৫ হাজার থেকে ৬ হাজার টাকার মধ্যে কিছু সেরা স্মার্টফোন

দ্বারা Aparajita Maitra | আপডেট করা Nov 14 2017
৫ হাজার থেকে ৬ হাজার টাকার মধ্যে কিছু সেরা স্মার্টফোন

আপনি যদি ৫ হাজার থেকে ৬ হাজার টাকার মধ্যে কিছু স্মার্টফোনের সন্ধান করছেন তবে আজকে আপনাদের জন্য এমন কিছু স্মার্টফোনের সন্ধান নিয়ে এসেছি যার দাম এই রেঞ্জের মধ্যে। এই দামের মধ্যে বেশ কিছু ভাল স্মার্টফোন আছে। আর এগুলির অনেক ফোনই 4G LTE যুক্ত, আবার কিছু ফোনের রেয়ার ক্যামেয়া ভাল। তবে আসুন এরকম কিছু স্মার্টফোন একবার দেখে নেওয়া যাক।

৫ হাজার থেকে ৬ হাজার টাকার মধ্যে কিছু সেরা স্মার্টফোন

Intex Aqua Star

এই স্মার্টফোনটিতে  5 ইঞ্চির ডিসপ্লে আছে। এই ডিভাইসটির র‍্যাম 1GB আর ইন্টারনালস্টোরেজ 8GB। আর এর রেজিলিউশান 720p HD। 

৫ হাজার থেকে ৬ হাজার টাকার মধ্যে কিছু সেরা স্মার্টফোন

InFocus M370

এই হ্যান্ডসেটটিতে 5 ইঞ্চির ডিসপ্লে আছে যার রেজিলিউশান 1280 x 720 পিক্সাল। আর এই ফোনের রেয়ার ক্যামেরা 8MP। আর এর ফ্রন্ট ক্যামেরা 2MP। 

৫ হাজার থেকে ৬ হাজার টাকার মধ্যে কিছু সেরা স্মার্টফোন

Xolo Era 4G 

Xolo Era 4G স্মার্টফোনটি এই রেঞ্জের মধ্যের একটি ভাল বিকল্প। এই ডিভাইসটি 4G LTE সাপোর্ট করে আর এর ডিসপ্লে 5ইঞ্চির আর এটি ভাল HD রেজিলিউশান অফার করে। 

৫ হাজার থেকে ৬ হাজার টাকার মধ্যে কিছু সেরা স্মার্টফোন

Lenovo A2010

এই ডিভাইসটিতে 4.5 ইঞ্চির ডিসপ্লে আছে। এই ডিভাইসটির র‍্যাম 1GB আর 8GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত যার স্টোরেজকে 32GB অব্দি বাড়ানো যায়। 

৫ হাজার থেকে ৬ হাজার টাকার মধ্যে কিছু সেরা স্মার্টফোন

Xolo Era HD

এই ডিভাইসটিতে 5 ইঞ্চির ডিসপ্লে আছে যার রেজিলিউশান 720p আর এর এটি HD রেজিলিউশান অফার করে। এর রেয়ার ক্যামেরা 8MP’র আর ফ্রন্ট ক্যামেরা 5MP’র।  

৫ হাজার থেকে ৬ হাজার টাকার মধ্যে কিছু সেরা স্মার্টফোন

Micromax Canvas Spark 3

Micromax Canvas Spark 3 ফোনটিতে 5.5 ইঞ্চির ডিসপ্লে আছে। আর এর র‍্যাম 1GB ও ইন্টারনালস্টোরেজ 8GB। আর এই ফোনটির স্টোরেজকে মাইক্রো এসডি কার্ড দিয়ে 32GB পর্যন্ত বাড়ানো যায়।  

৫ হাজার থেকে ৬ হাজার টাকার মধ্যে কিছু সেরা স্মার্টফোন

Asus Zenfone Go 4.5

Asus Zenfone Go 4.5 স্মার্টফোনটি কোম্পানির সস্তার স্মার্টফোন। এই ডিভাইসের ডিসপ্লে 4.5 ইঞ্চির যার রেজিলিউশান 854 x 480p। 

৫ হাজার থেকে ৬ হাজার টাকার মধ্যে কিছু সেরা স্মার্টফোন

InFocus Bingo 10

Bingo 10 ডিভাইসটি অ্যান্ড্রয়েড মার্শমেলোতে চলে। এই ডিভাইসটিতে কোয়াড-কোর মিডিয়াটেক SoC, 1GB র‍্যাম আর 8GB স্টোরেজ যুক্ত, এই স্টোরেজকে মাইক্রো এসডি কার্ড দিয়ে  64GB  পর্যন্ত বাড়ানো যায়।  

৫ হাজার থেকে ৬ হাজার টাকার মধ্যে কিছু সেরা স্মার্টফোন

Lava P7

Lava P7 একটি ভাল দেখতের স্মার্টফোন। এই হ্যান্ডসেটে 5 ইঞ্চির ডিসপ্লে আছে যা 854 x 480p রেজিলিউশান যুক্ত। এর এটি কর্নিং গোরিলা গ্লাস যুক্ত প্রোটেক্টেড। 

৫ হাজার থেকে ৬ হাজার টাকার মধ্যে কিছু সেরা স্মার্টফোন

Micromax Canvas Spark 2

Micromax Canvas Spark 3 ফোনটিতে 5 ইঞ্চির ডিসপ্লে আছে। এই ডিসপ্লের রেজিলিউশান 854x480p। এই ডিভাইসটি অ্যান্ড্রয়েড 5.1 এ চলে। 

৫ হাজার থেকে ৬ হাজার টাকার মধ্যে কিছু সেরা স্মার্টফোন

Xiaomi redmi 4A

এই ফোনটিতে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 425 SoC আছে। এই ফোনে 2GB র‍্যাম আর 16GB’র স্টোরেজ আছে। এই ফোনটির বিল্ট কোয়ালিটি বেশ ভাল আর এটির 13MP’র রেয়ার ক্যামেরাও ভাল। স্পেক্সঃ ডিসপ্লেঃ 5.0 ইঞ্চি, SoC: কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 425, র‍্যাম 2GB, স্টোরেজ 16GB, ক্যামেরা: 13MP, 5MP, ব্যাটারি 3120mAh OS:অ্যান্ড্রয়েড 6.0 ললিপপ।

৫ হাজার থেকে ৬ হাজার টাকার মধ্যে কিছু সেরা স্মার্টফোন

Xolo era X

এই ফোনটি 1.5GHz কোয়াড-কোর SoC যুক্ত, আর এই ফোনটিতে 3GB র‍্যাম আছে। এই ফোনের ইন্টারনাল স্টোরেজ 8GBর। এই ফোনে একটি মাইক্রোএসডি কার্ড স্লটও আছে। এই ফোনটির ব্যাকে 8MP আর ফ্রন্টে 5MP ক্যামেরা আছে। স্পেক্সঃ ডিসপ্লেঃ 5.0 ইঞ্চি SoC: স্প্রেয়াড্রাটাম SC9830A র‍্যামঃ 2 GB স্টোরেজ 8 GB ক্যামেরা 8MP, 5MP ব্যাটারি 2500mAh OS: অ্যান্ড্রয়েড OS, v5.1.1 ললিপপ।

৫ হাজার থেকে ৬ হাজার টাকার মধ্যে কিছু সেরা স্মার্টফোন

Micromax canvas xp 4G

মাইক্রোম্যাক্স ক্যানভাস XP 4G এই তালিকার পরবর্তী ফোন। এটি ৬০০০ টাকা দামের মধ্যে অন্যতম একটি ভাল ফোন। এই ফোনে একটি 3GB’র র‍্যাম আছে। এই ফোনটি মিডিয়াটেক MT6737P SoC তে চলে। এবং এই ফোনের স্টোরেজ 16GB।

৫ হাজার থেকে ৬ হাজার টাকার মধ্যে কিছু সেরা স্মার্টফোন

Micromax canvas xp 4G

এই ফোনটি 5-ইঞ্চি HD ডিসপ্লে যুক্ত। এই ফোনের ব্যাক ক্যামেরাটি 8MP’র আর এর ফ্রন্ট ক্যামেরা 2MP’র। এই ফোনটি 4G সাপোর্ট করে। স্পেক্সঃ ডিসপ্লেঃ 5.0 ইঞ্চি SoC: মিডিয়াটেক MT6735P র‍্যাম 2GB স্টোরেজ 16 GB ক্যামেরা 8MP, 2MP ব্যাটারি 2000mAh OS: অ্যান্ড্রয়েড v5.1 ললিপপ।

৫ হাজার থেকে ৬ হাজার টাকার মধ্যে কিছু সেরা স্মার্টফোন

Xolo Era X1

আরও একটি Xolo Era ফোন এই তালিকায় আছে। এই ফোনটি 4G সাপোর্ট করে আর এটি 850 / 1800 / 2300 Mhz ব্যান্ড অফার করে। এটি অন্য ফোনের মতন অত দ্রুত নয়। কিন্তু বাজেট রেঞ্জের মধ্যে এটি একটি ভাল ফোন।

৫ হাজার থেকে ৬ হাজার টাকার মধ্যে কিছু সেরা স্মার্টফোন

Xolo Era X1

স্পেক্সঃ ডিসপ্লেঃ 5.0 ইঞ্চি SoC: স্প্রেয়াড্রাটাম SC9832A র‍্যাম 1GB স্টোরেজ 8GB ক্যামেরা 8MP, 5MP ব্যাটারি 2500mAh OS: অ্যান্ড্রয়েড OS, v6.0 (মার্শমেলো)।

৫ হাজার থেকে ৬ হাজার টাকার মধ্যে কিছু সেরা স্মার্টফোন

Micromax Canvas Juice 4G

মাইক্রোম্যাক্স ক্যানভাস জুস তাদের জন্য ভাল ফোন যারা একটি বড় ব্যাটারি যুক্ত স্মার্টফোনের সন্ধানে আছেন তাদের জন্য একটি ভাল অপশন। এই ফোনটিতে 4000mAh এর ব্যাটারি আছে। এটি 4G সাপোর্ট করে।

৫ হাজার থেকে ৬ হাজার টাকার মধ্যে কিছু সেরা স্মার্টফোন

Micromax Canvas Juice 4G

এই ফোনের ডিসপ্লে HD রেজিলিউশনের। স্পেক্সঃ ডিসপ্লে 5.0 ইঞ্চি SoC: মিডিয়াটেক MT6735P র‍্যাম 2GB স্টোরেজ 8GB ক্যামেরা 8MP, 5MP ব্যাটারি 4000mAh OS: অ্যান্ড্রয়েড OS, v5.1 ( ললিপপ)