এই সময়ে স্মার্টফোনে র মধ্যে এমন সব স্মার্ট ফোন আসছে যা স্মার্টফোনের র্যামের সংজ্ঞা বদলে দিচ্ছে। একটা সময় ছিল যখন স্মার্টফোনে 2/3GB র্যামই অনেক মনে হত, আর আজকে এখন এমন সময় এসছে যখন র্যাম 4/6 ও না 8GB বা তার বেশি মানে 12GB র্যামের ফোনও আসছে।
অদুর ভবিষ্যতে হয়ত আবার আরও বেশি র্যামের ফোন আশা ও অবাক হওয়ার থাকবে না। আর আজকে এখানে আমরা আপনাদের এমন কিছু স্মার্টফোনের বিষয়ে বলব যা 8GB তার বেশি র্যাম অফার করে। তবে আসুন আর দেরি না করে সেই সব ফোন গুলি দেখে নেওয়া যাক।
Oppo A9 2019
Oppo A9 ফোনে আপনারা 6.50 ইঞ্চির ডিসপ্লে পাবেন আর এই ফোনে আছে ওয়াটার ড্রপ নচ। আর এই ফোনে আপনারা পাবেন কর্নিং গোরিলা গ্লাস 3+ য়ের প্রোটেকশান। আর এই ফোনে আপনারা কানেক্টিভিটির জন্য ডুয়াল সিম পাবেন আর ফোনে আছে অ্যান্ড্রয়েড 9 পাই। আর ফোনে আপনারা 5000mAh য়ের ব্যাটারি পাবেন।
Realme Xt
এই ফোনটি ভারতে 15,999 টাকার প্রাথমিক দামে লঞ্চ করা হয়েছে। আর এই ফোনে আপনারা তিনটি র্যাম আর স্টোরেজ ভেরিয়েন্ট পাবেন এর 4GB/64GB, 6GB/64Gb আর 8GB/128GB ভেরিয়েন্ট আছে। আর এই ফোনের 6GB আর 8GB র্যামের ফোনের দাম যথাক্রমে 16,999 টাকা আর 18,999 টাকা রাখা হয়েছে। আর এই ফোনে আপন আরা 64MP র ক্যামেরা পাবেন।
Realme 5 Pro
Relame 5 Pro ফোনটিতে আপনারা 6.3 ইঞ্চির ডিসপ্লে পাবেন আর এই ফোনে আছে কোয়াড ক্যামেরা যা 48MP+ 8MP+2MP+2MPলেন্স দিচ্ছে। আর এই ফোনে আপনারা কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 712 AIE পাবেন। আর এই ফোনে আছে 8GB/128Gb র অপশান। ফোনে আপনারা 4035mAh য়ের ব্যাটারি পাবেন।
Realme X
এই ফোনটিতে আপনারা অ্যান্ড্রয়েড 9 পাবেন, আর এর সঙ্গে এই ফোনে আছে 48MP র মেন ক্যামেরা। আর ফোনে আছে 128GB র স্টোরেজ। ফোনটিতে আপনারা দুটি র্যাম ভেরিয়েন্টে পাবেন 4GB আর 8GB আর এদের স্টোরেজ 128GBর। ফোনে আছে একটি 3,765mAh য়ের ব্যাটারি।
Oppo K3
এই ফোনে আপনারা 6.5 ইঞ্চির AMOLED ডিসপ্লে পাবেন আর ফোনে আছে ফুল HD+ ডিসপ্লে। ফোনে আপনারা অক্টা কোর কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 710 প্রসেসার পাবেন। আর এই ফোনে আছে 16MP র প্রাইমারি ক্যামেরা।
Samsung Galaxy Note 10 Plus
এই স্যামসাংফোনটিতে আপনারা 6.8 ইঞ্চির কোয়াড HD+ কার্ভড ডায়ানামিক গোরিলা গ্লাস আছে। আর এই ফোনে আপনারা পাবেন 12GB র র্যাম আর ফোনে আচঘে 256GB স্টোরেজ আর ফোনে আপনারা স্টোরেজ 512GB পর্যন্ত স্টোরেজ এক্সটেন্ড করতে পারবেন। আর এই ফোনে আপনারা পাবেন 12MP র ডুয়াল রেয়ার ক্যামেরা। আর ফোনে আছে 16মেগাপিক্সালের একটি ক্যামেরা।
OnePlus 7 Pro
আপনারা এই ফোনের ফ্রন্ট আর ব্যাকে পাবেন গোরিলা গ্লাস 6 য়ের প্রোটেকশান। আর এই ফোনে আপনারা 6.67 ইঞ্চির ফুল AMOLED ডিসপ্লে আছে। আর এই ফোনে আপনারা পাবেন HDR10+য়ের সাপোর্ট।
Xiaomi Black Shark 2
আপনারা এই ফোনে পাবেন 4000mAh য়ের ব্যাটারি আর ফোনে আছে 27W ফাস্ট চার্জিং সাপোর্ট। আর এই ফোনে আপনারা পাবেন 48+2 মেগাপিক্সালের ক্যামেরা। আর ফোনে আছে 20MP র ফ্রন্ট ক্যামেরা। আর এই ফোনে আপনারা 'dedicated memory clean up’ বটন পাবেন।
Vivo V17 Pro
আপনারা এই ফোনে পাবেন কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 675 SoC আর এই ফোনে আপনারা 6.44 ইঞ্চির সুপার AMOLED ডিসপ্লে পাবেন। আর ফোনে আছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। আর ফোনটিতে আপনারা প্রাইমারি ক্যামেরাতে পাবেন 48MP র ক্যামেরা।
OnePlus 7T
এই ফোনটি ভারতে সবে এসেছে আর এটি অ্যান্ড্রয়েড 10 য়ের সঙ্গে এসেছে। আর এই ফোনে আপনারফা পাবেন 6.55 ইঞ্চির AMOLED ডিসপ্লে। আর এই ফোনে আপন আরা 20:9 অ্যাসপেক্ট রেশিও পাবেন। আর ফোনে আছে HDR10+ সাপোর্ট।