আপনি কি ফোন আর ক্যামেরা দুই নিয়েই অবসেশড! তবে এই লেখাটি আপনাদের জন্যই। আসলে এই সময়ে স্মার্টফোনের ক্যামেরা এমন একটা জায়গায় চলে গেছে যে তা যে শুধু ভাল ছবি তোলে তা নয় সঙ্গে ফোনের ক্যামেরা অনেক সময়ে ক্যামেরাকে চ্যালেঞ্চ দিয়ে ফেলে। আর এই সময়ে 48MP আর 64MP র ক্যামেরা যাকে বলে হট ট্রেন্ডিং। আর এবার আগামী দিনে এই ট্রেন্ডও পুরনো হবে আসবে 108MP সেন্সারের ফোন।
আর এবার বাজারে এই ধরনের কিছু ফোন আসবে বলেও জানা গেছে আসুন দেখা যাক সেই সব ফোনে আপনারা কি পাবেন বা কি পেতে পারেন?আর এর সঙ্গে এখানে আমরা 64MP আর 48MP র ক্যামেরা ফোনের বিষয়েও আলোচনা করব।
স্যামসাং শাওমির সঙ্গে একসঙ্গে 108MP র ক্যামেরা সেন্সার তৈরি করছে। আর এই 108MP ক্যামেরা ফোন তাড়াতাড়ি আসবে বলে মনে করা হচ্ছে। বলা হচ্ছে যে শাওমি তাদের আপকামিং 4টি ফোনের সেন্সার আনতে পারে। আর রিপোর্ট অনুসারে এই ফোনের কোড নেম- ‘tucana', ‘draco', ‘umi', আর ‘cmi'। স্যামসাং 108MP র ISOCELL ব্রাইট HMX সেন্সার গত মাসে শাওমির সঙ্গে লঞ্চ করেছিল।
এই ফোনটি ভারতে লঞ্চ হয়েগেছে। Relame XT ফোনে আপনারা একটি 64MP র প্রাইমারি সেন্সার পাবেন আর এর সঙ্গে আছে এর একটি 8MP র ক্যামেরা আর যা আল্ট্রা ওয়াইড সেন্সারের। আর ফোনের বাকি দুটি 2MP ক্যামেরার একটি ডেপথ সেন্সিংয়ের জন্য আর একটি ম্যাক্রো ক্যামেরা।
এই ফোনে আপনারা একটি 64MP র ক্যামেরা পাবেন যা f/1.7 অ্যাপার্চারের আর এই ফনে এর সঙ্গে আছে একটি 20MP র সেলফি ক্যামেরা। আর এই ফোনে আপনারা 4500mAh য়ের ব্যাটারি পাবেন। আর ফোনে আছে একটি 6.53 ইঞ্চির স্ক্রিন আর এই ফোনে 3D কার্ভড গ্লাস দেওয়া হয়েছে। আর এই ফোনে আপনারা ডায়মন্ড কাট পাবেন।
এই ফোনে ও একটি 64MP র ক্যামেরা থাকবে আর এখানে এই ফোনের প্রায় 100 শতাংশ স্ক্রিন টু বডি রেশিও হবে বলে জানা গেছে আর এই ফোনে আপনারা Vivo NEX মোবাইল ফোনের মতন স্ক্রিন পাবেন।
এই ফোনে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 665 আছে। আর এই ফোনের ব্যাকে আছে চারটি ক্যামেরা আর 48MP র মেন ক্যামেরা যুক্ত এই ফোনে আপনারা পাবেন একটি 8MP র ক্যামেরা আর সঙ্গে থাকবে দুটি আলাদা আলাদা 2MP র ক্যামেরা। আর এই ফোনে আপনারা ফ্রন্টে একটি 13MP র ক্যামেরা পাবেন।
এই মোটোরোলা ফোনে আপনারা একটি 48MP র মেন ক্যামেরা পাবেন যা f/1.7 অ্যাপার্চার যুক্ত। আর এই ফোনে এর সঙ্গে আপনারা সেকেন্ডারি ক্যামেরা হিসাবে ডেপথ সেন্সার 5MP র ক্যামেরা পাবেন। এই ফোনে নাইট ভিশান মোড আছে যা ভাল ছবি তুলতে সাহায্য করবে।
রেডমির এই ফোনে আপনারা 7th জেনারেশান ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার পাবেন। আর এর সঙ্গে এই ফএন আছে ডার্ক মোড, রিডিং মোড। আর এই ডিভাইসের ব্যাকে 3D কার্ভড গ্লাস ব্যাক দেওয়া হয়েছে যা কর্নিং গোরিলা গ্লাস ভিডিওর সঙ্গে এসেছে।
আপনারা এই ওপ্পোর ফোনে মিডিয়াটেক হেলিও P70 পাবেন। আর এর সঙ্গে এই ফোনে আপনারা 6GB র্যামের সঙ্গে 64GB স্টোরেজ পাবেন। আর এই ফোনে আপনারা মেন ক্যামেরাতে 48MP র ক্যামেরা পাবেন। আর এর সঙ্গে আপনারা এই ফোনে 5 মেগাপিক্সালের সেকেন্ডারি ক্যামেরা পাবেন। আর এই ফোনে আছে সোনি IMX586 সেন্সার। আর এই ফোনে আপনারা একটি 4000mAh য়ের ব্যাটারি পাবেন।
এই শাওমি ফোনে আপনারা একটি 48MP র ক্যামেরা পাবেন। আর এই ফোনে আছে AI ক্যামেরা। আর ফোনে আপনারা রেয়ার প্যানেলে একটি 5MP র ক্যামেরা এর সঙ্গে পাবেন আর ফোনের ফ্রন্টে আছে একটি 13MP র ক্যামেরা। আর এই ফোনে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 660 চিপসেট দেওয়া হয়েছে।
এই ফোনে আপনারা একটি 6.67 ইঞ্চির ফুল AMOLED ডিসপ্লে পাবেন। আর এই ফোনে এর সঙ্গে আছে একটি ডিসপ্লে ম্যাট আর A+ রেটিং। আর এই ফোনে আপনারা সোনির IMX 586 সেন্সারের 48MP র মেন ক্যামেরা পাবেন।