এই স্মার্টফোনের বাজারে অনেক স্মার্টফোনের কোম্পানি আছে আর যা স্যামসাং এর মধ্যে অন্যতম। এই ফোন কোম্পানি সব সময়ে নতুন ডিভাইস নিয়ে আসে আর এর মধ্যে কোম্পানি ভারতে তাদের Samsung Galaxy Z Flip, Galaxy Note 10 Lite, Galaxy S10 Plus, Galaxy A71র মতন একাধিক ফোন লঞ্চ করেছে।
Samsung Galaxy A71
এই Samsung Galaxy A71 ফোনটিতে আপনারা 8GB র্যাম আর 128GB স্টোরেজ পাবেন আর এই ফোনের দাম 29,999 টাকা। আর এই ফোনে আপনারা পাবেন 6.7 ইঞ্চির ফুল HD+ ডিসপ্লে। আর এই ফোনে আছে সুপার AMOLED ইনফিনিটি O ডিসপ্লে। আর এই ফোনে আপনারা পাবেন কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 6730 অক্টা কোর প্রসেসার আর ফোনে এর সঙ্গে আছে 8GB র্যাম। আর 128GB স্টোরেজ আর সঙ্গে 512GB র ইন্টারনাল স্টোরেজ।
Samsung Galaxy S10 Lite
এই Samsung Galaxy S10 Lite ফোনের দাম 39,999 টাকা আর এই ফোনে আপনারা পাবেন কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 855 প্রসেসার আর এই ফোনে আপনারা পাবেন 8GB LPDDR4x র্যাম আর 128GB র ইন্টারনাল স্টোরেজ। আর এই ফোনে আপনারা পাবেন স্ন্যাপড্র্যাগন 855 TSMC 7nm প্রসেসার।
Samsung Galaxy Z Flip
Samsung Galaxy Z Flip ফোনে আপ[নারা 8GB র্যামের সঙ্গে 256GB স্টোরেজ পাবেন আর এর দাম 1,09,999 টাকা রাখা হয়েছে। আর এই ফোনে আপনারা স্ন্যাপড্র্যাগন 855+ SoC পাবেন।
Samsung Galaxy S10 Plus
আপনারা এই স্যামসাংয়ের ফোনে পাবেন 7-nanometre Exynos 9820 চিপসেট আর এই ফোনে আছে 8GB/12GB RAM আর এই ফোনে আপনারা ইন্টারনাল স্টোরেজ 1TB আর 512GB পর্যন্ত তা এক্সপেন্ড করতে পারবেন।
Samsung Galaxy Note 10 Plus
এই স্যামসাংয়ের ফোনে আপনারা 8GB র্যামের সঙ্গে 256GB স্টোরেজ পাবেন। আর এই Samsung Galaxy Note 10 Plus ফোনে আপনারা পাবেন স্যামসাং এক্সিয়ন্স 9825 চিপসেট। আর এই ফোনে আপনারা স্টোরেজ মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে এক্সপেন্ড করতে পারবেন।
Samsung Galaxy S10
এই স্যামসাংয়ের ফোনে আপনারা Exynos 9620 পাবেন আর এই ফোনে আছে 8GB র্যাম। ফোনে আপনারা 2K রেজিলিউশানের ডিসপ্লে পাবেন যা কার্ভড ডিসপ্লে। আর এই ডিভাইসে 3400mAh য়ের ব্যাটারি পাবেন যা 15W ফাস্ট চার্জ সাপোর্ট করবে। আর এই ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আছে।
Samsung Galaxy Note 10
এই স্যামসাং ডিভাইসে অক্টা কোর এক্সিয়ন্স 9825 SoC, 8GB RAM আছে। আর এই ফোনে আপনারা গ্যালাক্সি Note 10 ইয়ে ট্রিপেল রেয়ার ক্যামেরা পাবেন। আর এর সঙ্গে এই ফোনে আপনারা পাবেন 12+16+12 মেগাপিক্সালের ক্যামেরা। ফোনে আছে 10Mp র ফ্রন্ট ক্যামেরা। আর এই ফোনে আপনারা 256GB স্টোরেজ পাবেন তবে ফোনে মাইক্রো এসডি কার্ডের সাপোর্ট নেই।
Samsung Galaxy A70s
এই Samsung Galaxy A70s ফোনে আপনারা 6.7 ইঞ্চির সুপার AMOLED ডিসপ্লে পাবেন যা ইনিফনিটি U ডিসপ্লের সঙ্গে এসেছে। আর এই ফুনে আছে অক্টা কর স্ন্যাপড্র্যাগন 675 SoC। আর এই ফোনে আছে 8GB র্যামের সঙ্গে 128GB স্টোরেজ ভেরিয়েন্ট। আর এই ফোনের স্টোরেজকে আপনারা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে এক্সপেন্ড করতে পারবেন।
Samsung Galaxy S20
আপনারা এই স্যামসাংয়ের ফোনে 6.2 ইঞ্চির ডায়ানামিক AMOLED 2X ডিসপ্লে পাবেন আর এই ফোনে ইনফিনিটি O প্যানেল আছে। আর এই ফোনে আপআন্রা 8GB র্যামের সঙ্গে 12Gb র্যাম(5G শুধু) অপশান পাবেন। আর এই ফোনের স্টোরেজ 128GB। ফোনে আপনারা 4000mAh য়ের ব্যাটারি পাবেন।