স্যামসং ইন্ডিয়া গ্যালাক্সি A5 ও A7 স্মার্টফোনের নতুন ভার্সান লঞ্চ করেছে। ২৮,৯৯০ টাকা ও ৩৩,৪৯০ টাকায় এই ফোন দুটি পাওয়া যাচ্ছে, এই দুটি নতুন এসিরিজ ডিভাইসটি One Plus 3T, Honor 8 এবং আরও অনেক ফোনের প্রতিযোগী। তাহলে এতে নতুন কী আছে? আসুন দেখে নেওয়া যাক
এই গ্যালাক্সি এ৫ এ আগের ফোনের মতন একইরকম ছোট স্ক্রিন আছে, যদিও এই ফোনটি এখন আগের থেকে ২গ্রাম ভারি ও উঁচু গভীর। ফোনটি বেশ হালকা লাগে,এবং এই ফোনটি সহজেই ধরে থাকা যায়। এই ফোনটির কিছু বৈশিষ্ট্যর কথা বলা হল।
ডিস্প্লেঃ 5.2-inch, 1080p
SoC: 1.9 GHz অক্টা কোর Exynos 7880
র্যামঃ 3GB
স্টোরেজঃ 32GB
ক্যামেরাঃ 16MP, 16MP
ব্যাটারিঃ 3000mAh
OS: অ্যান্ড্রয়েড ৬.০.১
আরোবড় গ্যালাক্সি A7 একই হার্ডওয়্যার ও ডিজাইন আছে। আরও বড় ডিসপ্লে আরও বড় ব্যাটারির জন্য আছে। এখানে এর কিছু বৈশিষ্ট্য দেওয়া হল।
ডিসপ্লেঃ 5.7-inch, 1080p
SoC: Exynos 7880
র্যামঃ 3GB
স্টোরেজঃ 32GB
ক্যামেরাঃ 16MP, 16MP
ব্যাটারিঃ 3600mAH
OSঃ অ্যান্ড্রয়েড ৬.০.১
দুটি ফোনই দেখার ও অনুভব করার জন্য একই রকমের। মেটাল ও গ্লাস দিয়ে তৈরি ফোনটির ডিজাইন স্যামসং এর ফ্ল্যাগশিপ গ্যালাক্সি এস৭ এর মতন। এটির প্রিমিয়াম আদল আছে, তবে ফোনের পেছনে গ্লাস থাকার অর্থ দুটি ফোনেই ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেট আছে।
ফোনটির একমাত্র স্পিকার পাওয়ার বটনের ঠিক ওপরে ডান দিকে সরিয়ে দেওয়া হয়েছে। স্পিকারের এই পোজিসান একটু অড, যদিও এটিকে সহজেই ব্যবহার করা যায়।
আসলে আমরা এই দামের মধ্যে একটা স্টিরিও স্পিকার পেয়ে যাচ্ছি।
দুটি ফোনই C পোর্টের ইউএসবি যুক্ত এবং যা তাড়াতাড়ি চার্জ হয়। গ্যালাক্সি A5 ও A7 দুটি ফোনই এখন IP68 সার্টিফিকেশনের সঙ্গে আসছে, এই ফোন দুটি ডাস্ট ওয়াটারপ্রুফ। শব্দ নিয়ন্ত্রন ডান দিক থেকে হয়। দুটি ফোনই ডুয়াল সিম সাপোর্ট করে এবং এর একটি বৈশিষ্ট্য এতে মাইক্রো এসডি কার্ডের স্লট আছে।
রেয়ার ক্যামেরা উন্নত 16MP সেন্সার যুক্ত। দুটি ফোনেই একই সেটআপ আছে, এতে BSI সেন্সর আছে f/1.9 অ্যাপার্চারের সঙ্গে। ফ্রন্টফেসিং ক্যামেরাটিও উন্নত করা হয়েছে 16MP সেন্সর দিয়ে, এতেও একই অ্যাপার্চার আছে।
দুটি ডিভাইসের ডিসপ্লে তে তেমন কোন পরিবর্তন হয়নি, এতে স্যামসং এর সিগনেচার সুপার AMOLED ডিসপ্লে আছে। গ্যালাক্সি A5 এ 5.2 ডিসপ্লে যুক্ত, সেখানে গ্যালাক্সি A7 এ 5.7 ডিসপ্লে আছে। স্যামসং সবসময় A-সিরিজের নতুন বৈষ্ট্য যুক্ত ফন নিয়ে এবছর ফিরে আসছে। ডিসপ্লের মতনই ফিঙ্গারপ্রিন্ট সেন্সারেও তেমন কোন পরিবর্তন হয়নি।