 দেওয়া হয়েছে। আর এই ফোনে আপনারা 4045mAh আছে। ফোনটি CABC মোড সাপোর্ট করে যা ব্যাটারি লাইফ কে 10% এক্সট্রা এক্সপেন্ড করে।