সামসাং গ্যালাক্সি অন Nxt এর সম্পর্কে জানুন এই ছবিগুলির মাধ্যমে....

দ্বারা Team Digit | আপডেট করা Nov 15 2016
সামসাং গ্যালাক্সি অন Nxt এর সম্পর্কে জানুন এই ছবিগুলির মাধ্যমে....

স্যামসাং গ্যালাক্সি অন Nxt স্মার্টফোনে কিছু সময় আগে বাজারে চালু করা হয়েছিল.  এই স্মার্টফোনের দাম Rs. 18,490 টাকা রাখা হয়. কালো ও সোনালি রঙে চালু করা হয় হ্যান্ডসেটটি কে. স্যামসাং গ্যালাক্সি অন Nxt স্মার্টফোনে মেটাল ইউনিবডি ডিজাইন দেওয়া হয়েছে.

সামসাং গ্যালাক্সি অন Nxt এর সম্পর্কে জানুন এই ছবিগুলির মাধ্যমে....

আসুন এই স্মার্টফোনের স্পেকসে এক বার নজর দি..

 

প্রসেসর: স্যামসাং এক্সিনোস 7870, অক্টা-কোর, 1.6GHz

Ram: 3GB

স্টোরেজ: 32GB

ব্যাটারি: 3300mAh

ক্যামেরা: 13MP (রিয়ার), 8 মেগাপিক্সেল(ফ্রন্ট)

ডিসপ্লে: 5.5 ইঞ্চি, IPS LCD, 1080x1920 পিক্সেল

অপারেটিং সিস্টেম: অ্যানড্রইড মার্শমেলো 6.0.1

দাম: Rs. 18,490

প্রাপ্তিস্থান: ফ্লিপ্কার্ট এ উপলব্ধ

সামসাং গ্যালাক্সি অন Nxt এর সম্পর্কে জানুন এই ছবিগুলির মাধ্যমে....

স্মার্টফোনটি তে রয়েছে 5.5 ইঞ্চি ফুল HD ডিসপ্লে 2.5D গরিল্লা গ্লাস এর সঙ্গে দেওয়া. এই ডিসপ্লের রেজল্যুশন 1920x1080 পিক্সেল.

সামসাং গ্যালাক্সি অন Nxt এর সম্পর্কে জানুন এই ছবিগুলির মাধ্যমে....

এবার আসা যাক ক্যামেরার প্রসঙ্গে! স্যামসাং গ্যালাক্সি On Nxt হ্যান্ডসেটের রিয়ার ক্যামেরা ১৩ মেগাপিক্সেলের, ফ্রন্ট ৮ এমপি-র৷ রিয়ার ক্যামেরায় ফ্ল্যাশ রয়েছে৷ ফুল এইচডি ভিডিও রেকর্ডিংয়ের সুযোগ মিলবে৷

সামসাং গ্যালাক্সি অন Nxt এর সম্পর্কে জানুন এই ছবিগুলির মাধ্যমে....

এই স্মার্টফোন 1.6GHz অক্টা-কোর এক্সনোস 7870 প্রসেসর, ARM মালি T830 MP1 GPU এবং 3GB র্যাম দিয়ে সজ্জিত করা. এতে 32GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে. স্টোরেজ কে মাইক্রো-এসডি কার্ড এর মাধ্যমে 256 গিগাবাইট পর্যন্ত বৃদ্ধি করা যেতে পারে.

সামসাং গ্যালাক্সি অন Nxt এর সম্পর্কে জানুন এই ছবিগুলির মাধ্যমে....

এই স্মার্টফোন অ্যান্ড্রয়েড 6.0 মার্শমেলো অপারেটিং সিস্টেমের উপর কাজ করে. এটি তে একটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ও উপস্থিত রয়েছে, যা হোম বাটনে দেওয়া হয়েছে.

সামসাং গ্যালাক্সি অন Nxt এর সম্পর্কে জানুন এই ছবিগুলির মাধ্যমে....

ডুয়াল ন্যানো সিম কার্ড স্লট বিশিষ্ট এই ফোনের ব্যাটারি ৩৩০০ এমএএইচ৷ ফোর-জি সাপোর্টেড এই ফোনে একটানা ১৫ ঘণ্টা ইন্টারনেট সার্ফিং, ২১ ঘণ্টা কথা বলা যাবে বলে দাবি দক্ষিণ কোরীয় সংস্থাটির৷

সামসাং গ্যালাক্সি অন Nxt এর সম্পর্কে জানুন এই ছবিগুলির মাধ্যমে....

এই স্মার্টফোনের সাইজ 151.7 x 75.0 x 8.0 mm এবং ওজন 167 গ্রাম.

সামসাং গ্যালাক্সি অন Nxt এর সম্পর্কে জানুন এই ছবিগুলির মাধ্যমে....

এই ফোনে পাওয়ার প্লানিং ফিচার ও উপস্থিত রয়েছে, যার মাধ্যমে ব্যাটারী কে পরিচালনা করা যেতে পারে. এর অধীন রিজার্ভ ব্যাটারী, এক্সটেন্ড ব্যাটারী এবং জিরো ব্যাটারী তে কল ফরওয়ার্ডিং যেমন বৈশিষ্ট্য রয়েছে.

সামসাং গ্যালাক্সি অন Nxt এর সম্পর্কে জানুন এই ছবিগুলির মাধ্যমে....

এটি একটি ডুয়াল সিম স্মার্টফোন. এই ফোনে 4G LTE ওয়াইফাই (802.11 b / g / N 2.4GHz), ওয়াইফাই ডাইরেক্ট, ব্লুটুথ 4.1, GPS, একটি মাইক্রো USB পোর্ট যেমন বৈশিষ্ট্য উপস্থিত রয়েছে.