এই সময়ে মানে 2019 সালে ভারতে একাধিক ফোন লঞ্চ হচ্ছে। আর এই সব স্মার্টফোন গুলি সব বাজেটের মধ্যেই লঞ্চ হচ্ছে। আর এই লঞ্চ হওয়া ফোন গুলি তাদের সেগমেন্টে নতুন কিছু আনারা চেষ্টা করছে। আর আজকে আমরা এখানে ভারতের এই সময়ের কিছু নতুন ফোনের বিষয়ে বলব, আর এখানে সব ধরনের বাজেটের ফোনই রাখা হয়েছে।
এই ফোনটিতে আপনারা একটি 5.45 ইঞ্চির IPS LCD ডিসপ্লে পাবেন। আর এই ফোনের অ্যাস্পেক্ট রেশিও 18:9। এই ফোনে অ্যান্ড্রয়েড 9 পাই দেওয়া হয়েছে আর এই ফোনটি কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 439 অক্টা কোর চিপসেট যুক্ত।
রেডমির এই ফোনটি এর মধ্যে যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছে। এই 6.3 ইঞ্চির ফোনটিতে আপনারা কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 675 পাবেন। আর এই ফোনে একটি 4000mAh য়ের ব্যাটারি আছে। ফোনটি কুইক চার্জ 4(18W) যুক্ত।
এই রিয়েলমি ফোনে আপনারা একটি 6.3 ইঞ্চির ডিউড্রপ নচ পাবেন আর এই ফোনে কর্নিং গোরিলা গ্লাস 5 য়ের প্রোটেকশান দেওয়া হয়েছে। আর এই ফোনে আপনারা কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 710 আর GPU অ্যাড্রিনো 616 পাবেন। এই ফোনে একটি 4045mAh য়ের ব্যাটারি আছে।
Relame X ফোনটি ভারতে সবে লঞ্চ করা হয়েছে, আর এই ফোনে একটি 6.53 ইঞ্চির ডিসপ্লে আছে। আর এই ফোনে এর সঙ্গে আপনারা 16MP সেলফি ক্যামেরা পাবেন। আর এই ফোনে এর সঙ্গে 48MP রেয়ার ক্যামেরার সঙ্গে 5MP র আরএকটি ক্যামেরা দেওয়া হয়েছে। আর এই ফোনে স্ন্যাপড্র্যাগন 710 চিপসেট আছে।
ভারতে এই মোটোরোলা ফোনে আপনারা 6.3 ইঞ্চির ফুল HD+ ডিসপ্লে পাবেন আর এই ফোনে অক্টা কোর স্যামসাং এক্সিয়ন্স 9609 আছে আর এই ফোনটি 4GB র্যামের সঙ্গে এসেছে। এই ফোনটি ডুয়াল LED ফ্ল্যাশের সঙ্গে এসছে। ফোনে আপনারা 48MP র ক্যামেরা পাবেন।
ওপ্পোর এই ফোনে আপবনারা একটি 6.5 ইঞ্চির ফুল HD+ ডিসপ্লে পাবেন আর এ রস্নগে এই ফোনে কোম্পানি একটি 4000mAh য়ের ব্যাটারি দিয়েছে। আর এই ফোনে মিডিয়াটেক হেলিও P70 SoC দেওয়া হয়েছে আর এই ফোনে 6GB র্যাম আর 64GB স্টোরেজ দেওয়া হয়েছে।
এই ফোনে কোম্পানি একটি অল গ্লাস ডিজাইন দিয়েছে। আর এই ফোনে 6.67 ইঞ্চির ফুল AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে আর এর সঙ্গে ফোনটিতে আপনারা QHD+ প্যানেল পাবেন। এই ফোনে একটি পপ আপ ক্যামেরা দেওয়া হয়েছে।
এই সদ্য লঞ্চ হওয়া নোকিয়া ফোনে আপনারা একটি 5.99 ইঞ্চির P-OLED ডিসপ্লে পাবেন। আর এই ফোনটি IP67 রেটিং যুক্ত আর এই ফোনে আপনারা কর্নিবং গোরিলা গ্লাস 5 য়ের প্রোটেকশান পাবেন। ফোনে 6GB র্যামের সঙ্গে 128GB স্টোরেজ আছে। ফোনটি 3320mAh য়ের ব্যাটারি যুক্ত।
এই আসুসের ফোনে আপনারা 6.4 ইঞ্চির ফুল HD+IPS ডিসপ্লে পাবেন। আর এর সঙ্গে এই ফোনে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 855 SoC র সঙ্গে এসেছে। আর এই ফোনে আপনারা 8GB র্যাম পাবেন।
ফোনটিতে 5000mAh য়ের ব্যাটারি আছে। আর এই ফোনের স্টোরেজ 256GB পর্যন্ত এসডি কার্ডের মাধ্যমে এক্সপেন্ড করা যায়।
ফোনটি তার প্রো ভেরিয়েন্টের সঙ্গেই ভারতে লঞ্চ হয়েছে। এই ফোনে আপনারা ডুয়াল রেয়ার ক্যামেরাতে 48+5MP ক্যামেরা পাবেন। আর আর এই ফোনেও কোম্পানি কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 855 পাবেন। আর এই ফোনে অ্যান্ড্রয়েড 9 দেওয়া হয়েছে।
এই ফোনটি Relame X য়ের সঙ্গেই ভারতে লঞ্চ হয়েছে। ফোনটিতে মিডিয়াটেক হেলিও P60 প্রসেসার আছে। আর এর সঙ্গে এই ফোনে 13MP ফ্রন্ট ক্যামেরার সঙ্গে 13MP+2MP র ডুয়াল ক্যামেরা দেওয়া হয়েছে।
এই ফোনটি কোম্পানির ফ্ল্যাগশিপ ফোন হিসাবে লঞ্চ হয়েছে। আর এই ফোনে আপনারা এর সঙ্গে একটি 6.39 ইঞ্চির ডিসপ্লে পাবেন। এই ফোনের ফ্রন্টে একটি পপ আপ ক্যামেরা দেওয়া হয়েছে। আর ফোনে ট্রিপেল রেয়ার ক্যামেরা আছে যা 48MP+13MP+8MP র ক্যামের আছে।
Oppo A9 ফোনটি বেশ কয়েকটি রঙে এসেছে, আর এছাড়া আপনাদের বলে রাখি যে আপনারা এটি 6.53 ইঞ্চির FHD+ স্ক্রিনের সঙ্গে পাবেন, আর এটি একটি LCD ওয়াটার ড্রপ নচের ফোন। আর এই ফোনটি একটি গোরিলা গ্লাস 5 য়ের প্রোটেকশান যুক্ত।
এই ফোনে আপনারা 4GB র্যাম আর 128GB স্টোরেজ ভেরিয়েন্ট পাবেন। আর এই ফোনে আছে 4020mAh য়ের ব্যাটারি আর এই ফোনে অ্যান্ড্রয়েড 9 পাই দেওয়া হয়েছে।
এই স্যামসাবং ফোনটিতে আপনারা পাঞ্চ হোল ক্যামেরা পাবেন। আর এই ফোনটি এই সিরিজের কোম্পানির লেটেস্ট ফোন। ফোনটিতে আপনারা কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 675 পাবেন। আর এর সঙ্গে এই ফোনে ফ্রন্টে 16MP ক্যামেরা আছে।