এই সময়ে ভাল ক্যামেরা যুক্ত স্মার্টফোন অনেক আছে। আর এর মধ্যে থেকে কোনটা সবার সেরা বাছা মুস্কিল হয়ে যায়। আর আজকে আমরা এই সময়ে সেরা ক্যামেরা যুক্ত স্মার্টফোনের একটি তালিকা তৈরি করার চেষ্টা করছি। আর আম আ এই ফোন গুলি এখানে নিয়ে এসেছি যা এই সময়ের স্মার্টফোনের মধ্যে সেরা ক্যামেরা অফার করে। আর যারা ছবি তুলতে পছন্দ করেন তাদের এই ফোনের তালিকাটি ভাল লাগবে বলে আসা করি। আসুন তবে এই সময়ের মানে 2018 সালের সেরা ক্যামেরা যুক্ত স্মার্টফোনের তালিকাটি আমরা দেখেনি।
Google Pixel 2 Xl
Pixel 2 XL ফোনটিতে একটি 6ইঞ্চির কোয়াড HD+OLED ডিসপ্লে দেওয়া হয়েছে আর এই ডিভাইসে 12MP র রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে আর এই ক্যামেরার অ্যাপার্চার f/1.8। আর এই ফোনে ডুয়াল পিক্সাল অটোফোকাস আর অপ্টিকাল ইমেজ স্টেবিলাইজেশান আছে। আর এছাড়া এই ফোনে ফ্রন্টে 8MP র সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে।
Apple iPhone X
আমরা জানি আপনারা নতুন সদ্য লঞ্চ হওয়া আইফোনের কথা বলবেন, তবে ফোনটি সবে সবে ভারতে লঞ্চ হয়েছে। আর এই ফোনটি অনেক দিন ধরেই ভারতের বাজারে আছে। তাই আমরা আমাদের তালিকায় এই ফোনটিকেই রেখেছি।
এই iPhone X ফোনে একটি 5.8 ইঞ্চির ডিসপ্লে যুক্ত সুপার রেটিনা ডিসপ্লের ফোন। আর এই ফোনটিতে 2436X1125 পিক্সাল রেজিলিউশান যুক্ত। আর এই ফোনে রেয়ারে ডুয়াল 12Mp ক্যামেরা দেওয়া হয়েছে। আর এই ফোনটিতে ফেস ID ফিচার আছে। আর এই ফোনের ফ্রন্টে একটি 7MP র ক্যামেরা দেওয়া হয়েছে।
Samsung Galaxy S9+
Samsung Galaxy S9+ স্মার্টফোনটিতে 6.2 ইঞ্চির কোয়াড HD+ কার্ভড সুপার AMOLED ডিসপ্লে আছে। আর এই ফোনে 12MP র ডুয়াল র্যেয়ার ক্যামেরা আর ফ্রন্তে একটি 8MP র ক্যামেরা দেওয়া হয়েছে।
Apple iPhone 8 Plus
iPhone 8 Plus ফোনটিতে রেয়ার গ্লাস প্যানলে দেওয়া হয়েছে আর এটি ওয়ারলেস চার্জিং যুক্ত। আর এই ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরাতে 12MP র ক্যামেরা দেওয়া হয়েছে। আর এই ফোনে একটি 7Mp র ফ্রন্ট ক্যামেরা আছে।
Samsung Galaxy Note 9
Samsung Galaxy Note 9 ফোনটিতে 6.4 ইঞ্চির QHD+ সুপার AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। আর এই ফোনে 12MP+12Mp র ডুয়াল ক্যামেরা র সঙ্গে ফ্রন্টে একটি 8MP র ক্যামেরা দেওয়া হয়েছে। আর এই ফোনটি ইমেজ স্টেবিলাইজেশান যুক্ত।
Samsung Galaxy Note 8
Samsung Galaxy Note 8 ফোনটিতে ব্লুটুথ 5.0 সাপোর্ট আছে আর এই ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। আর এই ফোনটি ব্যাকে 12 মেগাপিক্সালের দুটি সেন্সার আছে। আর এই ফোনটিও ইমেজ স্টেবিলাইজেশান যুক্ত। আর এই ফোনে ফ্রন্টে f/1.7 অ্যাপার্চারের সঙ্গে 8MP র ক্যামেরা দেওয়া হয়েছে।
LG V30+
LG V30+ স্মার্টফোনে একটি 6ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছে আর এর রেজিলিউশান 1440x2880 পিক্সাল। আর এই ফোনে 16 আর 13মেগাপিক্সালের রেয়ার ক্যামেরার সঙ্গে একটি 5মেগাপিক্সলাএর ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
HTC U11
HTC U11 স্মার্টফোনটিতে 5.5 ইঞ্চির ফুল HD ডিসপ্লে আছে আর এই ফোনের রেজিলিউশান 2560x1440 । আর এই ফোনে 12মেগাপিক্সালের রেয়ার ক্যামেরা আছে আর এটিউ 4K রেকর্ডিং করে। আর এর ফ্রন্টে একটি 16 মেগাপিক্সালের ক্যামেরা দেওয়া হয়েছে।
Honor View 10
এই ফোনটিতে একটি 18:9 অ্যাস্পেক্ট রেশিও যুক্ত ফোন আছে। আর এই ফোনে 5.9 ইঞ্চির ফুল HD ডিসপ্লে দেওয়া হয়েছে। আর এই ফোনটিতে 16MP+20MP র ডুয়াল রেয়ার ক্যামেরা আছে। আর এই ফোনে ফ্রন্টে 13Mp র ক্যামেরা দেওয়া হয়েছে।
OnePlus 6
OnePlus 6 ফোনটি এই বছরের বহু প্রতীক্ষিত একটি ফোনের মধ্যে অন্যতম। এই ফোনটি 6.28 ইঞ্চির FHD+ 19:9 ডিসপ্লে যুক্ত ফোন। আর এই ফোনে 16Mp সেন্সার ছাড়া আর একটি 20মেগাপিক্সালের সেন্সার দেওয়া হয়েছে। আর এই ফোনে 2X lossless জুম অপশান আছে। আর এই ফোনে ফ্রন্টে একটি 16MP র ক্যামেরা দেওয়া হয়েছে। আর এই ফোনের ক্যামেরা সেটআপের নিচে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দেওয়া হয়েছে।
BlackBerry KEY 2
BlackBErry KEY2 স্মার্টফোনটিতে কোয়ারেটি কিবোর্ড দেওয়া হয়েছে। আর এইফ অনে দুটি ক্যামেরা 12মেগাপিক্সালের সেন্সার যুক্ত। আর এই ফোনে ফোকাস ইম্প্রুভড দেওয়া হয়েছে। আর এই অফনটিতে ফ্রন্টে সেলফি নেওয়ার জন্য একটি 8Mp র ক্যামেরা দেওয়া হয়েছে।
Oppo Find X
Oppo Find X স্মার্টফোনটি 6.42 ইঞ্চির একটি AMOLED ডিসপ্লে যুক্ত ফোন। আর এই ফোনে কোম্পানির তরফে 2340X1080 পিক্সলের রেজিলিউশান দেওয়া হয়েছে। আর এই ফোনের অ্যাস্পেক্ট রেশিও 19:5:9। আর এই ফোনটিউতে পপ আপ ডুয়াল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই ফোনে 16MP আর 20MP র ডুয়াল রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। আর এই ফোনটিতে একটি 25MP র ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
OnePlus 5T
OnePlus 5T ফোনটিতে 16MP+20MP র ডুয়াল রেয়রা ক্যামের সেটআপ আছে আর এই ফোনে 3300mAh য়ের ব্যাটারি দেওয়া হয়েছে। আর এই ফোনটিতে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 835 প্রসেসার দেওয়া হয়েছে।
Sony Xperia XZ1
Sony Xperia XZ1 ফোনটিতে 19MP র মোশান আই ক্যামেরা আছে। আর এই ফোনে 19MP র প্রাইমারি ক্যামেরা আছে যার অ্যাপার্চার f/2.0। আর এই ফোনটি 960 ফ্রেমের সঙ্গে প্রতি সেকেন্ডে সুপার স্লোমোশান ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে।