এই সময়ে স্মার্টফোনের ইন্টারনাল স্টোরেজ অত্যন্ত দরকারি একটি জিনিস। কারন ফোনের ইন্টারনাল স্টোরেজ যত বেশি হবে স্মার্টফোনে অনেক কিছু স্টোর করা তত বেশি সহজ হবে। কারন আমাদের স্মার্টফোনেই এখন স্ম্রা সব কিছু স্টোর করে রাখি। আসুন তবে আমরা আজকে এখানে এমন কিছু স্মার্টফোন দেখে নি যেগুলির ইন্টারনাল স্টোরেজ 64 GB। আর এই ফোন গুলির মধ্যে কিছু আপনার পছন্দ হলে আপনি তা সহজেই নিজের করতে পারবেন। তবে আসুন দেখা যাক 64 GB স্টোরেজের সেরা বিক্রিত স্মার্টফোন কোন গুলি।আর এর মধ্যে কোন স্মার্টফোন আপনার পছন্দ হলে তা সহজেই নিজের করতে পারবেন।
নোটঃ সাইটে ডিভাইসের দামে কিছু পরিবর্তন দেখতে পারেন, সাইটে ডিভাইসের দামের পরিবর্তন সেই সাইটের ব্যাক্তিরাই করে থাকেন।
Honor 7X (Blue, 4GB RAM + 64GB memory)
এই হনারের ফোনটিতে 64GB ইন্টারনাল স্টোরেজ পাওয়া যায়। এই ফোনটি অ্যামাজনে 15,999টাকায় কিনতে পাওয়া যাচ্ছে। এই ফোনটির র্যাম 4GB আর এই ফোনটিতে 16MP + 2MP’র ডুয়াল প্রাইমারি ক্যামেরা আর 8MP’র ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। এই ফোনটির ব্যাটারি 3340mAh এর। এখান থেকে কিনুন।
Samsung Galaxy On Nxt (Black, 64 GB) (3 GB RAM)
এই স্যামসং এর ফোনটি 12,900টাকায় ফ্লিপকার্টে কিনতে পাওয়া যাচ্ছে। এই ফোনটিতে 3 GB র্যামের সঙ্গে 64 GB’র ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। এই ফোনটিতে 13MP ‘র রেয়ার ক্যামেরা আর 8MP ‘র ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। এই ফোনটিতে 3300 mAh এর ব্যাটারি আছে। এখান থেকে কিনুন।
এই ফোনটি অ্যামাজনে আপনি 10,999টাকায় কিনতে পাওয়া যাচ্ছে। এই ফোনটিতে 64GB ইন্টারনাল স্টোরেজের সঙ্গে 4GB র্যাম দেওয়া হয়েছে। এই ফোনটির ব্যাটারি 3080mAH এর। এখান থেকে কিনুন।
Redmi Note 4 (Dark Grey, 64GB)
এই রেডমি ফোনটি আজকে অ্যামাজন থেকে 10, 999টাকায় কিনতে পাওয়া যাচ্ছে। এই ফোনটিতে 13MP ‘র প্রাইমারি ক্যামেরা আছে আর ফোনটির ব্যাটারি 4100mAH এর। এই রেডমি ফোনটিতে আপনি 5.5-ইঞ্চির ডিসপ্লে পাবেন যার রেজিলিউশান 1920 x 1080 p। এখান থেকে কিনুন।
Lenovo K8 Note (Venom Black, 4GB)
এই ফোনটি আপনি নতুন সিস্টেম আপডেটের সঙ্গে অ্যামাজন থেকে 11,999টাকায় কিনতে পারবেন। এই ফোনটিতে 13+5MP’র ডুয়াল ব্যাক ক্যামেরা দেওয়া হয়েছে। এই ফোনটির র্যাম 4GB আর এতে 4000mAH এর ব্যাটারি দেওয়া হয়েছে। এই ফোনটিতে অ্যান্ড্রয়েড v7.1.1 নৌগাট অপারেটিং সিস্টেম দেওয়া হয়েছে। এখান থেকে কিনুন।
Moto X4 (Super Black, 64 GB) (6 GB RAM)
এই মোটোরোলার ফোনটি আপনি 22,999টাকায় ফ্লিপকার্ট থেকে কিনতে পারবেন। এই ফোনটিতে 6 GB র্যামের সঙ্গে 5.2ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনটিতে 12MP + 8MP ‘র ডুয়াল রেয়ার ক্যামেরা আর 16MP ‘র ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। এই ফোনটিতে 3000 mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে। এখান থেকে কিনুন।
Samsung Galaxy On7 Prime (Black, 4GB RAM + 64GB Memory)
এই স্যামসং এর ফোনটি আপনি আজকে অ্যামাজন থেকে 12,999 টাকায় কিনতে পাওয়া যাচ্ছে। এই ফোনটিতে 13MP’র প্রাইমারি ক্যামেরা আছে। আর এর ফ্রন্ট ক্যামেরাও 13MP’র। এই ফোনটিতে 3300mAH এর ব্যাটারি দেওয়া হয়েছে। এখান থেকে কিনুন।
Honor 9i (Graphite Black, 64 GB) (4 GB RAM)
এই সুন্দর দেখতে হনারের ফোনটি আপনি ফ্লিপকার্ট থেকে 18,000টাকায় কিনতে পারবেন। এই ফোনটিতে 5.9 ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনটিতে মোট চারটি ক্যামেরা আছে। ফোনটিতে ফ্রন্টে 13MP + 2MP’র ডুয়াল ক্যামেরা আর রেয়ারে 16MP + 2MP ‘র ডুয়াল ক্যামেরা আছে। এই ফোনটিতে 3340 mAh এর ব্যাটারি আছে। এখান থেকে কিনুন।
এই জিওনির ফোনটি অ্যামাজনে 12,230টাকায় কিনতে পাওয়া যাচ্ছে। এই ফোনটিতে 16MP ‘র ফ্রন্ট ক্যামেরা আর 13 MP’র প্রাইমারি ক্যামেরা দেওয়া হয়েছে। এই ফোনটিতে 4010 mAh এর ব্যাটারি আছে। এই ফোনটি আপনি ব্ল্যাক কালার ভেরিয়েন্টে কিনতে পারবেন। এখান থেকে কিনুন।
এই হনারের ফোনটি আপনি অ্যামাজন থেকে 14,660টাকায় কিনতে পারবেন। এই ফোনটিতে 12MP ‘র ক্যামেরা আছে। এই ফোনটির র্যাম 4GBআর ইন্টারনাল স্টোরেজ 64GB। এই ফোনটিতে 3000mAh এর ব্যাটারি আছে। এই ফোনটি ব্ল্যাক কালার ভেরিয়েন্টে কিনতে পাওয়া যাচ্ছে। এখান থেকে কিনুন।
Google Pixel 2 (Just Black, 64 GB) (4 GB RAM)
গুগলের এই অন্যতম সেরা ফোনটি আপনি ফ্লিপকার্ট থেকে 49,999টাকায় কিনতে পাওয়া যাচ্ছে। এই ফোনটিতে 12.2MP’র রেয়ার ক্যামেরা আর 8MP ‘র ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। এই ফোনটি আপনি ফ্লিপকার্টে মান্থলি নো ক্সট ইন্সটলমেন্টে 4,167টাকায় কিনতে পারবেন। এই ফোনটিতে অ্যান্ড্রয়েড ওরিও 8.0.1 দেওয়া হয়েছে। এই ফোনটির ব্যাটারি 2700 mAh এর। এখান থেকে কিনুন।
OPPO F3 (Gold, 64 GB) (4 GB RAM)
এই ওপ্পোর ফোনটি আপনি ফ্লিপকার্টে 16,990টাকায় কিনতে পারবেন। এই ফোনটিতে 5.5ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনটিতে 13MP ‘র রেয়ার আর 16MP + 8MP’র ডুয়াল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। এখান থেকে কিনুন।
OPPO F3 Plus (Gold, 64 GB) (4 GB RAM)
এই ওপ্পোর ফোনটি ফ্লিপকার্ট থেকে 24,990 টাকায় কিনতে পাওয়া যাচ্ছে। এই ফোনটির নো ক্সট মান্থলি ইনস্টলমেন্ট 2,083টাকা থেকে শুরু হচ্ছে। এই ফোনটিতে 6 ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনটিতে 16M’র রেয়ার ক্যামেরা আর 16MP + 8MP’র ডুয়াল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। এখান থেকে কিনুন।
Asus Zenfone 4 Selfie (Black, 64 GB) (4 GB RAM)
এই আসুসের ফোনটি আপনি আজকে ফ্লিপকার্ট থেকে 9,999টাকায় কিনতে পারবেন। এই ফোনটিতে13MP ‘র রেয়ার ক্যামেরা আর 13MP’র ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। এই ফোনটিতে 3000 mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে। এখান থেকে কিনুন।
Samsung Galaxy C7 Pro (Navy Blue, 64 GB) (4 GB RAM)
এই স্যামসং ফোনটি আপনি আজকে ফ্লিপকার্ট থেকে 24,900 টাকায় কিনতে পারবেন। এই ফোনটির মান্থলি নো ক্সট ইন্সটলমেন্ট 2,075টাকা থেকে শুরু হচ্ছে। এই স্যামসং এর ফোনটিতে আপনি 5.7ইঞ্চির ফুল এচডি ডিসপ্লে পাবেন। আর এই ফোনটিতে 16MP রেয়ার আর 16MP ‘র ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। এই ফোনটিতে 3300 mAh এর ব্যাটারি আছে। এখান থেকে কিনুন।
Infinix Zero 5 (Sandstone Black, 64 GB) (6 GB RAM)
এই ফোনটি ফ্লিপকার্টে 19,999টাকায় কিনতে পাওয়া যাচ্ছে। এই ফোনটিতে 5.98ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনটিতে 12MP + 13MP ‘র ডুয়াল রেয়ার ক্যামেরা আর 16MP ‘র ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। এই ফোনটিতে 4350 mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে। এখান থেকে কিনুন।
Lenovo Vibe K5 Note (Silver, 64 GB) (4 GB RAM)
এই লেনোভোর ফোনটি ফ্লিপকার্ট থেকে 9,999টাকায় কিনতে পাওয়া যাচ্ছে। এই ফোনটির ইন্টারনাল স্টোরেজ 128 GB অব্দি এক্সপেন্ড করা যায়। এই ফোনটিতে 13MP’র রেয়ার ক্যামেরা আর 8MP ‘র ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। এই ফোনে 3500 mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে। এখান থেকে কিনুন।
Samsung Galaxy J7 Pro (Gold, 64 GB) (3 GB RAM)
এই স্যামসং ফোনটি আপনি ফ্লিপকার্টে 18,994টাকায় কিনতে পারবেন। এই ফোনটির মান্থলি নো ক্সট ইন্সটলমেন্ট 3,317টাকায় কিনতে পাওয়া যাবে। এই ফোনটিতে 13MP ‘র রেয়ার আর 13MP ‘র ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। এই ফোনটিতে 3600 mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে। এখান থেকে কিনুন।
VIVO V5s Perfect Selfie (Crown Gold, 64 GB) (4 GB RAM)
এই ফোনটি ফ্লিপকার্টে 15,990 টাকায় কিনতে পাওয়া যাচ্ছে। এই ফোনটির নো ক্সট মান্থলি ইন্সটলমেন্ট 2,665টাকা থেকে শুরু হচ্ছে। এই ফোনটিতে 13MP’র রেয়ার আর 20MP’র ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। এই ফোনটির ব্যাটারি 3000 mAh এর। এখান থেকে কিনুন।