এই সময়ে বেশ কিছু স্মার্টফোন কোম্পানি এবার 12GB র্যামের ফোন লঞ্চ করেছে আর কিছু এই ধরনের ফোনের কাজ চলছে। আর এখানে এই সময়ে স্যামসাং, ওয়ানপ্লাস আর শাওমির ফোনের নাম এই তালিকায় আছে। বাজারে 8GB,10Gb আর 12GB র্যামের ফনা ছে। আর এখানে আজকে আমরা সেই সব ফোনের বিষয়ে আপনাদের জানাব যা 12GB র্যাম অফার করে।
Samsung Galaxy Note 10 Plus
Samsung Galaxy Note 10 Plus ফোনটিতে অক্টা কোর স্যামসাং এক্সিয়ন্স 9825 চিপসেট আছে। এই ফোনে আপনারা মাইক্রো এসডি কার্ড দিয়ে ফোনের স্টোরেজ 1TB পর্যন্ত এক্সপেন্ড করতে পারবেন। আর এই ফোনে আছে 12GB র্যাম আর 256GB/512GB র স্টোরেজ। আর এই ফোনে আপনারা পাবেন 6.8 ইঞ্চির ডায়নামিক AMOLED ডিসপ্লে আর এটি DR10+ ডায়নামিক টোন ম্যাপিংয়ের সঙ্গে এসেছে।
OnePlus 7 Pro
OnePlus 7 Pro ফোনটিতে আপনারা 6.67 ইঞ্চির ডিসপ্লে পাবেন আর এর সঙ্গে এই ফোনে আছে ফ্লুইড AMOLED ডিসপ্লে আর ফোনটিতে আপনারা পাবেন HDR10+ সাপোর্ট। ফোনে আছে 12GB র্যাম আর 256GB র স্টোরেজ।
Asus ROG Phone2
Asus ROG Phone 2 তে আপনারা 6.59 ইঞ্চির ফুল HD+ ডিসপ্লে AMOLED রেজিলিউশান 1080x2340 পিক্সালের পাবেন। আর এই ফোনে আছে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 855+ আর এই ফোনটি 12GB LPDDR4X র্যাম আর 512GB UFS 3.0 স্টোরেজের সঙ্গে এসেছে। আর এই ফোনে আপনারা 48MP র ক্যামেরা পাবেন আর ফোনে এর সঙ্গে আছে 24MP র ফ্রন্ট ক্যামেরা।
Samsung Galaxy S10 Plus
এই ফোনটিতে আপনারা পাবেন 6.4 ইঞ্চির ডিসপ্লে। আর এই ফোনে আপনারা পাবেন ডায়নামিক AMOLED ডিসপ্লে। আর এই ফোনে আপনারা 12GB র্যাম পাবেন যা 1TB র ইন্টারনাল স্টোরেজ দেয় আর এই স্টোরেজ 512GB পর্যন্ত এক্সপেন্ড করা যায়।
Xiaomi Black Shark 2 Pro
এই ফোনটিতে আপনারা 6.39 ইঞ্চির AMOLED ডিসপ্লে পাবেন আর এর সঙ্গে এই ফোনের রেজিলিউশান 1080x2340 পিক্সাল। ফোনে আপনারা DC Dimming সাপোর্ট পাবেন আর এই ফোনে আছে 4000mAh য়ের ব্যাতারি। এটি 12GB র্যাম আর 128GB আর 256GB র স্টোরেজ যুক্ত ফোন।
ZTE Axon 10 Pro
ZTE Axon 10 Pro ফোনে আছে 12GB র্যাম আর এই ফোনে এর সঙ্গে পাবেন স্ন্যাপড্র্যাগন 855 আর ট্রিপেল রেয়ার ক্যামেরা। আর এই ফোনে আছে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট সেন্সার, ফোনে আপনারা পাবেন 6.47 ইঞ্চির কার্ভড এডজেসের ডিসপ্লে আর এই ফোনে আপনারা স্টক অ্যান্ড্রয়েড অভিজ্ঞতা পাবেন।
Nubia Red Magic 3
Nubia Red Magic 3 ফোনে আপনারা 6.65 ইঞ্চির FHD+ HDR AMOLED ডিসপ্লে পাবেন। এই ফোনে আছে একটি 5000mAh য়ের ব্যাটয়ারি। ফোনে আপনারা পাবেন কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 855 প্লাস। আর এই ফোনে আছে লিকুইড কুলিং প্রযুক্তি। আর এই ফোনে আপনারা তিনটি র্যাম অপশান পাবেন 6/8/12GB।
Xiaomi Mi 9 Transparent Edition
এই Xiaomi Mi 9 Transparent Edition য়ের ফোনটিএ 12GB র্যাম আছে আর এটি এর রেগুলার ভার্সানের থেকে একে এখানে আলাদা করেছে। আর এই ফোনে বেশি র্যাম আর স্টোরেজ আছে। ফোনে আপনার ব্যাক কভার পাবেন।
OnePlus 7T Pro McLaren এডিশান
এই ফোনটি সবে লঞ্চ হয়েছে আর এই ফোনের সঙ্গে এর রেগুলার ভেরিয়েন্টের পার্থক্য এর র্যামে। ফোনে আপনারা ট্রিপেল রেয়ার ক্যামের, কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 855 প্লাস পাবেন। আর এর সঙ্গে এই ফোনে আছে 12GB র্যাম।