এই সময়ে সবাই কম বেশি সেলফি নিয়ে থাকে। আর সেলফি যাতে ভাল হয় তাই স্মার্টফোন কোম্পানি গুলিও একের পরে এক দারুন সব সেলফি ক্যামেরার ফোন নিয়ে আসে। আর এই সব ফোনের সেলফি ক্যামেরাতেও অনেক পরিবর্তন দেখা গেছে। পরিবর্তন এসেছে এদের ডিজাইনেও।
নচ থেকে শুরু করে পপ আপ সব ফ্রন্ট ক্যামেরাই এখন দারুন করে করা হচ্ছে। আর এখানে আজকে আমরা এমন কিছু স্মার্টফোন সেলফি ক্যামেরার কথা বলব যা ডুয়াল ফ্রন্ট ক্যামেরার সঙ্গে এসেছে।
Vivo V17 Pro
এই ফোনে আপনারা ডুয়াল পপ আপ ফ্রন্ট ক্যামেরা পাবেন। ফোনের ফ্রন্টে ডুয়াল ক্যামেরার একটি 32MP র ক্যামেরা।
এই ফোনটি সবে ভারতে লঞ্চ হয়েছে। ফোনে কোয়ড ক্যামেরা আছে আর সঙ্গে এই ফোনে ফ্রন্টে ডুয়াল ক্যামেরা দেওয়া হয়েছে। তবে এই দুয়াল ফ্রন্ট ক্যামেরা একটি পপ আপ ক্যামেরা। ফোনে আপনারা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার পাবেন। ফোনটি 26 সেপ্টেম্বর থেকে কেনা যাবে।
Samsung Galaxy S10 Plus
এই ফোনে আপনারা একটি 12MP র স্ট্যান্ডার্ড ওয়াইড আর টেলিফটো ক্যামেরা পাবেন। আর এই ফনের ক্যামেরা নচ ডিসপ্লেতে দেওয়া হয়েছে। আর এই ফোনে আপনারা একটি 16MP র আল্ট্রা ওইয়াইড সেন্সার আছে। আর এই ফোনে আপনারা PDAF আরOIS পাবেন।
Samsung Galaxy A80
এই ফোনে আপনারা রোটেটিং ক্যামেরা পাবেন। আর এই ফোনে সালিডিং আউট ক্যামেরা। আর ফোনটি 6.7 ইঞ্চির ডিসপ্লের সঙ্গে এসেছে। আর এইফ অনে অ্যালুমিনিয়াম কেস আছে আর ফোনে আপনারা রেয়ার গ্লাস প্যানেল আরও ভাল গ্রিপ পাবেন তার জন্য সাইডে কার্ভ পাবেন।
Xiaomi Redmi Note 6 Pro
এই শাওমি ফোনে আপনারা দুটি ক্যামেরা পাবেন আর এর প্রাইমারি সেন্সার 20MP র। আর এই ফোনে সেকেন্ডারি 2MP র ক্যামেরা পাবেন। আর এই ফোনে আপনারা একটি 6.26 ইঞ্চির ডিসপ্লে পাবেন। আর ফোনটিতে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 636 প্রসেসার দেওয়া হয়েছে। ফোনে আপনারা ব্যাক সাইডেও ডুয়াল ক্যামেরা পাবেন।
Asus 6Z
Asus 6Z ফোনের ক্যামেরাই এর অন্যতম বড় বৈশিষ্ট্য এইফনের ক্যামেরা যখন রেয়ারে দরকার তখন রেয়ারে থাকে আর দরকারের সময়ে রোটেট কে ফ্রন্টে চলে আসে। ফোনটিতে আপনারা 48MP র ম্নে ক্যামেরা আর একটি 13MP র ক্যামেরা পাবেন যা রোটেটিং ক্যামেরা। আর এই ফোনে আছে 6.4 ইঞ্চির ফুল HD+IPS ডিসপ্লে।
Huawei Y9 2019
এই হুয়াওয়ে ফোনটিতে আপনারা 13+2MP র ডুয়াল রেয়ার ক্যামেরা পাবেন। আর ফোনের ফ্রন্টে আছে 16+2MP র ডুয়াল ক্যামেরা। ফোনটিতে 4000mAh য়ের ব্যাটারি আছে।
Honor 9 Lite
এই ফোনে আপনারা 5.65 ইঞ্চির ডিসপ্লে পাবেন। আর ফোনে আছে ডুয়াল ক্যামেরা সেটআপ। আর ফোনটিতে আপনারা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ এক্সপেন্ড করা যাবে। আর এই ফোনে আপনারা 13+2MP র ক্যামেরা পাবেন। ফোনটিতে আছে 3000mAh য়ের ব্যাটারি।
Google Pixel 3 XL
এই গুগল ফোনে আপনারা 6.3 ইঞ্চির HD+ ডিসপ্লে পাবেন। আর এই ফোনে আছে 4GB র্যাম আর 64GB র ইন্টারনাল স্টোরেজ। ফোনটিতে আপনারা 12MP র রেয়ার ক্যামেরা পাবেন। আফ ফোনের ফ্রন্টে ডুয়াল ক্যামেরা দেওয়া হয়েছে।
Huawei Nova 3i
এই ফোনটিতে আপনারা ডুয়ায়ল ফ্রন্ট আর ডুয়াল রেয়ার ক্যামেরা পাবেন। ফোনে আপনারা একটি 16MP র আর একটি 2MP র ক্যামেরা পাবেন। ফিনে আছে 3,340mah য়ের ক্যামেরা।
Infinix Hot 7 Pro
এই ফোনে আপনারা ডুয়াল ক্যামেরা পাবেন। ফোনে আছে 13+2 মেগাপিক্সালের ক্যামেরা। ফোনে আপনারা পাবেন একটি 4000mah য়ের ব্যাটারি। আর এই ফোনে আপনারা 256GB পর্যন্ত স্টোরেজ এক্সপেন্ড করতে পারবেন।