আপনি যে কোন নেটওয়ার্কই ব্যাবহার করুন না কেন মানে আপনি এয়ারটেল, ভোডাফোন, জিও বা BSNL যে নেটওয়ার্কই ব্যাবহার করুন না কেন আজকে আমরা এখানে আপনাদের সেই সব নেটওয়ার্কের বিষয়েই জানাব। আর এখানে আমরা আপনাদের যে প্ল্যান গুলি জানাব আপনাদের সেই প্ল্যান গুলি পছন্দ হবে বলেই আশা রাখি।
এখানে আমরা যে সব প্ল্যানের কথা জানাব তা ইন্টারনেট পরিষেবা আর কল ফেসিলিটি সব রকমের সুবিধা যুক্ত হবে। মানে এক কথায় আজকে এখানে আমরা আপনাদের একাধিক দারুন সব প্ল্যানের কথা জানাবা। ভারতের বড় সমস্ত টেলিকম কোম্পানির প্ল্যানই এখানে আমরা আপনাদের জানাব।
আপনারা যদি বেশি ডাটা প্ল্যান ব্যাবহার করেন তবে এই রিলায়েন্স জিওর প্ল্যানটি আপনাদের কাজে লাগবে। আপনারা এই প্ল্যানে এর সঙ্গে ভয়েস কল আর SMS য়ের সুবিধাও পাবেন। আর এই লেটেস্ট প্রিপেড প্ল্যানে আপনারা প্রতিদিন 5GB ডাটা পাবেন আর আপনারা যদি ভাবেন যে এই প্ল্যানে আপআন্রা শুধু ডাটার সুবিধা পাবেন তবে তে ঠিক নয়।
আপনারাএই লেটেস্ট প্ল্যানে কোন FUP লিমিট পাবেন না আর এতে 100টি SMS য়ের সুযোগও আছে। আর এর সঙ্গে আপনারা এই প্ল্যানটি 28 দিনের বৈধতার সঙ্গে পাবেন। আর এই প্ল্যানে আপনারা ডাটা কলিং আর SMS পাবেন। আর এই প্ল্যাএন আপনারা জিওর অ্যাপের অ্যাক্সেসও পাবেন। এতে আপনারা জিও টিভি, জিও সিনেমা জিও মিউজিকের সুবিধা পাবেন।
ভোডাফোনের এই 189 টাকার প্ল্যানে আপনারা SMS বেনিফিটের সঙ্গে ভয়েসা আর ডাটা অফারও পাবেন। আর এর সঙ্গে আপনারা এতে প্রতিদিন 250 মিনিটের FUP লিমিট পাবেন। আর এতে গ্রাহকরা প্রতি সপ্তাহে 1000 মিনিটের ব্যাবহার করতে পারবেন। আর এই FUP লিমিট শেষ হলে গ্রাহকরা প্রতি সপ্তাহে 100 টি ইউউনিক নাম্বারে আউটগোয়িং কল করতে পারবেন। আর এই প্ল্যানটি 56 দিনের জন্য বৈধ।
ভোডাফোনের 279 টাকার প্ল্যানে আপনারা 84 দিনের বৈধতা পাবেন। আর এর সঙ্গে SMS য়ের সুবিধা নেই। আর এই আনলিমিটেড ভয়েস কল 4GB 3G/4G ডাটা অফার করে।
রিলায়েন্স জিওর এই 198 টাকার প্রিপেড প্ল্যানে আপনারা 28 দিনের বৈধতা পাবেন।আ র এর সঙ্গে এটি 56GB 4G ডাটা অফার করে। আর এর মানে এই যে আপনারা প্রতিদিন 2GB ডাটা পাবেন। আর গ্রাহকরা প্রতিদিন 100 টি SMS পাবেন কোন FUP আনলিমিটেড ভয়েস কল আছে।
এয়ারটেলের এই লেটেস্ট প্রিপেড প্ল্যানে আপনারা 1GB ডাটা পাবেন। আর এর সঙ্গে আপনারা আনলিমিটেড কলিংয়ের সঙ্গে 100টি SMS পাবেন। আর এটি আপনারা 21 দিনের বৈধতার সঙ্গে পাবেন। এই প্ল্যান টি সবে লঞ্চ করা হয়েছে।
এই লেটেস্ট প্ল্যানে আপনারা 42Gb র ডাটা পাবেন আর এর সঙ্গে আপনারা এতে 3GB র ডাটা পাবেন। আর এই প্ল্যানে লেটেস্ট প্রিপেড প্ল্যানের একটি আর এতে আপনারা লোকাল STD আর ন্যাশানাল রোমিং কল পাবেন। আর সঙ্গে আছে 100টি SMS য়ের সুবিধা। আর এটি আপনারা 14 দিনের বৈধতার সঙ্গে পাবেন।
আমরা আপনাদের জানিয়েছি যে এয়ারটেলের লেটেস্ট প্ল্যান বেশি বৈধতার সঙ্গে লঞ্চ করা হয়েছে। আর এর সঙ্গে কলিং অফারও আছে। আর এখানে আপনাদের প্রতি GB ডাটার জন্য 4.3 টাকা খরচ করতে হবে। মানে এই প্ল্যানটি সব মিলিয়ে একটি দারুন প্ল্যান
BSNL য়ের আগে তাদের একাধিক প্ল্যান লঞ্চ করেছে। আর এর মধ্যে কিছু প্ল্যানে কোম্পানি পোস্টপেড প্ল্যানও এনেছে। আর BSNL একটি নতুন প্রিপেড রিচার্জ প্ল্যান এনেছে যা 2.2GB এক্সট্রা ডাটা দেবে। আর এই নতুন প্ল্যানে কোম্পানি ফেস্টিভ সিজেনে এনেছে।
আমরা যদি 186 টাকার প্ল্যানটি দেখি তবে এতে আপনারা 32.GB ডেলি ডাটা পাবেন। আর এর সঙ্গে এর বৈধতার কোন পরিবর্তন করা হয়নি। আর আপনারা এই প্ল্যানে 200 টাকার মধ্যে 89.6GB ডাটা পাবেন। আর এই প্ল্যান জিওর 198 টাকার প্ল্যান যদি দেখি তবে আপনারা সেখানে 5Gb ডাটা পাবেন।
আর এই অফার BSNL কিছু ভাল প্ল্যান এনেছে। আর আপনাদের জানিয়ে রাখি যে BSNL আনলিমিটেড প্ল্যানে আপনারা Rs 186, Rs 429, Rs 485, Rs 666, Rs 999র প্ল্যান পাবেন। আর এর সঙ্গে এই প্ল্যানে কোন আনলিমিটেড কল কোন FUP ছাড়া দেওয়া হয়েছে। আর দিল্লি আর মুম্বাইতে এই অফার কাজ করবে না। তবে এই প্ল্যানে সব জায়গায় ডাটাতে কিছু পরিবর্তন থাকতে পারে।
আমরা যদি 99 টাকার প্ল্যানটির বিষয়ে কথা বলি তবে আপনারা এই প্ল্যানে মোট 45Gb ডাটা পাবেন। আর এর সঙ্গে আপনারা এতে ডেলি ডাটা 1.5Gb পাবেন। আর এই প্ল্যাএন্র স্পিড লিমিট শেষ হলে 1Mbps হয়ে যাবে।
আমরা যদি 199 টাকার প্ল্যানটি দেখি তবে এই প্ল্যাএন আপনারা 150GB ডাটা পাবেন। আর এতে আপনারা ডেলি 5Gb ডাটা অফার পাবেন। আর এই প্ল্যানে আপনারা 20Mbps স্পিড পাবেন। আর যা ডেলি লিমিট শেষ হলে 1MBps স্পিড হবে।
আর এর সঙ্গে আপনারা অন্য প্ল্যানে মানে 299 টাকা আর 399 টাকার প্ল্যানে যথাক্রমে 10GB আর 20GB র ডেলি ডাটা আছে। আর এর স্পিড 20Mbps আর আপনারা এর লিমিট শেষ হলে 1MBps স্পিডে ডাটা পাবেন।
আমরা যদি টেলিকম টকের একটি রিপোর্ট দেখি তবে আপনাদের জানিয়ে রাখি যে BSNL তাদের 399 টাকার আর তার বেশি দামের পোস্টপেড প্ল্যানে এবার অ্যামাজন প্রাইম পরিষেবা দিচ্ছে। আর এতে গ্রাহকরা 745 টাকার আর তার ওপরের প্ল্যানে পাবেন। আর আমরা যদি এক বছরের অ্যামাজন প্রাইম পরিষেবা দেখি তবে তা 99 টাকার আর BSNL আর অ্যামাজন তাদের গ্রাহকদের জন্য এক বছরের চুক্তি করেছে।
এর জন্য আপনাদের 399 টাকা বা তার বেশি পোস্টপেড ব্রডব্যান্ড প্ল্যান নিতে হবে। আর আপনদের 745 টাকা বা তার বেশি টাকার আপগ্রেড করতে হবে। আর এর জন্য আপনাদের www.portal.bsnl.in য়ে ক্লিক করতে হবে। আর এখানে ক্লি করে অ্যামাজন অফার ব্যানারে ক্লিক করতে হবে। আর এবার আপনার BSNL নাম্বার এখানে দিতে হবে আর এবার আপনার ফোন নাম্বারে একটি OTP আসবে। আর এখানে এবার আপনাদের কাছে অ্যাক্টিভেট পপ আপ স্ক্রিন দেখা যাবে আর এবার আপনারা অ্যামাজন প্রাইম পরিষেবার সুবিধা পেতে পারবেন।
ভোডাফোনের 99 টাকার প্ল্যানে আপনারা জিওইর 98 টাকার প্ল্যানের প্রতিযোগী। আর এই পয়ানে জিও আনলিমিটেড কল আর SMS য়ের সুবিধা দিচ্ছেন আর 28 দিনের বৈধতা যুক্ত। আর 99 টাকার এই প্ল্যানে আপনারা 28 দিনের বৈধতা পাবেন।
আর এর সঙ্গে 109 টাকার প্ল্যানে আপনার 1GB ডাটা পাবনে আনলিমিটেড কলের সঙ্গে আর আপআন্রা জিও আর এয়ারটেলের আলাদা আলাদা প্ল্যানের সঙ্গে ভোডাফনের এই প্ল্যানে 250 মিনিটের ভয়েস কল পাবেন। আর এটি প্রতিদিনের হিসাবের প্ল্যান।