আপনারা কি একটি বাজেট স্মার্টফোন খুঁজছেন? তবে আপনাদের জানিয়ে রাখি যে এই সময়ে দশহাজারের মধ্যে বেশ কিছু ভাল বাজেট স্মার্টফোন আছে যা আপনাদের সব কাজে আসবে। এর মধ্যে মানে এই বাজেটের মধ্যে আপনারা স্যামসাং, শাওমি, রিয়েলমি আর আসুসের মতন একাধিক ব্র্যান্ডের স্মার্টফোন পাবেন। আসুন তবে বিভিন্ন ব্র্যান্ডের সেই সব দারুন দশহাজারি স্মার্টফোন গুলি দেখে নেওয়া যাক।
এই রেডমি ফোনটিতে আপনারা একটি 6.3 ইঞ্চির ডিসপ্লে পাবেন। আর এই Redmi Note 7S ফোনটিতে ডট নচ আছে। আর এর সঙ্গে এই ফোনে আছে কর্নিং গোরিলা গ্লাসের প্রোটেকশান। আর এই ফোনে আপনারা পাবেন অক্টা কোর কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 660 SoC ।আর এই ফোনে আপনারা একটি 48MP র ক্যামেরা পাবেন। আর ফোনে আছে একটি 4000mAh য়ের ব্যাটারি।
এই রিয়েলমি ফোনটিতে আছে 6.5 ইঞ্চির ডিসপ্লে। আর এই ফোনে ক্রিস্টাল ডিজাইন দেওয়া হয়েছে।
Relmae 5 ফোনটিতে আপনারা কোয়াড ক্যামেরা পাবেন। আর এই ফোনে আছে 12MP+8MP+2MP+2MP র রেয়ার ক্যামেরা। আর এই ফোনের ফ্রন্টে আছে একটি 13MP র ক্যামেরা।
Redmi Note 7 ফোনটিতে আপনারা গ্লাস ব্যাক আর ওয়াটার ড্রপ নচ পাবেন। আর এই ফোনে আছে 6.3 ইঞ্চির LCD ডিসপ্লে আর এটি 2340x1080 পিক্সাল রেজিলিউশানের। আর এই ফোনে আপনারা কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 660 SoC পাবেন। আর এর সঙ্গে এই ফোনে আপনারা পাবেন 12nm য়ের প্রেসেসার।
Relame U1 ফোনটিতে একটি 6.3 ইঞ্চির ফুল HD+ ডিসপ্লে আছে। আর এই ফোনে আপনারা অ্যান্ড্রয়েড ওরিও পাবেন আর এই ফোনে আছে কর্নিং গোরিলা গ্লাস প্রোটেকশান। আর এর সঙ্গে এই ফোনে আপনারা 3GB র্যাম আর 32GB স্টোরেজ আর 4GB র্যাম আর 64GB স্টোরেজে কিনতে পারবেন।
এই ফোনে আপনারা মিডিয়াটেক হেলিও P60 প্রসেসার পাবেন। এই রিয়েলমি ফোনে আপনারা একটি 13MP র ফ্রন্ট ক্যামেরা পাবেন। আর এই ফোনে আহে ডুয়াল রেয়ার ক্যামেরাতে 13MP+2MP র ক্যামেরা। আর এই ফোনে আপনারা একটি 6.22 ইঞ্চির HD+ ডিসপ্লে পাবেন।
এই স্যামসাং ফোনে আপনারা একটি 6.2 ইঞ্চির LCD ইনিফিনিটি V ডিসপ্লে পাবেন। আর এই ফোনে আছে এক্সিয়ন্স 7904 প্রসেসার। আর এই ফোনে 3GB/4GB র্যাম অপশানের সঙ্গে 32GB/64GB স্টোরেজ অপশান আছে। আর এই ফোনে আপনারা একটি 5000mAh য়ের ব্যাটারি পাবেন।
LG W30 ফোনটিতে আপনারা একটি 6.26 ইঞ্চির HD+IPS ডট ফুল ভিশান ডিসপ্লে পাবেন। আর এই ফোনে আছে ডুয়াল 4G সিমের স্লট। আর এই ফোনে ক্যামেরা যদি দেখি তবে দেখা যাবে যে এই এলজি ফোনে আপনারা ট্রিপেল রেয়ার ক্যামেরা পাবেন। আর এই ফোনের ক্যামেরাতে 12MP+13MP+2 মেগাপিক্সালের ক্যামেরা আছে।
আপনারা এই LG ফোনে একটি 6.19 ইঞ্চির ফুলভিশান ডিসপ্লে পাবেন আর এই ফোনে আছে অক্টা কোর হেলিও P22 প্রসেসার। আর এই ফোনে আপনারা 3GB আর 32GB স্টোরেজ পাবেব। ফোনের ক্যামেরা যদি দেখা হয় তবে দেখা যাবে যে এই ফোনে আপআন্রা ডুয়াল রেয়ার ক্যামেরাতে 13+5MP র ক্যামেরা পাবেন। আর এই ফোনের ফ্রন্টে আছে একটি 8MP র ক্যামেরা।
আর এই ফনে আপনার এর সঙ্গে একটি 4000mAh য়ের ব্যাটারি পাবেন। আর এই ফোনে আছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সারও।
Samsung Galaxy M10 এই সিরিজের কোম্পানির প্রথম ফোন। আর এই ফোনে আহে এক্সিয়ন্স 7870 SoC । আর এই ফোনে আপনার 2Gb আর 3GB র্যাম পাবেন। আর এই ফোনের স্টোরেজ 16GB আর 32GB।
ক্যামেরা যদি আমরা দেখি তবে এই ফোনে আপনারা ডুয়াল রেয়ার ক্যামেরা পাবেন। আর এই ফোনে আছে একটি 13MP র প্রাইমারি সেন্বসার আর সঙ্গে আছে একটি 5Mp র আল্ট্রা ওয়াইড ক্যামেরা। আ ফোনে আপনারা 3400mAh য়ের ব্যাটারি পাবেন।
রিয়েলমি C2 ফোনে আপনারা একটি 6.1 ইঞ্চির ডিউড্রপ নচের ডিসপ্লে পাবেন। আর এর সঙ্গে এই ফোনে আছে একটি অক্টা কোর হেলিও P22 প্রসেসার। আর এই ফোনে আপনারা 4000mAh য়ের ব্যাটারি পাবেন। আর এই ফোনে অ্যান্ড্রয়েড 9 পাই দেওয়া হয়েছে।
ক্যামেরার দিকে ফোনে আছে একটি ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ। ফোনে আছে 13MP আর একটি 2MP র ক্যামেরা সেটআপ।