আপনারা যদি এই সময়ে কিছু স্মার্টফোন কিনতে চাইছেন তবে আজকে আমরা আপনাদের কাছে বেশ কিছু ভাল স্মার্টফোনের সন্ধান নিয়ে এসেছি। এই সেরা স্মার্টফোন গুলির মধ্যে যেমন পাবেন দষহাজার টাকা দামের মধ্যের স্মার্টফোন তেমন আছে আহার চল্লিশেক দামের কিছু স্মার্টফোন। তবে আজকে আমরা যে স্মার্টফোন গুলি নিয়ে এসেছি এই স্মার্টফোন গুলি এই সময়ে সব দিক দিয়ে সেরা। তা সে পার্ফর্মেন্স হোক বা ক্যামেরা। কিম্বা আর কিছু। আর এই স্মার্টগফন গুলিকে সুধু যে সব বাজেটের সেরা স্মার্টফোন বলা যায় তা নয়, এই স্মার্টফোন গুলি আপনার দেওয়া দামের সঠিক মূল্যও রাখবে। হ্যাঁ ঠিকই ধরেছেন এগুলি সেই ধরনের স্মার্টফোন যা আপনারা একবার কিনলে তা আপনাদের নিজদের সেরাটা দেবে। তবে আসুন দেখা যাক এই স্মার্টফোন গুলি কোন স্মার্টফোন।
দশ হাজার টাকা দামের মধ্যে সেরা কিছু স্মার্টফোন
Xiaomi Redmi Note 5
সাওমি রেডমি নোট 5 হাজার দশেক টাকার মধ্যে একটি সেরা স্মার্টফোন। পার্ফর্মেন্সের ক্ষেত্রে এটি এর পূর্বসূরির মতনই তবে এর ডিসপ্লে আর ক্যামেরা নতুন আর উন্নত। একটা ব্যাপার যা আমাদের ভাল লাগেনি তা হল এই ফোনে সাওমি এখনও অ্যান্ড্রয়েড নৌগাটই ব্যাবহার করেছে।
স্পেসিফিকেশান
ডিস্পলে: 5.99-ইঞ্চি, 1080p
SoC: কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 625
র্যাম: 3GB
স্টোরেজ: 32GB
ক্যামেরা: 12MP, 5MP
ব্যাটারি: 4000mAh
OS: অ্যান্ড্রয়েড 7.1.2
Lenovo K8 Plus
এই ফোনটির ব্যাক সাইডে ডুয়াল ক্যামেরা আছে আর এতে শক্তিশালি অক্ট-কোর SoC দেওয়া হয়েছে। এই দামের ফোনের মধ্যে এতে সব কিছুই দেওয়া হয়েছে
স্পেসিফিকেশান
ডিসপ্লে: 5.2-ইঞ্চি, 1080p
SoC: মিডিয়াটেক হেলিও P25
র্যাম: 3GB
স্টোরেজ: 32GB
ক্যামেরা: 13MP + 5MP, 8MP
ব্যাটারি: 4000mAh
OS: অ্যান্ড্রয়েড 7.1.1
Xiaomi Redmi 5
এই সময়ের জনপ্রিয় বাজেট স্মার্টফোনের মধ্যে একটি হল সাওমিএর রেডমি ৫ ফোনটি। এর পার্ফর্মেন্স ভাল আর এর ব্যাটারি লাইফও ভরসাযোগ্য
স্পেসিফিকেশান
ডিসপ্লে: 5.7-ইঞ্চি, 720p
SoC: কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 450
র্যামঃ 3GB
স্টোরেজ: 32GB
ক্যামেরা: 12MP, 5MP
ব্যাটারি: 3300mAh
OS: অ্যান্ড্রয়েড 7.1.2
১৫ হাজার টাকা দামের কিছু সেরা স্মার্টফোন
Xiaomi Redmi Note 5 Pro
এই ফোনটির দাম সবে বারলেও এটি এখনও এই দামের ব্র্যাকেটের মধ্যে পরে। এটি এই দামের মধ্যে একটি অন্যতম সেরা স্মার্টফোন
স্পেসিফিকেশান
ডিসপ্লে: 5.99-ইঞ্চি, 1080p
SoC: কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 636
র্যাম: 4GB
স্টোরেজ: 64GB
ক্যামেরা: 12MP + 5MP, 20MP
ব্যাটারি: 4000mAh
OS: অ্যান্ড্রয়েড 7.1.2
Moto G5 Plus
এই দামের মধ্যে এটি আরও একটি ভাল স্মার্টফোন
স্পেসিফিকেশান
ডিসপ্লে: 5.2-ইঞ্চি, 1080p
SoC: কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 625
র্যাম: 4GB
স্টোরেজ: 32GB
ক্যামেরা: 12MP, 5MP
ব্যাটারি: 3000mAh
OS: অ্যান্ড্রয়েড 8.0
কুরি হাজার টাকা দামের মধ্যে কিছু সেরা স্মার্টফোন
Honor 9i
এই দামের ব্র্যাকেটের মধ্যে এই হনারের ফোনটি একটি অন্যতম সেরা স্মার্টফোন। এতে আপনারা চারটি ক্যামেরা পাবেন।
স্পেসিফিকেশান
ডিসপ্লে: 5.9-ইঞ্চি, 2160 x 1080p
SoC: হিলিকন কিরিন 659
র্যাম: 4GB
স্টোরেজ: 64GB
ক্যামেরা: 16MP + 12MP, 13MP + 2MP
ব্যাটারি: 3340mAh
OS: অ্যান্ড্রয়েড 7.0
Oppo F3 Plus
এটি গত বছরের স্মার্টফোন হলেও এখনও এই স্মার্টফোনটয়ি এই সময়ের এই দামের মধ্যের একটি সেরা স্মার্টফোন
স্পেসিফিকেশান
ডিসপ্লে: 6-ইঞ্চি, 1920 x 1080p
SoC: কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 653
র্যাম: 6GB
স্টোরেজ: 64GB
ক্যামেরা: 16MP, 16MP + 8MP
ব্যাটারি: 4000mAh
OS: অ্যান্ড্রয়েড 6.0
Xiaomi Mi Max 2
আপনারা যদি বড় স্ক্রিনে সিনেমা দেখতে চান তবে এটি সেক্ষেত্রে একটি সেরা স্মার্টফোন
স্পেসিফিকেশান
ডিসপ্লে: 6.44-ইঞ্চি, 1080p
SoC: কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 625
র্যাম: 4GB
স্টোরেজ: 64GB
ক্যামেরা: 12MP, 5MP
ব্যাটারি: 5300mAh
OS: অ্যান্ড্রয়েড 7.1.1
Samsung Galaxy J7 Pro
এই স্মার্টফোনটির মাধ্যমে স্যামসং ২০ হাজার টাকা দামের ব্র্যাকেটে একটি ভাল স্মার্টফোন লঞ্চ করেছে।
স্পেসিফিকেশান
ডিসপ্লে: 5.5-ইঞ্চি, 1080p
SoC: এক্সিয়ন্স 7870
র্যাম: 3GB
স্টোরেজ: 64GB
ক্যামেরা: 13MP, 13MP
ব্যাটারি: 3600mAh
OS: অ্যান্ড্রয়েড 7.0
তিরিশ হাজার টাকা দামের কিছু সেরা স্মার্টফোন
Honor View 10
হনারের এই ফোনটি ভাল ক্যামেরা অফার করে।
স্পেসিফিকেশান
ডিসপ্লে: 5.99-ইঞ্চি, 1080p
SoC: হিলিকন কিরিন 970
র্যাম: 6GB
স্টোরেজ: 128GB
ক্যামেরা: 16MP + 20MP, 13MP
ব্যাটারি: 3750mAh
OS: অ্যান্ড্রয়েড 8.0
LG G6
এই এলজি স্মার্টফোনটি এখন তিরিশ হাজারটাকা দামের মধ্যে কিনতে পাওয়া যাচ্ছে।
স্পেসিফিকেশান
ডিসপ্লে: 5.7-inch, 1440p
SoC: কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 821
র্যাম: 4GB
স্টোরেজ: 64GB
ক্যামেরা: 13MP + 13MP, 5MP
ব্যাটারি: 3300mAh
OS: অ্যান্ড্রয়েড 7.0
Samsung Galaxy S7
আপনারা হয়ত ভাবছেন যে এই দুবছরের পুরনো স্মার্টফোনটি আমরা কেন নিয়ে এসেছি। এটি পুরনো হলেও বেশ ভাল ফোন।
স্পেসিফিকেশান
ডিসপ্লে: 5.1-ইঞ্চি, 1440p
SoC: এক্সিয়ন্স 8890
র্যাম: 4GB
স্টোরেজ: 32GB
ক্যামেরা: 12MP, 5MP
ব্যাটারি: 3000mAh
OS: অ্যান্ড্রয়েড 7.0
চল্লিশ হাজার টাকা দামের স্মার্টফোন
OnePlus 5T
এই তালিকার একদম শেষের দিকে আমরা OnePlus 5T স্মার্টফোনটিকে রেখেছি। এটি একটি ক্লাসিক ফ্ল্যাগশিপ স্মার্টফোন।
স্পেসিফিকেশান
ডিসপ্লে: 6.01-ইঞ্চি, 2160 x 1080p
SoC: কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 835
র্যাম: 8GB
স্টোরেজ: 128GB
ক্যামেরা: 16MP + 20MP, 16MP
ব্যাটারি: 3300mAh
OS: অ্যান্ড্রয়েড 8.1
Xiaomi Mi Mix 2
এই দামের স্মার্টফোনের মধ্যে আরও একটি ভাল অপশান হল এই Xiaomi Mi Mix 2স্মার্টফোনটি।
স্পেসিফিকেশান
ডিসপ্লে: 5.99-ইঞ্চি, 2160 x 1080p
SoC: কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 835
র্যাম: 6GB
স্টোরেজ: 128GB
ক্যামেরা: 12MP, 5MP
ব্যাটারি: 3400mAh
OS: অ্যান্ড্রয়েড 7.1