এই সময়ে স্মার্টফোনের বাজারে সব থেকে বেশি ডিমান্ড অ্যান্ড্রয়েড ফোনের। আর সম্প্রতি বেশ কিছু অ্যান্ড্রয়েড ফ্ল্যাগশিপ ফোন 6GB DDR4 র্যামের সঙ্গে লঞ্চ হয়েছে আর এটি সাধাররন ল্যাপটপের র্যামের মতন। আর অন্য দিকে আমরা যদি রেজিলিউশানের বিষয়ে কথা বলি তবে এগুলি ফুল HD আর অনেক স্মার্টফোন 2K আর কিছু ফোন 4K রেজিলিউশানের। আর ক্যামেরা কোয়ালিটিতেও পরিবর্তন দেখা গেছে। তবে আপবনাদের বলে রাখি যে এই সময়ে এই ধরনের অনেক অ্যান্ড্রয়েড ফোন আছে। আর আজকে আমরা এখানে সেই সব অ্যান্ড্রয়েড ফনেরফ কথা বলব যা ভাল পার্ফর্মেন্স আর ফিচার্স অফার করে।
Note 9 ফোনটিতে 6.4ইঞ্চির QHD+ সুপার AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে আর এই ইনফিনিটি ডিসপ্লের রেজিলিউশান 2960x1440 পিক্সাল। আর এই ডিভাইসে ডেডিকেটেড বিক্সবি বটন দেওয়া হয়েছে। আর অন্য Galaxy Note লাইনআপের মতন এই ডিভাইসে S পেন দেওয়া হয়েছে। আর এই ফোনটিতে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 845 দেওয়া হয়েছে। আর এই ফোনে 8GB র্যাম আছে আর এই ফোনে রভারতিয় ভার্সানে এক্সিয়ন্স 9810 প্রসেসার আছে। আর এই ফোনটি স্যামসাংয়ের প্রথম ফোন যা 512GB র স্টোরেজের সঙ্গে এসছে। আর এই ডিভাইসে 4000mAH য়ের ব্যাটারি দেওয়া হয়েছে। আর এটি ফাস্ট চার্জিং আর ফাস্ট ওয়ারলেস চার্জিং সাপোর্ট করে।
আমরা যদি ডিসপ্লের দিকটি দেখি তবে আপনাদের বলে রাখি যে স্যামসাং গ্যালাক্সি S9 Plus ফোনটিতে আপনারা একটি 6.2 ইঞ্চির কোয়াড HD+ ডিসপ্লে পাবেন, আর এর রেজিলিউশান 1440x2960 পিক্সাল। আর আমরা যদি স্যামসাং গ্যালাক্সি S9 Plus ফোনটির বিষয়ে দেখি তবে এই ফোনে Exynos 910 অক্টা কোর প্রসেসার আছে আর এই ফোনটি ভারতে তিনটি আলাদা আলাদা র্যাম আর স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যায়।
এই স্মার্টফোনটিতে 6.1 ইঞ্চির ফুল HD+ OLED ফুল ভিউ ডিসপ্লে আছে, আর এই ডিভাইসের ফ্রন্টে হোম বটন দেওয়া হয়েছে। Huawei P20 Pro ফোনটিতে ট্রিপেল ক্যামেরা আছে। এই ফোনের 40MP RGB 1/1.7 ইঞ্চির সেন্সার, 20 MP মনোক্রোম সেন্সার আর 8MP টেলিফটো সেন্সার আছে। আর এই ফোনের ফ্রন্টে 24.8MP র ক্যামেরা আছে যা 3D পোট্রেট লাইক্ট এফেক্ট সাপোর্ট করে। আর এই ডিভাইসটি 360 টি ফেস আনলক ফিচার সাপোর্ট করে। আর এই ডিভাইসে 4000mAh য়ের ব্যাটারি আছে।
স্পেসিফিকেশান দেখলে দেখা যাবে যে এই গুগল ফোনে 5.5 ইঞ্চির ফুল HD+ ডিসপ্লে আছে আর এর অ্যাস্পেক্ট রেশিও 18:9। আর Pixel 3 ফোনে 12মেগাপিক্সালের সিঙ্গেল রেয়ার ক্যামেরা আছে। আর যার ইউজার্স এক্সপিরিয়ান্স বাড়ানোর জন্য নাইট সাইট, প্লে গ্রাউন্ড আর সুপার রেস জুমের মতন ফিচার্স যুক্ত। আর এই ফোনের ফ্রন্টে দুটি ক্যামেরা আছে যার মধ্যে একটি নর্মাল মডিউলের আর একটি ওয়াইড অ্যাঙ্গেল লেন্সের। এই ডিভাসিএর ফ্রন্টে দুটি 8MP র ক্যামেরা আছে।
এটি একটি ওয়াটার আর ডাস্ট রেজিস্টেন্স যুক্ত ফোন যা QHD ডল্বি ভিজান সার্টিফায়েড ডিসপ্লে যুক্ত আর এটি 40,000 টাকা দামের মধ্যে একটি ভাল ফোন।
Pixel 2 Xl ফোনটিতে 6 ইঞ্চির কোয়াড HD+ OLED ডিসপ্লে দেওয়া হয়েছে আর এই ফোনে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 835 চিপসেট আছে। আর Pixel 2 XL ফোনে 12MP র রেয়ার ক্যামেয়া আছে যা f/1.8 অ্যাপার্চার যুক্ত। আর এর সঙ্গে এটি ডুয়াল পিক্সাল অটোফোকাস আর অপ্টিকাল ইমেজ স্টেবিলাইজেশান যুক্ত। আর এই ফোনের ফ্রন্টে একটি 8MP র ক্যামেরা দেওয়া হয়েছে।
OnePlus6T ফোনটিতে আপনারা 6.41 ইঞ্চির অপ্টিক AMOLED ডিসপ্লে 19:5:9 ডিসপ্লে দেওয়া হয়েছে। আর এর রেজিলিউশান 2340x1080p। আর এই ফোনের পিক্সাল ডেনসিটি 402 PPI। আর স্ক্রিনে নতুন কর্নিং গোরিলা গ্লাস 6 য়ের প্রোটেকশান দেওয়া হয়েছে। আর OnePlus বলেছে যে নতুন নচ বদলালে স্ক্রিন টু বডি রেশিও 86% হয়ে যায়। আর সেখানে OnePlus 6 য়ের স্ক্রিন টু বডি রেশিও ছিল 83.8%। আর কোম্পানি বলেছগে যে ডিসপ্লে ব্রাইটনেস লেভেল, কালার অ্যাকুয়েরেসি আর কালার রেঞ্জ আরও ভাল করার জন্যও কাজ করছে।
এই ডিভাইসটিতে একটি 6.2 ইঞ্চির FHD+ এজ টু এজ নচ স্ক্রিন আছে আর এটি 1080x2246 পিক্সাল রেজিলিউশানের সঙ্গে এসেছে। আর এই ফোনের অ্যাস্পেক্ট রেশিও 19:9। আর এই ফোনটিতে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 845 চিপসেট আছে। এই ফোনে আপনারা একটি 12MP র প্রাইমারি ক্যামেরা আর একটি 8MP র সেকেন্ডারি ক্যামেরা পাবেন। আর এই ফোনের ফ্রন্টে একটি 8MP র ফ্রন্ট ক্যামেরা আছে আর এই ডিভাইসটি অ্যান্ড্রয়েড 8 ওরিওতে কাজ করে যা ZenUI নির্ভর। আর এই ফোনে আপনারা ফিঙ্গারপ্রিন্ট সেন্সারের সঙ্গে ফেস আনলক ফিচারও পাবেন।
Honor 10 ফোনটিতে 5.84 ইঞ্চির FHD+LCD ডিসপ্লে আছে যার অ্যাস্পেক্ট রেশিও 19:9। আর এই ফোনে আপনারা নচ ডিজাইনের সঙ্গে 6GB র্যাম পাবেন। আর এটি EMUI 8.1 নির্ভর অ্যান্ড্রয়েড ওরিও পাবেন। আর এই ফোনে একটি 3,400mAh য়ের ব্যাটারি আছে। আর এই ফোনটিতে একটি 24MP র প্রাইমারি আর 16MP র সেকেন্ডারি ক্যামেরা আছে। আর এই ফোনে 24MP র একটি ফ্রন্ট ক্যামেরাও দেওয়া হয়েছে।
Samsung Galaxy S8 ফোনটিতে একটি দারুন ডিজাইনের সঙ্গে এক্সিয়ন্স 8895 SoC দেওয়া হয়েছে। আর যা 10nmপ্রসেসার হিসাবে তৈরি করা হয়েছে। আর এই ফোনটি সেই সব ইউজার্সদের জন্য ভাল যারা একটি দারুন দেখতে ফোন কিনতে চান। এই ফোনের ক্যামেরা পার্ফর্মেন্স ভাল।
OnePlus 6 ফোনটিতে 6.28 ইঞ্চির একটি FHD+ 19:9 অ্যাস্পেক্ট রেশিওর ডিসপ্লে দেওয়া হয়েছে। আর এটি একটি AMOLED স্ক্রিন যুক্ত। আর এই ফোনের রেজিলিউশান 2280x1080 পিক্সাল। আর এই ফোনে স্লিম বডি ডিজাইন দেওয়া হয়েছে আর এর সঙ্গে এর গ্লাস ব্যাক ডিভাইস রেডিও ট্রান্সমিশান বাড়ায় আর স্ক্রিন গোরিলা গ্লাস 5 য়ের প্রোটেকশান যুক্ত। এই ফোনের বক্সে আপনারা একটি 3D নায়লন কেসও পাওয়া কাচ্ছে আর এটি ডাস্ট আর ওয়াটার প্রুফ।
Poco F1 ফোনটিতে 6.18 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছে আর এর অ্যাস্পেক্ট রেশিও 18:7:9 আর এটি 2.5D কার্ভড গোরিলা গ্লাস 3 য়ের প্রোটেকশান যুক্ত। এই ডিভাইসে কোয়াল্কম স্ন্যাপড্র্যাপগন 845 য়ের চিপসেট দেওয়া হয়েছে। এই ডিভাইসের স্টোরেজ মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে 256GB পর্যন্ত এক্সপেন্ড করা যায়। আর এই ফোনে অ্যান্ড্রয়েড 9.0 পাই নির্ভর MIUI 10 আছে।