ফুল ভিউ ডিসপ্লে বা গেমিংয়ের জন্য এই স্মার্টফোন কোম্পানির নতুন ফিচার্স আর নতুন প্রযুক্তি এসেছে যা গ্রাহকদের একটি দারুন অভিজ্ঞতা দেয়। আর এর জন্য পপ আপ মেকানিজামের সঙ্গে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আর সুপার AMOLED ডিসপ্লের ফোনও আছে। আর এদের লুকও দারুন।
আর আজকে এখানে আমরা এই ধরনের কিছু ফোনের কথা বলব। আর এই তালিকায় সদ্য লঞ্চ হওয়া কম দামের দুই স্যামসাংফোনও নিজের জায়গা করে নিয়েছে।
Samsung Galaxy M30s
Galaxy M30s ফোনে আপনারা 6.4 ইঞ্চির FHD+ সুপার AMOLED ডিসপ্লে পাবেন আর এই ডিভাইসে অ্যাপেল বক্যাক, সাফায়ার ব্লু আর পার্ল হোয়াইট কালার আসবে। গ্যালাক্সি M30s ফোনটিতে আপনারা এক্সিয়ন্স 9611 পাবেন। আর এই ফোনে অ্যান্ড্রয়েড 9 পাইয়ের সঙ্গে আসবে। আর এই ফোনে আছে একটি 6000mAh য়ের ব্যাটারি। আর এই ফোনে আপনারা AI ফিচার পাবেন।
Samsung Galaxy M10s
এই স্যামসাং ফোনটিতে আপনারা একটি 6.4 ইঞ্চির ডিসপ্লে পাবেন আর এই ফোনে আছে AMOLED ডিসপ্লে। ফোনে আপনারা এক্সিয়ন্স 7884B পাবেন। আর এর সঙ্গে এই ফোনে আছে 3GB র্যাম আর 32GB স্টোরেজ। আর এই ফোনে আপনারা 512GB পর্যন্ত স্টোরেজ এক্সপেন্ড করতে পারবেন। আর এই ফোনে আছে 4000mAH য়ের ব্যাটারি। আর এই ফোনে আপনারা ব্যাক সাইডে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার পাবেন আর ফোনে আছে 13+5 মেগাপিক্সালের ক্যামেরা। আর ফোনের ফ্রন্টে একটি 8MP র ক্যামেরা দেওয়া হয়েছে।
Samsung Galaxy A50s
এই স্যামসাং ফোনটিতে আপনারা একটি 6.4 ইঞ্চির ইনফিনিটি U সুপার AMOLED ডিসপ্লে পাবেন। আর এই ফোনে আছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। আর ফোনে আপনারা 4GB/6GB র্যাম আর 64GB/128GB স্টোরেজ পাবেন। আর এই ফোনের মেন ক্যামেরা 48MP র আর ফোনটিতে আপনারা 8MP র আল্ট্রাওয়াইড লেন্স আছে। আর ফোনে আপনারা 123 ডিগ্রির অফ ভিউ অফার পাবেন। ফোনে আছে একটি 4000mAh য়ের ব্যাটারি।
Samsung Galaxy A30s
এই স্যামসাং ফোনে আপনারা একটি 6.4 ইঞ্চির HD+ ইনফিনিটি V সুপার AMOLED ডিসপ্লে পাবেন। আর এই ফোনে আপনারা 3GB বা 4GB র্যাম অপশান পাবেন। আর এর সঙ্গে ফোনে আছে 32GB/64GB/128GB র স্টোরেজ অপশান। আর ফোনটিতে আপনারা 4000mAh য়ের ব্যাটারি পাবেন। আর ফোনের ব্যাকে ট্রিপেল ক্যামেরা আছে।
Xiaomi MI A3
এই ফোনটি শাওমি MI 2 ফোনের পরের জেনারেশানের ফোন। আর এই ফোনে আপনারা একটি 6.08 ইঞ্চির সুপার AMOLED ডিসপ্লে পাবেন। আর ফোনে আছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। আর ফোনে আপনারা পাবেন একটি মেন 48MP র মেন ক্যামেরা। আর ফোনের ফ্রন্টে আছে 32MP র ক্যামেরা।
Realme Xt
রিয়েলমির এই লেটেস্ট লঞ্চটি ভারতে 15,999 টাকার প্রাথমিক দামে লঞ্চ হয়েছে। আর এই ফোনে আপনারা 4GB র্যামের সঙ্গে 64GB স্টোরেজ পাবেন। আর এই ফোনে আপনারা একটি 64MP র প্রাইমারি ক্যামেরা পাবেন। কোয়াড ক্যামেরার এই ফোনে র এই ক্যামেরা ভারতের প্রথম 64MP ক্যামেরা ফোন।
Vivo S1
Vivo S1 ফোনটিতে আপনারা 6.38 ইঞ্চির ডিসপ্লে পাবেন আর এতে আছে HD+ রেজিলিউশান আর যা সুপার AMOLED ডিসপ্লে যুক্ত। আর এতে আপনারা মিডিয়াটেক হেলিও P65 পাবেন। আর এর সঙ্গে এটি অ্যান্ড্রয়েড 9 পাইয়ের সঙ্গে পাবেন। আর এই ফোনে আপনারা ট্রিপেল রেয়ার ক্যামেরা পাবেন।
Vivo Z1X
এই ফোনটিতে আপনারা 4500mah য়ের ব্যাটারি পাবেন। আর এই ফোনে আছে 22.5W ফাস্ট চার্জ। Vivo Z1X ফোনটিতে আপনারা প্রাথমিক দাম 16,990 টাকা পাবেবন। আর এই ফোনে আছে একটি 48MP র মেন ক্যামেরা।
Vivo V15 Pro
এই ভিভো ফোনে আপনারা একটি 6.39 ইঞ্চির সুপার AZMOLED ডিসপ্লে পাবেন। আর এই ফোনে আছে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 675 চিপসেট। আর এই ফোনে আপনারা 6GB র্যাম পাবেন আর এটি 128GB র স্টোরেজ যুক্ত। আর এই ফোনে আপনারা ফ্রন্টে একটি 32MP র ক্যামেরা পাবেন যা পপ আপ ক্যামেরা।
Samsung Galaxy A80
এই স্যামসাং ফোনটিতে আপনারা রোটেটিং ক্যামেরা পাবেন। আর ফোনে আছে এজ টু এজ ডিসপ্লে আর ফোনে একটি 6.7 ইঞ্চির ডিসপ্লে আছে। আর ফোনে আপনারা 20:1 অ্যাস্পেক্ট রেশিও পাবেন। আর এই ফোনে আপনারা অ্যালুমিনিয়াম কেস আছে।