Samsung Galaxy A30 ফোনটি ভারতে মিড রেঞ্জ সেগমেন্টে লঞ্চ করা হয়েছে

দ্বারা Digit Bangla | আপডেট করা Mar 19 2019
Samsung Galaxy A30 ফোনটি ভারতে মিড রেঞ্জ সেগমেন্টে লঞ্চ করা হয়েছে

Samsung তাদেরSamsung Galaxy M30 ফোনটি  ভারতে লঞ্চ করে দিয়েছে আর এই ফোনটি লঞ্চের আগে ভারতে Samsung galaxy M10, Galaxy M20 ফোন দুটি লঞ্চ করেছে। আর এই ফোনে আপনারা ট্রিপেল ক্যামেরার সঙ্গে 5000mAh য়ের ব্যাটারি আছে। আর এই ফোনে আপনারা একটি সুপার AMOLED ডিসপ্লে পাবেন। আর এই ফোনটি 7 মার্চ অ্যামাজন ইন্ডিয়া ছাড়া স্যামসাং য়ের ই-শপে কেনা যাবে।

Samsung Galaxy A30 ফোনটি ভারতে মিড রেঞ্জ সেগমেন্টে লঞ্চ করা হয়েছে

আমরা যদি Samsung galaxy M30 ফোনটির বিষয়ে বলি তবে এই ফোনে আপনারা 4GB র‍্যাম আর 64GB স্টোরেজ পাবেন আর এই ফোনের দাম 14,990 টাকা রাখা হয়েছে আর এই ফোনের অন্য মডেল মানে 6GB র‍্যাম আর 128GB স্টোরজের বিষয়ে বলি তবে এই ফোনটি আপনারা 17,990 টাকায় কিনতে পারবেন। 

Samsung Galaxy A30 ফোনটি ভারতে মিড রেঞ্জ সেগমেন্টে লঞ্চ করা হয়েছে

আমরা যদি এই ফোনটির স্পেক্সের বিষয়ে বলি তবে এই ফোনে আপনারা ডুয়াল সিমের সাপোর্ট পাবেন আর এর সঙ্গে এতে অ্যান্ড্রয়েড oreo পাবেন। আর এই ফোনটি খুব তাড়াতাড়ি অ্যান্ড্রয়েড 9 পাইয়ের আপডেট পেতে পারে। আর এই ফোনের স্পেক্সের আপনারা ফোনে একটি 6.4 ইঞ্চির FHD+ সুপার AMOLED ডিস্প্লে পাবেন আর এই ফোনে নচও দেওয়া হয়েছে।

Samsung Galaxy A30 ফোনটি ভারতে মিড রেঞ্জ সেগমেন্টে লঞ্চ করা হয়েছে

এই স্যামসাংফোনে Exynos 7904 অক্টা কোর প্রসেসার আছে। 

Samsung Galaxy A30 ফোনটি ভারতে মিড রেঞ্জ সেগমেন্টে লঞ্চ করা হয়েছে

আর এছাড়া এই Samsung Galaxy M30 ফোনে ক্যামেরাতে ট্রিপেল রেয়ার ক্যামেরা দেওয়া হেয়ছে।

Samsung Galaxy A30 ফোনটি ভারতে মিড রেঞ্জ সেগমেন্টে লঞ্চ করা হয়েছে

আর এই ফোনে একটি প্রাইমারি 13MP সেন্সারের সঙ্গে একটি 5MP ডেপথ সেন্সার দেওয়া হেয়ছে আর এই ফোনে একটি 5MP র আল্ট্রা-ওয়াইড ক্যামেরাও পাবেন।

Samsung Galaxy A30 ফোনটি ভারতে মিড রেঞ্জ সেগমেন্টে লঞ্চ করা হয়েছে

আর এই ফোনের ফ্রন্টে একটি 16MP র ক্যামেরা আছে।

Samsung Galaxy A30 ফোনটি ভারতে মিড রেঞ্জ সেগমেন্টে লঞ্চ করা হয়েছে

Samsung Galxy M30 ফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সারের সঙ্গে ফেস রেকগজেশানের সুবিধাও দেওয়া হয়েছে।

Samsung Galaxy A30 ফোনটি ভারতে মিড রেঞ্জ সেগমেন্টে লঞ্চ করা হয়েছে

এটি একটি 4G VolTE ফোন আর এতে GPS ব্লুটুথ আছে।

Samsung Galaxy A30 ফোনটি ভারতে মিড রেঞ্জ সেগমেন্টে লঞ্চ করা হয়েছে

আর এই ফোনটি 7 মার্চ অ্যামাজন ইন্ডিয়া ছাড়া স্যামসাং য়ের ই-শপে কেনা যাবে।

নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।