ট্যাবলেট এর যুগে স্যামসং তাদের গ্যালাক্সি ট্যাব S3 ট্যাবলেট লঞ্চ করেছে, এবং এতের নতুন ঘোষিত গ্যালাক্সি বুক রেঞ্জের মধ্যে আরও দুটি নতুন ট্যাবলেট এরা নিয়ে এসছে। যেখানে ট্যাব S3 একটি অ্যান্ড্রয়েড বেসড ট্যাবলেট সেখানে বুক সিরিজ উইন্ডোজ নিয়ে আসবে বলে মনে হয় এবং এতে ইন্টেল প্রসেসার থাকছে। আসুন দেখে নেওয়া যাক এতে নতুন কি আছে।
গ্যালাক্সি ট্যাব S3 দিয়ে শুরু করা যাক, এটি ২০১৫র সেপ্টেম্বরে লঞ্চ হওয়া প্রিমিয়াম ট্যাব S2 র সিপ্লেসমেন্ট। এতে নতুন হার্ডওয়ার দেওয়া হয়েছে।
ডিসপ্লেঃ 9.7-inch, 2048 x 1536p
SoC: কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 820
র্যামঃ 4GB
স্টোরেজঃ 32GB, MicroSD কার্ড সাপোর্ট করে
ক্যামেরাঃ 13MP, 5MP
ব্যাটারিঃ 6000mAh
OS: অ্যান্ড্রয়েড 7.0 নুগা
এই নতুন স্যামসং গ্যালাক্সি ট্যাব S3তে AMOLED ডিসপ্লে আছে, যা HDR এবং 4K ভিডিও প্লেব্যাক যুক্ত। ডিভাইসটি S-pen সাপোর্ট করে।
ফোনটি মূলত গ্লাস ও মেটাল দিয়ে তৈরি এবং এর ব্যাক কভারও গ্লাসের। এতে 13MP রেয়ার ক্যামেরা আছে।
ট্যাবলেটটিতে AKGর টিউন করা কোয়াড স্পিকার সেটআপ আছে, দাবি করা হচ্ছে এতে অসাধারন শোনার অভিজ্ঞতা হবে। স্যামসং এই ট্যাবলেটে কিবোর্ড কভার দিচ্ছে, যা এর নিচে পোগো পিন দিয়ে যুক্ত থাকছে।
স্যামসং উইন্ডোজ ট্যাবলেটের কথাও ঘোষান করেছে, যার নাম গ্যালাক্সি বুক। কোম্পানি বুক রেঞ্জের অন্তর্ভুক্ত দুটি ট্যাবলেটের কথা ঘোষনা করেছে, একটি 10.6-inch ভার্সেনের এবং অপরটি 12-inch ভার্সেনের।
দুটিই মেটাল বডি যুক্ত এবং দেখতে প্রিমিয়ামের মতন লাগে।
স্যামসং গ্যাল্কসি বুক 10.6 বুক ট্যাবলেট দুটির মতন একই ধরনের। এটি fanless 7th জেনারেশন ইন্টেল কোর প্রসেসার যুক্ত, এবং হয়ত এটি ডিটাচেবেল কিবোর্ড কভার সহ পাওয়া যাবে। এর স্পেসিফিকেশন গুলি হল
ডিসপ্লেঃ 10.6-inch, 1920 x 1080p
SoC: ইন্টেল কোর m3
র্যামঃ 4GB
স্টোরেজঃ 64GB/128GB, MicroSD কার্ড সাপোর্ট করে
ক্যামেরাঃ 5MP front
OS: উইন্ডোজ ১০
উইন্ডোজ সাপোর্ট যুক্ত বড় ট্যাবলেট হল গ্যলাক্সি বুক ১, যা নামের সঙ্গে সঙ্গতি রেখে ১২ ইঞ্চির ডিসপ্লে যুক্ত। এটি 7th জেনারেশন ইন্টেল কোর প্রসেসার দ্বারা যুক্ত, এবং এটি HDR ভিডিও প্লেব্যাক সাপোর্ট করে। স্পেসিফিকেশন গুলি হল
ডিসপ্লেঃ 12-inch, 2160 x 1440p
SoC: ইন্টেল কোর i5 (fanless)
র্যামঃ 4GB / 8GB
স্টোরেজঃ 128GB/256GB, MicroSD কার্ড সাপোর্ট করে
ক্যামেরাঃ 13MP, 5MPt
OS: উইন্ডোজ ১০
১২ ইঞ্চি ও ১০.৬ ইঞ্চির দুটি বুক ট্যাবলেটই LTE এবং স্যামসং S- সাপোর্ট করে
স্যামসং গ্যালাক্সি S8 স্মার্টফোনের একটি ছোট টিজার বার করেছে। সেটি আপনি এখানে দেখতে পারবেন।