আপনারা কি 2500 টাকা দামের মধ্যেকার একটি ভাল স্মার্টফোন খুঁজছেন? তবে আজকে আপনাদের বলে রাখি যে এই দামের একাধিক ফোন আছে যা ভাল ফিচার্স অফার করে। আর এর মধ্যে এমন অনেক ফোন আছে যা হাই এন্ড ফ্ল্যাগশিপ ফোনের সঙ্গে প্রতিযোগিতা করবে। আর এই ফোনের পার্ফর্মেন্স ক্যামেরা ইত্যাদি ডিজাইনের সঙ্গে একটি ভাল অপশান। এরকম দশটি ফোনের বিষয়ে দেখা যাক।
Redmi K20 Pro
Redmi K20 Pro ফোনটিতে 6.39 ইঞ্চির AMOLED অলওয়েজ অন ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হয়েছে। আর এই ফোনে আছে HDR সাপোর্ট। এই Redmi K20 Pro ফোনটি কোম্পানি 7th জেনারেশান ইন ডিসপ্লের ফিঙ্গারপ্রিন্ট সেন্সারের সঙ্গে এনেছে। আর এই ফোনে আপনারা ডার্ক মোড, রিডিং মোড পাবেন। ফোনে আছে 3D কার্ভড গ্লাস ব্যাক আর যা কর্নিং গোরিলা গ্লাস 5 পাবেন।
Poco X2
Poco X2 ফোনে আপনারা একটি 6.67 ইঞ্চির ফুল HD+ ডিসপ্লে পাবেন। আর এই ফোনে আছে 120Hz পর্যন্ত রিফ্রেশ রেট সাপোর্ট করে। আর এই ফোনে আপনারা ইন্টেলিজেন্স ডায়ানামিক রিফ্রেশ রেট ফিচারের সঙ্গে এসেছে।
Poco X2 কোয়াড ক্যামেরার সঙ্গে এসেছে এই ফোনে আছে একটি 64Mp র মেন ক্যামেয়ার আর সঙ্গে আছে 2MP র জ্যামেরা আর 8Mp র ক্যামেরা সঙ্গে আরও একটি 2MP র ক্যামেরা। ফোনে আপনারা ফ্রন্টে 20+2Mp র ক্যামেরা পাবেন।
Realme X2
এই ফোনটিতে আপনারা 6.4 ইঞ্চির একটি 2340x1080 পিক্সাল রেজিলিউশ্নাএর সুপার AMOLED ডিসপ্লে পাবেন,। আর এই ফোনে আপনারা 4000mAh য়ের ব্যাটারি পাবেন। ফোনে আছে 30W VOOC ফ্ল্যাশ চার্জ যা 4.0 র সঙ্গে এসেছে।
Realme X2 ফোনে আপনারা একটি 32MP: র ফ্রন্ট ক্যামেরা পাবেন। আর এই ফোনে আছে 64Mp র মেন ক্যামেরা আর সঙ্গে 8MP র সুপার ওয়াইড অ্যাঙ্গেল আর একটি 2Mp র সুপার মাইক্রো ক্যামেরা আর একটি 2Mp র পোট্রেড ক্যামেরা।
Samsung Galaxy A51
এই স্যামসাং ফোনের দাম 23,999 টাকা। আর এই ফোনে আপনারা HD Plus Super AMOLED Infinity O ডিসপ্লে আছে। আর এই ফোনে আপনারা 20:9 অ্যাস্পেক্ট রেশিও পাবেন।
Vivo V17
Vivo V17 ফোনে আপনারা HD প্লাস সুপার AMOLED ডিসপ্লে পাবেন আর ফোনে স্ন্যাপড্র্যাগন 675 আছ। আর এই ফোনে আছে 8GB র্যাম আর 128GB র স্টোরেজ।
আর এই Vivo V17 ফোনে আপনারা অ্যান্ড্রয়েড 9 নির্ভর ফানটাচ OS 9.2 পাবেন,। Vivo V17 ফোনে আপনারা 48MP র মেন ক্যামেরা পাবেন আর সঙ্গে 8MP র ক্যামেরা আর দুটি 2Mp র ক্যামেরা আছে। আর এই ফোনে আপনারা ফ্রন্টে একটি 32Mp র ক্যামেরা পাবেন।
Redmi Note 8 Pro
Redmi Note 8 Pro ফোনের ডিজাইনে 64MP র ক্যামেরা আছে। আর এই ফোনে আপনারা 6.5 ইঞ্চির ডট নচ পাবেন। আর ফোনে আছে 8Mp র ক্যামেরা আর সঙ্গে 2MP র ম্যাক্রো লেন্স আর সঙ্গে একটি 2MP র ডেপথ সেন্সার। আর এই ফোনে আপনারা 20MP র ফ্রন্ট ক্যামেরা পাবেন।
Nokia 8.1
এই ফোনে আপনারা অ্যান্ড্রয়েড ওয়ান নির্ভর ফোন যা অ্যান্ড্রয়েড 9 য়ে কাজ করে। আর এই ফোনে আছে 6.18 ইঞ্চির পিওর ডিসপ্লে আর এই ফোনে আপনারা HD+ রেজিলিউশান পাবেন।
এই ফোনে আছে স্ন্যাপড্র্যাগন 710 SoC আর ফোনে আছে অ্যাড্রিনো 616 GPU আর ফোনে আপনারা পাবেন ব্যাকে 12 আর 13 মেগাপিক্সালের ক্যামেরা আর সঙ্গে আছে 20Mp র ফ্রন্ট ক্যামেরা। ফোনে আপনারা ফোনে আছে 3500mAh য়ের ব্যাটারি আর এই ফোনে আছে 18W ফাস্ট চার্জ।
Samsung Galaxy M40
M40 ফোনে আপনারা অ্যান্ড্রয়েড 9 পাই পাবেন আর এর সঙ্গে এই ফোনে আপনারা 6.3 ইঞ্চির FHD+ ডিসপ্লে পাবেন। আর এই ফোনে আপনারা গোরিলা গ্লাস 3 য়ের প্রোটেকশান পাবেন। ফোনে আছে স্ন্যাপড্র্যাগন 675 প্রসেসার। ফোনে আছে 6GB র্যাম।
স্যামসাং য়ের এই ফোনে আপনারা 32MP র ফ্রন্ট ক্যামেরা পাবেন আর ফোনে আছে একটি 5MP র ক্যামেরা আর সঙ্গে আছে 8MP র ডেপথ সেন্সার আর এই ফোনে আপনারা আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেলের ফোন পাবেন। আর এই ফোনের ফ্রন্টে আছে 16 মেগাপিক্সালের ক্যামেরা।
LG G7 ThinQ
LG G7 ThinQ ফোনে আপনারা 6.1 ইঞ্চির IPS LCD ডিসপ্লে পাবেন আর এই ফোনে আছে স্ন্যাপড্র্যাগন 845 আর ফোনে আপনারা ডুয়াল ক্যামেরা সেটআপ পাবেন।
Oppo Reno 2F
Oppo Reno 2F ফোনে আপনারা একটি 6.53-inch full-HD+ AMOLED ডিসপ্লে পাবেন। আর এই ফোনে এর সঙ্গে আপনারা 3.5mm হেডফোন জ্যাক পাবেন।