আপনার বাজেটের মধ্যে দারুন কিছু 4G ফোন

দ্বারা Digit Bangla | আপডেট করা May 14 2019
আপনার বাজেটের মধ্যে দারুন কিছু 4G ফোন

আপনি যদি একটি ফোন কিনতে চান আর তা যদি হয় বাজেট সেগমেন্টের 4G সাপোর্ট যুক্ত ফোন তবে এই সময়ে বাজারে এই ধরনের বেশ কিছু ফোন আছে। আর এর মধ্যে থেকে কোন ফোন নিজের পছন্দ মতন কিনতেই পারেন। আর এই 10,000 টাকা দামের ফোন। আর এই ফোন ভারতে লঞ্চ হয়েছে। এর মধ্যে বেশ কিছু ফোনই স্যামসাং, শাওমি, ইনফিনিক্স, রিয়েলমি ও ওপ্পোর ফোন আছে।

আপনার বাজেটের মধ্যে দারুন কিছু 4G ফোন

INFINIX SMART 3 PLUS

Infinix Smart 3 Plus ফোনটিতে আপনারা একটি 6.2 ইঞ্চির ডিসপ্লে পাবেন আর এই ফোনের অ্যাস্পেক্ট রেশিও 19:5:9 । আর কোম্পানির HD+ পিক্সাল রেজিলিউশানের ফোন আর কোম্পানির এই লেটেস্ট ফোনটি MediaTek Helio A22 চিপসেটের সঙ্গে এসেছে। আর Infinix Smart 3 Plus ফোনটিতে আপনারা অ্যাপস XOS-5 বেসড যা অ্যান্ড্রয়েড 9 পাই নির্ভর। আর এই ফোনে 3,500mAh য়ের ব্যাটারি দেওয়া হয়েছে। আর এই ফোনে সিকিউরিটি ফিচারে আপনারা ফিঙ্গারপ্রিন্ট সেন্সার পাবেন।

আপনার বাজেটের মধ্যে দারুন কিছু 4G ফোন

XIAOMI REDMI Y3

Redmi Y3 ফোনটিতে আপনারা 6.26 ইঞ্চির নচ ডিসপ্লে পাবেন যা  HD+ IPS LCD ডিসপ্লে পাবেন আর এই ফোনের অ্যাস্পেক্ট রেশিও 19:9। আর এই ফোনে কর্নিং গ্লাস 5 য়ের প্রোটেকশান দেওয়া হয়েছে। আর এই ফোনে আপনারা 3.5mm হেডফোন জ্যাক পাবেন আর ফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার IR ব্লাস্টার এসব দেওয়া হয়েছে। আর এই ফোনটির স্টোরেজ মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে 512GB পর্যন্ত এক্সপেন্ড করা যায়।

আপনার বাজেটের মধ্যে দারুন কিছু 4G ফোন

REDMI 7

Redmi 7 ফোনটিতে আপনারা 6.26 ইঞ্চির ডট নচ ডিসপ্লে পাবেন আর এর অ্যাস্পেক্ট রেশিও 19:9। আর এই ফোনে HD+ LCD IPS ডিসপ্লে দেওয়া হয়েছে আর এই ফোনটিতে কর্নিং গোরিলা গ্লাস 5 য়ের প্রোটেকশান দেওয়া হয়েছে। আর এই ফোনের স্টোরেজ 512GB পর্যন্ত মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে এক্সপেন্ড করা যাবে।

আপনার বাজেটের মধ্যে দারুন কিছু 4G ফোন

REALME 3

ডুয়াল সিমের ফোন Realme 3 তে আপনারা অ্যান্ড্রয়েড পাই নির্ভর কালার OS 6.0 পাবেন। আর এই ফোনে 6.2 ইঞ্চির HD+(720x1520p) ডিসপ্লে কর্নিং গোরিলা গ্লাস প্রোটেকশান আছে। আর এই ফোনের অ্যাস্পেক্ট রেশিও 19:9। আর এই ফোনে 2.1 Ghz অক্টা কোর মিডিয়াটেক হেলিও P70 প্রসেসার আছে। আর এই ফোনে আপনারা 4,230mAh য়ের ব্যাটারি পাবেন। আর এই ফোনটিতে ডিজিটাল কম্পাস, ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আর প্রক্সিমিটি সেন্সার আছে।

আপনার বাজেটের মধ্যে দারুন কিছু 4G ফোন

REDMI NOTE 7

Redmi Note 7 ফোনে আপনারা গ্লাস ব্যাক পাবেন আর ফ্রন্টে আর রেয়ার প্যানেলে 2.5D গ্লাস পাবেন। আর এই ফোনে 6.3 ইঞ্চির LCD ডিসপ্লে পাবেন যা 2340x1080 পিক্সাল রেজিলিউশানের আর এটি একটি ফুল HD+ ডিসপ্লে। আর এই ফোনে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 660 SoC পাবেন। আর এই ফোনে 14nm প্রসেসে Kryo 260 কোর্স আছে আর এই ফোনে অ্যাড্রিনো 512GPU দেওয়া হয়েছে।

আপনার বাজেটের মধ্যে দারুন কিছু 4G ফোন

OPPO A5s

Oppo A5s ফোনটিতে 6.2 ইঞ্চির ডিসপ্লে আর 720x1520 পিক্সাল রেজিলিউশান দেওয়া হয়েছে। আর এই ফোনে ওয়াটার ড্রপ নচ আছে। ফোনে আপনারা MediaTek Helio P35 SoC পাবেন আর এই ফোনে IMG GE8320 GPU দেওয়া হয়েছে। আর কানেক্টিভিটির জন্য এই ফোনে 4G VoLTE, WiFi 802.11 b/g/n, Bluetooth 4.2, GPS/GLONASS আর micro USB port য়ের অপশান দেওয়া হয়েছে।

আপনার বাজেটের মধ্যে দারুন কিছু 4G ফোন

XIAOMI REDMI 6 PRO

এই ফোনে আপনারা 5.84 ইঞ্চির FHD+ ডিসপ্লে পাবেন আর এই ফোনে একটি 1080x2280 পিক্সালের 19:9 অ্যাস্পেক্ট রেশিওর ডিসপ্লে দেওয়া হয়েছে। আর এই ফোনে আপনারা কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 625 প্রসেস্র পাবেন আর এর ক্লক স্পিড 2GHz । আর এই ফোনে আপনারা 4G LTE র সঙ্গে VoLTE, GPS ইত্যাদি পাবেন।

আপনার বাজেটের মধ্যে দারুন কিছু 4G ফোন

SAMSUNG GALAXY M10

Samsung Galaxy M10 ফোনটিতে 6.22 ইঞ্চির ইনফিনিটি V TFT HD+ স্ক্রিন দেওয়া হয়েছে যার অ্যাস্পেক্ট রেশিও 19:5:9। আর এই ফোনে কোম্পানির Exynos 7870 SoC আছে আর এই ফোনটি 2GB র‍্যাম আর 3GB র‍্যামে এসেছে, আর এই র‍্যামের সঙ্গে ফোনের স্টোরেজ ভেরিয়েন্টে যথাক্রমে 16GB আর 32GB। ফোনে ক্যামেরাতে ডুয়াল রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে এর মধ্যে একটি 13মেগাপিক্সলাএর প্রাইমারি সেন্সার যা f/1.9 অ্যাপার্চারের আর এই ফোনের দ্বিতীয় সেন্সার 5MP র সেকন্ডারি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেলের সেন্সার যা f/2.2 অ্যাপার্চারের। আর এই ফোনের ফ্রন্টে একটি 5MP র সেন্সার দেওয়া হয়েছে।
 

আপনার বাজেটের মধ্যে দারুন কিছু 4G ফোন

SAMSUNG GALAXY A10

Samsung Galaxy A10 ফোনের স্পেক্সে প্রথমেই ফোনটির ডিসপ্লে দেখা যাক এই ফোনে 6.2 ইঞ্চির HD+(720x1520p) ইনিফনিটি V ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনে অক্টা কোড় Exynos 7884 SoC দেওয়া হয়েছে। আর এই ফোনে 2GB র‍্যামের সঙ্গে 13MP র রেয়ার ক্যামেরা আর ফ্রন্টে 5Mp র ক্যামেরা দেওয়া হয়েছে। আর এই ফোনের স্টোরেজ 32GB আর এই ফোনের স্টোরেজকে মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে 512GB পর্যন্ত এক্সপেন্ড করা যাবে। আর ফোনে একটি 3,400mAh য়ের ব্যাটারি দেওয়া হয়েছে।

আপনার বাজেটের মধ্যে দারুন কিছু 4G ফোন

XIAOMI REDMI 6A

Xiaomi Redmi 6A ফোনটিতে আপনারা 5.45 ইঞ্চির HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে আর এর অ্যাস্পেক্ট রেশিও 18:9। আর এই ফোনের ব্যাকে 13MP র রেয়ার ক্যামেরা আর ফ্রন্টে 5MP র ক্যামেরা দেওয়া হয়েছে। আর এই ফোনটিতে আপনারা 3,000mAh য়ের ব্যাটারি পাবেন।