এখন স্মার্টফোন অনেক ধরনের কাজ করে। এখনকার ফোন শুধুই ফোন নয়, এখনকার ফোনের একই অঙ্গে এক সঙ্গে অনেক রূপ। এখনকার ফোনের একটা বড় কাজ হল ছবি তোলা। ফোনের তোলা ছবি এখন অনেক সময়ই ক্যামেরার ফোনের থেকেও বেশি ভাল বা তার সমতুল্য হয়। আর এখনতো স্মার্টফোনের রেয়ার ক্যামেরার থেকেও বেশি ফ্রন্ট ক্যামেরাতেই অনেক ইউজারের আগ্রহ বেশি। কারন অবশ্যই সেলফি। একটা ভাল ফ্রন্ট ক্যামেরা যুক্ত ফোনের সেলফি ও যে ভাল হবে সেই আশাতেই গ্রহাকদেরও ফ্রন্ট ক্যামেরা ভক্ত হতে বেশি দেখা যাচ্ছে। আপনিও যদি একটি ভাল ফ্রন্ট ক্যামেরা যুক্ত ফোনের সন্ধান করছেন আর আপনার বাজেট হয় Rs. 20,000 তবে আমরা এখানে এমন কিছু ফোনের খবর আপনাদের দেব যার ফ্রন্ট ক্যামেরা 13MP’র। তবে আসুন দেখে নেওয়া যাক সেরকম কিছু ক্যামেরা ফোন।
Panasonic Eluga Ray 700
দাম: Rs 9,999
এই ফোনে আপনি 13MP’র ফ্রন্ট ক্যামেরা পাবেন। আর এতে 5000mAh এর ব্যাটারি আছে। এই ফোনটি 3GB র্যাম আর 32GB ইন্টারনালস্টোরেজ যুক্ত।
Kult Beyond
দাম: Rs 6,999
Kult Beyond ফোনটিতে 13MP’র ফ্রন্ট ফেসিং ক্যামেরা আছে। এর র্যাম 3GB আর ইন্টারনাল স্টোরেজ 32GB। এই ফোনে একটি 3000mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে। এটি অ্যান্ড্রয়েড নৌগাটে কাজ করে।
Asus Zenfone Selfie ZD551KL (3GB RAM+16GB)
দাম: Rs 8,999
এই ফোনটি 13MP’র ফ্রন্ট ফেসিং ক্যামেরা যুক্ত। এটি অ্যান্ড্রয়েড নৌগাটে কাজ করে। এই ফোনের ব্যাটারি 3000mAh এর আর এর র্যাম 3GB।
Lyf Earth 2
এই ফোনটি 13MP’র ফ্রন্ট ফেসিং ক্যামেরা যুক্ত। এই ফোনের ব্যাটারি 2500mAh এর। আর এর র্যাম 3GB আর ইন্টারনাল স্টোরেজ 32GB।
Kodak Ektra
এই ফোনটিতে 13MP’র ফ্রন্ট ফেসিং ক্যামেরা দেওয়া হয়েছে। আর এই ফোনের ব্যাটারি 3000mAh এর। এতে 3GB র্যাম আর 32GB’র ইন্টারনাল স্টোরেজ আছে।
itel it1520
এই ফোনে আপনি 13MP’র ফ্রন্ট ফেসিং ক্যামেরা পাবেন। আর এতে 13MP’র রেয়ার ক্যামেরাও পাওয়া যাবে। এটি অ্যান্ড্রয়েড মার্শমেলোতে কাজ করে। এই ফোনের ব্যাটারি 2500mAh।
InFocus M680
এই ফোনটিতে 13MP’র ফ্রন্ট ফেসিং ক্যামেরা দেওয়া হয়েছে। আর এতে 5.5-ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনের র্যাম 2GB আর এর ইন্টারনাল স্টোরেজ 16GB।
Zopo Speed X
এই ফোনটিতে আপনি 13MP’র ফ্রন্ট ফেসিং ক্যামেরা পাবেন আর এর ব্যাটারি 2680 mAh এর। এই ফোনের র্যাম 3GB আর এর ইন্টারনাল স্টোরেজ 32GB।
Micromax Canvas Selfie
এই ফোনটিতে 13MP’র ফ্রন্ট ফেসিং ক্যামেরা দেওয়া হয়েছে। এটি 2GB র্যাম আর 16GB’র ইন্টারনাল স্টোরেজ যুক্ত। এই ফোনের ব্যাটারি 2300mAh এর।
Lenovo K8 Note
এই ফোনটিতে ইউজাররা 13MP’র ফ্রন্ট ফেসিং ক্যামেরা পাবে। এর এই ফোনে 13MP’র ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই ফোনের ব্যাটারি 4000mAh এর।
Samsung Galaxy J7 Max
স্যামসং এর এই ফোনে আপনি 13MP’র ফ্রন্ট ফেসিং ক্যামেরা পাবেন। এর ব্যাটারি 3300mAh এর। এটি অ্যান্ড্রয়েড নৌগাটে কাজ করে। এই ফোনের র্যাম 4GB।
আপনার জন্য যদি 13MP’র ফ্রন্ট ফেসিং ক্যামেরা কম হয় তবে আপনারা 16MP’র ক্যামেরা যুক্ত ফোনও দেখতে পারেন।
OPPO F3
এই ফোনে ইউজাররা 16MP’র ফ্রন্ট ফেসিং ক্যামেরা আছে। আর এর সঙ্গে ইউজাররা 13MP’র ফ্রন্ট ফেসিং ক্যামেরাও পাওয়া যাবে। এই ফোনটির ব্যাটারি 3200mAh এর।
ZTE Nubia M2 Lite
ZTE Nubia M2 Lite 16MP ফ্রন্ট ফেসিং ক্যামেরা যুক্ত। এতে 3000mAh এর ব্যাটারি আছে। এর র্যাম 4GB আর ইন্টারনাল স্টোরেজ 32GB।
Micromax Canvas Infinity
দাম: Rs. 9,999
Micromax Canvas Infinity ফোনটিতে 16MP’র ফ্রন্ট ফেসিং ক্যামেরা দেওয়া হয়েছে। এটি অ্যান্ড্রয়েড নৌগাটে কাজ করে। এই ফোনের র্যাম 3GB আর এর ইন্টারনাল স্টোরেজ 32GB।
আপনার যদি 16MP’র ক্যামেরা কম মনে হয় তবে আপনি 20MP’র ক্যামেরা যুক্ত কিছু ফোনও দেখতে পারেন।
Vivo V5s
এই ফোনে ইউজাররা 20MP’র ফ্রন্ট ফেসিং ক্যামেরা পাবে। আর এর সঙ্গে এতে 13 MP’র রেয়ার ক্যামেরাও পাওয়া যাবে। এটি 4GB র্যাম আর 64GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত।