30,000 টাকা দামের কিছু স্মার্টফোন

দ্বারা Digit Bangla | আপডেট করা Sep 30 2019
30,000 টাকা দামের কিছু স্মার্টফোন

ভারতে এই সময়ে 30,000 টাকা দামের মধ্যে বেশ কিছু ফোন আছে। আর এই ফোনে ক্যামেরা, পার্ফর্মেন্স, ব্যাটারি সবেতেই দারুন। আর আপনারা যদি হাজার তিরিশের মধ্যে দারুন কিছু স্মার্টফোন কিনতে চান তবে আজকে এই স্মার্টফোনের তালিকা আপনাদের পছন্দ হবে বলে মনে হয়। আসুন তবে আর দেরি না করে এই ধরনের স্মার্টফোন গুলি একবার এখানে দেখে নেওয়া যাক।

30,000 টাকা দামের কিছু স্মার্টফোন

Redmi K20 Pro

আপনারা এই রেডমি ফোনটি 6.39 ইঞ্চির AMOLED ডিসপ্লে যা অলওয়েজ অন ডিসপেল অফার করে তার সঙ্গে পাবেন। এই ফোনে আছে 7th জেনারেশান ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। আর এই ফোনে আপনারা ব্যাকে 3D কার্ভড গ্লাস ব্যাক পাবেন।

30,000 টাকা দামের কিছু স্মার্টফোন

Redmi K20

Redmi K20 ফোনটি এর প্রো ভেরিয়েন্টের সঙ্গে এক সঙ্গে লঞ্চ করা হেয়ছে। আর এই ফোনে আপনারা পাবেন অলওয়েজ অন ডিসপ্লে আর এতেও আছে 7th জেনারেশানের ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেস্নার। আর এটি 3D কার্ভড গ্লাস যুক্ত।

30,000 টাকা দামের কিছু স্মার্টফোন

OnePlus6T

OnePlus6T ফোনটিতে আপনারা 6.41 ইঞ্চির AMOLED ডিসপ্লে পাবেন। আর এই ফোনে এর সঙ্গে আপনারা 2340x1080p রেজিলিউশান পাবেন। আর এই ফোনে আপনারা কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 845SoC পাবেন। আর এই ফোনে আছে 8GB র‍্যাম।

30,000 টাকা দামের কিছু স্মার্টফোন

Samsung Galaxy A70

Samsung Galaxy A70 ফোনে আপনারা অ্যান্ড্রয়েড 9 পাই পাবেন। আর এই ফোনে আপনারা অপাবেন 6.7 ইঞ্চির ফুল HD+ ডিসপ্লে। আর এই ফোনে আছে 6Gb আর8GB র‍্যামের অপশান আর ফোনের স্টোরেজ 128Gb র যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে এক্সপেন্ড করে 512 GB পর্যন্ত করা যায়।

30,000 টাকা দামের কিছু স্মার্টফোন

Honor View 20

Honro View 20 ফোনে আপনারা অ্যান্ড্রয়েড 9 পাই নির্ভর ম্যাজিক UI 2.0 পাবেন। এই ফোনে আছে 6.4 ইঞ্চির ডিসপ্লে। ফোনে অক্টা কোর কিরিন 980 প্রসেসার দেওয়া হয়েছে। আর এই ফোনে 6GB র সঙ্গে একটি 8GB র র‍্যাম অপশানও আছে। আর এই ফোনের স্টোরেজ 128GB আর 256GBর। তবে এর স্টোরেজ এক্সপেন্ডেবেল নয়।

30,000 টাকা দামের কিছু স্মার্টফোন

Asus Zenfone 5Z

আপনারা এই আসুস ফোনটি 6.2 ইঞ্চির এজ টু এজ ডিসপ্লের সঙ্গে কিনতে পারবেন। আর এই ফোনে আপনারা কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 855 পাবেন। আর এই ফোনে এর সঙ্গে আপনারা 8GB র সর্বাধিক র‍্যামের সঙ্গে 256GB র স্টোরেজ অয়াবেন। এটি হাইব্রিড ডুয়াল সিমের ফোন।

30,000 টাকা দামের কিছু স্মার্টফোন

Vivo V15 Pro

আপনারা এই ভিভো ফোনটিতে 6.39 ইঞ্চির ডিসপ্লে পাবেন। আর এই ফোনে আছে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 675। আর এই ফোনে আপনারা 6GB র‍্যাম পাবেন আর ফোনে এর সঙ্গে আছে 128GB র ইন্টারনাল স্টোরেজ।

ফোনটিতে 48MP র মেন ক্যামেরা দেওয়া হয়েছে। আর এইফনে আছে 8MP আর একটি 5MP র ক্যামেরা।

30,000 টাকা দামের কিছু স্মার্টফোন

Poco F1

এই ফোনটিতে আপনারা হাই এন্ড চিপসেট পাবেন আর এই ফোনে আপনারা 12mP আর একটি 5MP র ক্যামেরা পাবেন। আর এই ফোনে আপনারা 4000mAh য়ের ব্যাটারি পাবেন। ফোনে আছে ফ্রন্টে একটি 20MP র ক্যামেরা।

ফোনটিতে 6.18 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছে।ফোনটি ডুয়াল VOoLTE সাপোর্ট করে।

30,000 টাকা দামের কিছু স্মার্টফোন

Oppo R17 Pro

আপনার এই ওপ্পো ফোনে পাবেন 6.4 ইঞ্চির AMOLED ফুল HD+ ডিসপ্লে। আর এই ফোনে এর সঙ্গে আপনারা পাবেন কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 710 অক্টা কোর প্রসেসার।

Oppo R17 Pro ফোনে আপনারা ট্রিপেল রেয়ার ক্যামেরা পাবেন। যা 12MP র মেন ক্যামেরা সঙ্গে  20Mp r আর একটি ক্যামেরা আর একটি TOF ক্যামেরা অফার করে। আর ফোনের ফ্রন্টে আছে একটি 25MP র ক্যামেরা।

30,000 টাকা দামের কিছু স্মার্টফোন

BlackBerry Key2 LE

আপনারা এই ব্ল্যাকবেরি ফোনে কর্নিং গোরিলা গ্লাস প্রোটেকশান পাবেন। আর এই ফোনে আছে 4.5 ইঞ্চির IPS LCD ডিসপ্লে। আর এই ফোনে আপনারা কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 636 পাবেন।