শাওমির সব থেকে সস্তা কিছু স্মার্টফোন

দ্বারা Digit Bangla | আপডেট করা Sep 02 2019
শাওমির সব থেকে সস্তা কিছু স্মার্টফোন

শাওমির সব থেকে সস্তার 4G ফোন কোন গুলি? এতে আপনাদের অবাক হওয়ার বা চমকে যাওয়ার কিছু নেই। কারন এই সময়ে এই স্মার্টফোনের তালিকায় আমরা সেই সব স্মার্টফোনই দেব। আপনারা জানেন যে শাওমি একটি জনপ্রিয় স্মার্টফোনের কোম্পানি। আর বিগত কয়েক বছরের মধ্যে শাওমি যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছে। আর এই ফোন গুলি বেশ কম দামে পাওয়া যায়। আর  কম দামে অনেক কিছু দেওয়ার জন্য শাওমিও ধিরে ধিরে জনপ্রিয়তা পেয়েছে। আর আজকে আমরা এখানে সেই সব শাওমি ফোনের বিষয়েই আপনাদের জানাব।

শাওমির সব থেকে সস্তা কিছু স্মার্টফোন

Xiaomi Redmi Note 7S

এই ফোনে আপনারা একটি 48MP র ক্যামেরা পাবেন। আর ফোনে এর সঙ্গে একটি 5MP র ক্যামেরা দেওয়া হয়েছে। ফোনটির ফ্রন্টে একটি 13MP র ক্যামেরা আছে। আর এই ফোনে আপনারা 3GB /32GB র দাম 10,999 টাকায় পাবেন। আর ফোনটি হাজার টাকা দাম কমার পরে এবার 9,999 টাকায় কেনা যাবে। ফোনে একটি 6.3 ইঞ্চির ডিসপ্লে আছে।

শাওমির সব থেকে সস্তা কিছু স্মার্টফোন

Xiaomi Redmi Y3

আমরা যদি এই ফোনের স্পেসিফিকেশানের বিষয়ে বলি তবে এই শাওমি ফোনে 6.3 ইঞ্চির ফুল HD+ ডট নচ ডিসপ্লে দেওয়া হয়েছে। আর এই ডিভাইসটি 2.5D কার্ভড ব্যাক যুক্ত আর এর ব্যাক প্যানেলে কর্নিং গোরিলা গ্লাস 5 য়ের প্রোটেকশান দেওয়া হয়েছে। আর এই ডিভাইসটিকে স্প্ল্যাশ প্রুফ করার জন্য P2i ন্যানো কোটিং দেওয়া হয়েছে। ক্যামেরার ক্ষেত্রে Redmi Note 7S ফোনের প্রধান বৈশিষ্ট্য এর 48MP র ক্যামেরা যা f/1.8 অ্যাপার্চারের আর এটি নাইট মোড আর AI অপ্টিমাইজেশানের সঙ্গে এসেছে। আর রেয়ার প্যানেলে একটি 5 মেগাপিক্সালের সেকেন্ডারি ক্যামেরা দেওয়া হয়েছে আর সেলফি নেওয়ার জন্য এই ডিভাইসে 13মেগাপিক্সলাএর ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
 

শাওমির সব থেকে সস্তা কিছু স্মার্টফোন

Xiaomi Redmi GO

শাওমির Xiaomi Redmi 6 Pro ফোনটিতে আপনারা একটি 5.84 ইঞ্চির IPC LCD ডিসপ্লে পাবেন আর এই ফোনের রেজিলিউশান 1080x2280 পিক্সাল। আর এই শাওমি ফোনে আপনারা 4000mAh য়ের ব্যাটারি পাবেন। আর এই ফোনে 3GB র‍্যাম আর 32GB স্টোরেজ আছে, ফোনের স্টোরেজ মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে 256GB পর্যন্ত এক্সপেন্ড করা যায়। শাওমির ফোন Redmi 6 Pro তে বেশ কিছু কানেক্টিভিটি অপশান আছে, এর মধ্যে GPS,Wifi,HotSpot,Bluetooth , স্মার্টফোন কোয়াল্কম MSM8653 স্ন্যাপড্র্যাগন 625 প্রসেসার আছে।
 

শাওমির সব থেকে সস্তা কিছু স্মার্টফোন

Redmi Y2

Redmi Y2 ফোনটিতে শাওমি 5.99 ইঞ্চির ডিসপ্লে দিয়েছে যার অ্যাস্পেক্ট রেশিও 18:9 আর এই ফোনের পিক্সাল রেজিলিউশান 720x1440 । আর এই শাওমি ফোনে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 625 চিপসেট দেওয়া হয়েছে। আর এই ফোনে আপনারা 30380mAH য়ের ব্যাটারি পাবেন। Redmi Y2 ফোনের ক্যামেরা যদি দেখি তবে এই ফোনে ব্যাক সাইডে 12 মেগাপিক্সাল আর 5মেগাপিক্সালের ক্যামেরা আছে। আর এই ফোনে এই ডিভাইসের ফ্রন্টে AI ক্যামেরা আছে যা 16MP র ক্যামেরা দিয়েছে। আর এই ক্যামেরা ফেস রেকগজেশানের কাজ করে। সেলফি ক্যামেরাতে এর সঙ্গে একটি সেলফি লাইট আছে।
 

শাওমির সব থেকে সস্তা কিছু স্মার্টফোন

Xiaomi Redmi Note 5 Pro

Xiaomi Redmi Note 5 ফোনটিতে আপনারা Xiaomi Redmi Note 5 Pro ফোনের মতনই পাবেন আর এই ডিভাইসে 5.99 ইঞ্চির FHD+ 2160x1080 পিক্সালের IPS LCD ডিসপ্লে দেওয়া হয়েছে, যা 18:9 অ্যাস্পেক্ট রেশিও যুক্ত। আর এই ফোনে আপনারা কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 636 চিপসেট দেওয়া হয়েছে। আর এই ফোনের স্টোরেজ মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে এক্সপেন্ড করা যায়। এই ফোনে ছবি তোলার জন্য একটি ডুয়াল ক্যামেরা দেওয়া হয়েছে যা 12মেগাপিক্সাল আর 5 মেগাপিক্সালের ক্যামেরা আছে। আর এই ফম্নে আপনারা একটি 20 মেগাপিক্সালের ফ্রন্ট ক্যামেরা পাবেন। আর এর সঙ্গে এই ফোনে আছে একটি 4,000mAh য়ের ব্যাটারি।
 

শাওমির সব থেকে সস্তা কিছু স্মার্টফোন

Redmi 6

Redmi 6 ফোনে আপনারা 5.45 ইঞ্চির HD+ ডিসপ্লে পাবেন আর এই ফোনের অ্যাস্পেক্ট রেশিও 18:9। আর এই ফোনে আপনারা মেটাল ফিনিশ পাবেন আর এই ফোনটি ভালকরে গ্রিপ করার জন্য একে দারুন ডিজাইনের সঙ্গে লঞ্চ করা হয়েছে। আর রেডমি 6 ফাইন আপনারা হেলিও P22 প্রসেসার পাবেন। আর এই ফোনটি আটটি কোর যুক্ত প্রসেসারের সঙ্গে এসেছে যা 2.0Ghz ক্লকড। আর এই ডিভাইসে আপনারা ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ পাবেন, এটি প্রাইমারি সেন্সার 12 মেগাপিক্সালের আর এই ফোনের সেকেন্ডারি সেন্সার 5 মেগাপিক্সালের। আর এই ফোনে AI পোট্রেড মোড আছে। ভাল ভিডিওর জন্য এই ফোনের ক্যামেরাতে ইলেক্ট্রনিক স্টেবিলাইজেশান (EIS) দেওয়া হয়েছে।
 

শাওমির সব থেকে সস্তা কিছু স্মার্টফোন

Redmi 5

Xiaomi Redmi 5 স্মার্টফোনে আপনারা 5.7 ইঞ্চির HD+ রেজিলিউশান পাবেন আর এই ফোনে 1440x720 পিক্সাল রেজিলিউশানের সঙ্গে এসেছে। আর এই ফোনের অ্যাস্পেক্ট রেশিও 18:9। আর এই ফোনে আপনারা একটি 12মেগাপিক্সালের প্রাইমারি ক্যাএম্রা আর 5মেগাপিক্সলাএর একটি সেকেন্ডারি ক্যামেরা আছে। আর এই দুটি ক্যামেরার মাধ্যমে 1080 ভিডিও রেকর্ডিং করা যেতে পারে। আর এই ফোনে আপনারা অ্যান্ড্রয়েড 7.0 নৌগাট পাবেন যা 3300mAh য়ের ব্যাটারি যুক্ত।
 

শাওমির সব থেকে সস্তা কিছু স্মার্টফোন

Redmi 6A

Xiaomi Redmi 6A ফোনে আপনারা 5.45 ইঞ্চির HD+ ডিসপ্লে পাবেন যা 18:9 অ্যাস্পেক্ট রেশিও যুক্ত। আর এই ফোনে ব্যাক সাইডে আছে 13MP র ক্যামেরা আর ফ্রন্টে আছে একটি 5MP র ক্যামেরা। আর এই ফোনে কোম্পানি বাজেট ফোন হিসাবে ভিডিও কোয়ালিটির জন্য EIS দিয়েছে। আর এই ডিভাইসের ফ্রন্টে AI পোট্রেড মোড আছে। আর এই ফোনে অ্যান্ড্রয়েড 8.1 ওরিও দেওয়া হয়েছে। আর এই ডিভাইসে কোম্পানির MIUI 9.6 দেওয়া ইয়েছে। আর এই ফোনটি 3000mAh য়ের ব্যাটারি যুক্ত। আর এই ফোনে ফেস আনলক করা যায়। Redmi 6A 12 nm FinFETর সঙ্গে হেলিও A22 প্রসেসার যুক্ত আর এর ক্লক স্পিড 2.0GHz। আর এই ফোনটি ডুয়াল সিম সাপোর্ট করে আর এর সঙ্গে এতে একটি ডেডিকেটেড মাইক্রো SD কার্ড স্লট দেওয়া হয়েছে। আর রেডমি 6A ডুয়াল VoLTE স্ট্যান্ডার্ড সাপোর্ট করে।
 

শাওমির সব থেকে সস্তা কিছু স্মার্টফোন

Xiaomi Redmi 6 Pro

এই শাওমি ফোনটিতে আপনারা 5.84 ইঞ্চির ডিসপ্লে পাবেন। আর এই ফোনে কোয়াল্ম স্ন্যাপড্র্যাগন 625 প্রসেসার আছে। আর এই ফোনে আপনারা 4GB র‍্যাম আর 64GB স্টোরেজ পাবেন। আর এর সঙ্গে আপনারা এই ফোনের ব্যাক সাইডে 12+5 মেগাপিক্সালের ক্যামেরা পাবেন আর ফোনের ফ্রন্টে একটি 5MP র ক্যামেরা আছে।