এই বছরের প্রথম দিকে সাওমি আর ওয়ানপ্লাস নতুন ফোন নিয়ে আসে। আর যেটা মজার কথা তা হল এক্ষেত্রে কোন স্টক অ্যান্ড্রয়েড ব্যাবহার করা হয়েছে। স্টক অ্যান্ড্রয়েডের বেশ কিছু সুবিধা আছে আর এর যে ইন্টারফেস থাকে তা আসলে গুগলের নিজস্ব ইন্টারফেস। আর আজকে আমরা এখানে আপনাদের এমন কিছু স্মার্টফোনের বিশেয় বলব যা স্টক অ্যান্ড্রয়েডের সঙ্গে পাওয়া যায়। আসুন তবে দেখে নেওয়া যাক কিছু সেরা স্টক অ্যান্ড্রয়েড যুক্ত স্মার্টফোন।
Google Pixel 2 Xl
এই তালিকায় প্রথমেই যে নামটি উঠে আসবে তা হলে গুগলের এই স্মার্টফোনটি। এই Google Pixel 2 Xl স্মার্টফোনটিতে 6ইঞ্চির P-OLED ডিসপ্লে 18:9 অ্যাস্পেক্ট রেশিওর সঙ্গে দেওয়া হয়েছে। আর এটি কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 835 SoC যুক্ত। যাই হোক এই স্মার্টফোনে 12.2MP র রেয়ার ক্যামেরা আছে আর এটি এই সময়ের অন্যতম সেরা একটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন।
OnePLus 6
OnePlus 6, OcygenOS যুক্ত আর এটি একটি স্টক অ্যান্ড্রয়েড স্মার্টফোন। আর এতে সেই সব কিছু আছে যা স্টক অ্যান্ড্রয়েডে থাকে। এর UI স্টক অ্যান্ড্রয়েডের মতন আর এটি সহজেই অ্যাক্সেস করা যায়। আর এখানে UI তে অনেক অপটিমেস্টিক্স আছে।
Google Pixel 2
Google Pixel 2 স্মার্টফোনটিতে সেই সব কিছু আছে যা Google Pixel 2 Xl স্মার্টফোনে আছে। আর এই ফোনে একটি 5ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছে আর এটি অবশ্য এখনও স্ন্যাপড্র্যাগন 835 প্রসেসার যুক্ত। আর এই ফোনে Pixel 2 Xl য়ের মতন ক্যামেরা পাওয়া যাবে।
Nokia 8 Sirocco
MWC 2018 তে নোকিয়া তাদের অ্যান্ড্রয়ড ওয়ান প্রোগ্রামের কথা ঘোষনা করে। আর এর ফল স্বরূপ তাদের সব অ্যান্ড্রয়েদ ফোনই অ্যান্ড্রয়েড ওয়ানের ট্রিটমেন্ট পাওয়া শুরু করেছে। আর তা Nokia 8 Sirocco তে পরিবর্তিত হতে দেখা গেছে। এই স্মার্টফোনটি 5.5 ইঞ্চির P-OLED ডিসপ্লে যুক্ত ফোন, আর এটি স্ন্যাপড্র্যাগন 835 SoCযুক্ত। যাই হোক এই ফোনটি একটি ডুয়াল গ্লাস ডিজাইন যুক্ত ফোন।
Nokia 7 Plus
Nokia 7 Plus স্মার্টফোনটি 18:9 অ্যাস্পেক্ট রেশিও যুক্ত। আর এই ডিভাইসটিতে 6ইঞ্চির ডিসপ্লে আর স্ন্যাপড্র্যাগন 660SoC দেওয়া হয়েছে। এই ফোনটিতে 12MP+13MPর ডুয়াল রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে।
Nokia 6(2018)
আসল Nokia 6 স্মার্টফোনটি একটি ব্র্যান্ডেড অ্যান্ড্রয়েড ফোন আর এখন এটি পাওয়া যাচ্ছেনা আর এবার এই Nokia 6(2018) ফোনটি এরই আপডেটেড ভার্সান হিসাবে লঞ্চ করা হয়েছে। এ ফোনটিতে 5.5ইঞ্চির ডিসপ্লে আর স্ন্যাপড্র্যাগন 630SoC যুক্ত। আর এই ফোনটিতে একটি সিঙ্গেল 16MP ক্যামেরা দেওয়া হয়েছে।
Asus Zenfone Max Pro M1
Asus Zenfone Max Pro M1 ফোনটি আসুসের প্রথম স্মার্টফোন যা স্টক অ্যান্ড্রয়েডের সঙ্গে এসেছে। আর এই ফোনটিত্রে 5000mAh য়ের ব্যাটারি আছে। এই ফোনে 5.99 ইঞ্চির ডিসপ্লে আর 18:9 অ্যাস্পেক্ট রেশিও দেওয়া হয়েছে। আর এই ফোনের ব্যাকে ডুয়াল রেয়ার ক্যামেরা আছে যা 13MP+5MPর।
Xiaomi Mi A1
Xiaomi Mi A1 স্মার্টফোনটি সাওমির প্রথম স্মার্টফোন যা অ্যান্ড্রয়েড ওয়ানের সঙ্গে এসেছিল। আর এই ফোনটি অ্যান্ড্রয়েড ওরিওর ফোন। এই ফোনে 5.5ইঞ্চির ডিসপ্লে আছে এর এই ফোনের ব্যাকে ডুয়াল ক্যামেরার সেটআপ আছে আর তা 12mP ইউনিটের দুটি ক্যামেরা যুক্ত।
Moto Z2 Force
Moto Z2 Force স্মার্টফোনটি ভারতে মোটোর ফ্ল্যাগশিপ ডিভাইস হিসাবে এসেছে। আর এই ফোনটি শাটারস্লাইড ডিসপ্লে যুক্ত ফোন। আর এই ফোনটি Z সিরিজের ফোনের মতন দেখতে। এই ফোনে কোম্পানির মোটো মোড দেওয়া হয়েছে।
Moto Z2 Play
Moto Z2 Play স্মার্টফোনটি মোটো Z সিরিজের একটি অ্যাফর্ডেবেল স্মার্টফোন। আর এই ফোনে 5.5ইঞ্চির ডিসপ্লের সঙ্গে স্ন্যাপড্র্যাগন 626 SoC দেওয়া হয়েছে। আর এর ব্যাকে একটি সিঙ্গেল 12MP ক্যামেয়া আর ফ্রন্টে 5MP র ক্যামেরা দেওয়া হয়েছে।
Moto G6
যখন হার্ডওয়্যার কথা হচ্ছে আর স্টক অ্যান্ড্রয়েডের কথা তখন এই ফোনটিকে বাদ দিয়ে কথা বলা যাবে না। এই Moto G6 ফোনটি অ্যান্ড্রয়েড 8.1 Oreo যুক্ত ফোন। আর এটি দেখতেও বেশ ভাল এতে সুন্দর আর প্রিমিয়াম গ্লাস ফিনিশিং দেওয়া হেয়ছে। আর এই ফোনে ডায়াল লাইক ক্যামেরা বাম্প আছে।
Moto G5S Plus
Moto G5s Plus স্মার্টফোনটি একটি স্ট্যান্ডার্ড Moto G5Plus স্মার্টফোন। এই ডিভাইসে 3000mAh য়ের ব্যাটারি আছে আর এটি স্ন্যাপড্র্যাগন 625 SoC দেওয়া হেয়ছে। এই ফোনে একটি 5.5ইঞ্চির Full HD ডিসপ্লে দেওয়া হয়েছে।
আর আপনাদের বাজেট যদি খুব কম হয় আর আপনারা স্টক অ্যান্ড্রয়েডের ফোন চান( অ্যান্ড্রয়েড গো) তবে এই সময়ে Nokia 1, the Micromax Bharat Go, আর Lava Z50 ফোনে আপনারা তা পাবেন।